পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / health

ছয় থেকে বারো মাস বয়সি শিশুকে কীভাবে খাওয়াবেন ? টিপস দিলেন ডায়েটিশিয়ান - DIET CHART FOR INFANTS

ছয় মাসের পর থেকে মাতৃদুগ্ধের পাশাপাশি পরিপূরক খাবারও দিতে হবে শিশুকে । তবে হজম ঠিক হওয়া প্রয়োজন ৷ কী খাওয়াবেন জানালেন ডায়েটিশিয়ান জয়শ্রী বণিক ৷

Diet Plan For baby
ছয় মাসের পর শিশুর ডায়েট কেমন হবে (Freepik)

By ETV Bharat Health Team

Published : Jan 8, 2025, 1:02 PM IST

Updated : Jan 8, 2025, 1:08 PM IST

শিশুর ছয়মাস বয়স পর্যন্ত মাতৃদুগ্ধেই পুষ্টি পায় ৷ এইসময় সন্তানকে কী খাওয়ানো দরকার তা নিয়ে মায়েদের চিন্তা কম থাকে ৷ এরপর চিন্তা শুরু হয় ছয়মাসের পর থেকে ৷ কারণ ছয়মাস পর শিশু ভাত খাওয়ার পালা শুরু হয় ৷ ডায়েটিশিয়ান জয়শ্রি বণিক বলেন, "তারপর থেকে কী কী খাওয়ানো দরকার, তার একটা রুটিন হওয়া খুব জরুরি ।"

তিনি জানান, এইসময় শিশুর বিভিন্ন শরীরে সমস্যা হতে পারে ৷ বিশেষ করে হজমে ৷ সেক্ষেত্রে কিছু টিপস মেনে চলা জরুরি ৷ একেবারে বেশি খাবার না খাওয়ানো ৷ তিন থেকে চার ঘণ্টার গ্যাপে খাওয়া প্রয়োজন ৷ লক্ষ্য রাখা প্রয়োজন কোনও খাবারে কিছু সমস্যা হচ্ছে কি না ৷ তবে অবশ্যই সময় মেইনটেন করা প্রয়োজন ৷

ডায়েটিশিয়ান জয়শ্রী বণিক (ETV Bharat)

এইসময় যেহেতু শরীরের সমস্যা বেশি শুরু হয় তাই প্রথমেই মাংস দেওয়ার প্রয়োজন নেই ৷ মাছ বা ডিম দেওয়ার আগে ডাল ভাত বিশেষ করে মুসুরি ডাল খাওয়ার অভ্যাস করে নেওয়া ৷ আরও খাওয়ানো প্রয়োজন গাজর, মিষ্টি আলু, কুমড়ো ইত্যাদি ৷ এগুলি আপনি সেদ্ধ করে বাচ্চাকে খাওয়াতে পারেন ৷

ডায়েটিশিয়ান বলেন, "এইসময় বাচ্চার ইমোশন কাজ করে ৷ খাওয়ার সময় জোর করে খাওয়ানো উচিত নয় ৷ কারণ বাচ্চার মুড সবসময় সমান থাকে না ৷ তাকে সময় দেওয়া প্রয়োজন ৷ এরজন্য যদি পরিমাণে একটু কম খায় তাতে অসুবিধার নেই ৷ সলিড ফুড খাওয়ানোর পরে জল খাওয়ানো খুব প্রয়োজন ৷"

বাচ্চার খাবার (Freepik)

সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল মিক্সারে যেনো কোনওভাবেই বাচ্চার খাবার দেওয়া হয় ৷ এরজন্য সেদ্ধ করে চায়ের ছাকনি ব্যবহার করুন ৷ মিক্সারে পেষ্ট করে খাওয়ালে অনেকসময় হজমের সমস্যা হয় ৷ যারফলে বাচ্চার বিভিন্ন সমস্যা হতে পারে ৷

কী কী খাওয়াবেন ?

পালংশাক, গাজর, মিষ্টি আলু, কুমড়ো, বিভিন্ন রঙের মরশুমি শাকসবজি, মটরশুঁটি ইত্যাদি ৷ তবে ডায়েটিশিয়ান জানান কমলালেবু বা সাইট্রাস জাতীয় ফলের রস বাচ্চার সমস্যা হয় ৷ এক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া প্রয়োজন ৷

শাকসবজি (Freepik)

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)

Last Updated : Jan 8, 2025, 1:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details