হায়দরাবাদ: চোখের নীচে ডার্ক সার্কেল এমন একটি সমস্যা যা এখন প্রায় 80 শতাংশ মানুষকে সমস্যায় ফেলে । সৌন্দর্য এক নিমেষে ম্লান হয়ে যেতে পারে চোখের নীচে থাকা কালো দাগের কারণে । এই সমস্যা বয়সের তুলনায় বেশি বয়স্ক দেখায় । বিশেষজ্ঞরা জানান, প্রবীণ ব্যক্তিদের জন্য চোখের নীচের কালি বা ডার্ক সার্কলের সমস্য়া খুবই সাধারণ ।
বিশেষ করে মহিলাদের এটি বেশি এফেক্ট করে । বার্ধক্য সবসময় চোখের নীচে ব্যাগের একমাত্র কারণ নয় । মানসিক চাপ, অত্যধিক কান্নাকাটি, ঘুমের অভাব এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যাও চোখের নীচের অংশ কালো হতে পারে । চোখের নীচের ত্বক খুবই সংবেদনশীল হওয়ায় এই সমস্যা আরও বেশি হয় । এর পাশাপাশি অতিরিক্ত লবণযুক্ত খাবার খেলেও টিস্যু ফুলে যায় । বার্ধক্যজনিত কারণে ত্বকের চেহারাও নষ্ট হয়ে যায় । এই কারণেই চোখের নীচের ত্বক সুস্থ রাখা খুবই জরুরি ৷ ঘরোয়া কিছু উপায়েই চোখের নীচে কালো দাগ দুর করতে পারেন ৷ এরজন্য একটি উল্লেখযোগ্য উপাদান হল কলার খোসা ৷
কলার খোসা কীভাবে চোখের নীচের দাগ কমাতে সাহায্য় করে ?
বিখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ অ্যাডলিন কিকাম বলেন, কলার খোসায় পাওয়া একটি নির্দিষ্ট যৌগ চোখের নীচের ত্বককে রক্ষা করতে সাহায্য করে । এতে থাকা ট্যানিন ত্বককে করে তোলে টানটান, উজ্জ্বল ও দৃঢ় । কলার খোসায় থাকা ট্যানিনগুলি প্রাকৃতিক অ্যাস্ট্রিঞ্জেন্টের মতো উপাদান যা ত্বকের যত্নে সাহায্য করে ৷