হায়দরাবাদ: বাস্তুশাস্ত্র মতে পরিবারের মঙ্গল কামনায় বাড়িতে তুলসী গাছের চারা লাগানো ও রোজ পুজো করাকে শুভ বলে মনে করা হয় ৷ এর আগে আপনাদের জানানো হয়েছিল তুলসী গাছে কোন দিন জল দেওয়া উচিত এবং উচিত নয় ৷ পাশাপাশি, কোন দিন তুলসী তলায় প্রদীপ জ্বালালে মা লক্ষ্মী প্রসন্ন হন, বিস্তারিত তথ্য নিয়ে প্রতিবেদন তুলে ধরা হয়েছিল ৷ আজ জেনে নিন, তুলসীর চারা বাড়িতে না থাকলে তা কোন কোন দিন রোপণ করা উচিত ৷ পাশাপাশি, অনেকের মনেই প্রশ্ন থাকে, তুলসীর চারার যত্ন কীভাবে নেওয়া উচিত ৷ সেই তথ্যও তুলে ধরা হল আপনাদের জন্য ৷
শাস্ত্রের কথা যদি তুলে ধরা হয় তাহলে ধর্মীয় কারণে তুলসী গাছ যে গুরুত্বপূর্ণ সেটাই একমাত্র কারণ নয় ৷ ঘরে তুলসী গাছের পুজো করলে সমৃদ্ধি আসে ৷ সংসারের সকল নেটিবাচক শক্তির ইতি ঘটে ৷ আর্থিক সমস্যার সমাধান হয় ৷ ঘরে আনে শান্তি ৷ পরিবারের সদস্যদেরও স্বাস্থ্য ভালো রাখে ৷ ফলে প্রথমেই মনে যে প্রশ্ন জাগে তা হল কোন দিন ঘরে তুলসীর চারা রোপণ করা উচিত?
বাস্তু বিশেষজ্ঞদের মতে, তুলসীকে মা লক্ষ্মীর রূপ হিসাবে পুজো করা হয় ৷ দেবী লক্ষ্মী সম্পত্তি, সৌভাগ্য ও প্রাচুর্যের প্রতীক ৷ ফলে যদি বৃহস্পতিবার তুলসীর চারা রোপণ করেন, তাহলে তা সংসারের মঙ্গলের জন্য শুভ ৷ এই দিন না হলে মঙ্গলবার অথবা শুক্রবারও তুলসীর চারা রোপণ করতে পারেন ৷ তবে ভুল করেও শনিবার তুলসীর চারা রোপণ করবেন না ৷ তাহলে তা হিতের বিপরীত হতে পারে ৷
কীভাবে পরিচর্যা করবেন তুলসী চারার?
তুলসী গাছের পরিচর্যা প্রতিদিন করা উচিত ৷ গ্রীষ্মের সময়ে প্রখর রোদে তুলসী গাছ শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রবল ৷ ফলে জল দেওয়া উচিত প্রতিদিন ৷ তবে রবিবার বাদ দিয়ে ৷ তবে শীতকালে একদিন বাদ দিয়ে জল দেওয়া উচিত ৷
তুলসী গাছ এমন জায়গায় রাখা উচিত যেখানো সূর্যের আলো পৌঁছয় ৷ তাই হয় গার্ডেনে রাখুন অথবা ঘরের মধ্য রাখতে হল, যেখানে রোদ আসে সেখানে তুলসীর চারা রাখুন ৷ খেয়াল রাখবেন যাতে তুলসীর চারা 6-8 ঘণ্টা রোদের আলো পায় ৷
তুলসীর চারা ভালো রাখার জন্য সার দেওয়ারও প্রয়োজন রয়েছে ৷ অর্গানিক সার ব্যবহার করুন ৷ চারা বড় হয়ে গেলে সেটিকে ছোট পাত্রে না রেখে বড় পাত্রে রাখবেন ৷