পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

পুনরায় মুক্তি পেয়েছে শাহরুখ-প্রীতির 'বীর-জারা', তৈরি হল ইতিহাস - Veer Zaara crosses 100 cr worldwide

Veer Zaara Creates History Box Office: 20 বছর পরও শাহরুখ খানের পুরনো প্রেম-কাহিনী বক্সঅফিসে ইতিহাস তৈরি করেছে ৷ 13 সেপ্টেম্বর পর্দায় মুক্তি পেয়েছে বীর জারা ৷ একসপ্তাহ ছবির কালেকশন চমকে দেওয়ার মতো ৷

Veer Zaara Creates History Box Office
মুক্তি পেয়েছে শাহরুখ-প্রীতির 'বীর-জারা' (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 21, 2024, 12:16 PM IST

হায়দরাবাদ, 21 সেপ্টেম্বর:পর্দায় ছেয়ে গিয়েছে প্রয়াত ম্যাজিশিয়ান যশ চোপড়ার পুরনো ছবি ৷ শাহরুখ খান-প্রীতি জিন্টা অভিনীত 20 বছরের পুরনো রোমান্টিক ড্রামা ছবি 'বীর জারা' পুনরায় মুক্তি পেয়ে বক্সঅফিসে তৈরি করেছে ইতিহাস। 'বীর জারা' 2004 সালের ছবি ৷ 13 সেপ্টেম্বর তা পুনরায় মুক্তি পায় প্রেক্ষাগৃহে ৷ মাত্র কয়েকদিনেই ছবির ঘরে এসে গিয়েছে 100 কোটি টাকা ৷ ভারত ও পাকিস্তানের কাঁটাতার পেড়িয়ে এক প্রেম কাহিনীর জয়ের গল্প আরও একবার দর্শকদের করেছে হলমুখী ৷

শাহরুখ খান এবং প্রীতি জিনতার প্রেমের গল্পের ছবি 'বীর জারা' বিশ্বব্যাপী বক্স অফিসে ইতিহাস তৈরি করেছে। এর আগে রি-রিলিজের মাধ্যমে এই কৃতিত্ব অর্জন করেছে 'তুম্বাড'। ফিল্ম ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ 'বীর জারা'র বর্তমান আয়ের হিসাব সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ৷ এখনও পর্যন্ত ছবিটি 203টি প্রেক্ষাগৃহে চলছে। ছবিটি দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে। শুধু তাই নয়, জাতীয় সিনেমা দিবসেও 99 টাকায় দর্শকরা টিকিট কেটে এই ছবি দেখতে গিয়েছেন ৷

জানা গিয়েছে, 'বীর জারা' প্রথম দিনে আয় করেছে 20 লাখ টাকা ৷ দ্বিতীয় দিনে ছবির আয় বেড়ে হয়েছে 32 লাখ টাকা ৷ তৃতীয় দিনেও বেড়েছে আয় ৷ এদিন বক্সঅফিসে আসে 38 লাখ টাকা ৷ তারপর কমতে থাকে আয়ের পরিমান ৷ অর্থাৎ চতুর্থ দিনে 20 লাখ টাকা, পঞ্চম দিনে 18 লাখ টাকা, ষষ্ঠ দিনে 15 লাখ টাকা সংগ্রহে আসে ছবির ৷ সপ্তম দিন ছবির আয় গিয়ে দাঁড়ায় 14 লাখ টাকা ৷ বক্সঅফিসে অষ্টম দিনে আয় হয় সবচেয়ে বেশি ৷ প্রায় 1.57 কোটি টাকা ৷ ফলে দু'সপ্তাহ পার করতে হল না ৷ তার আগেই বিশ্বব্যাপী ছবির আয় গিয়ে পৌঁছেছে 100 কোটি টাকায় ৷

উল্লেখ্য, 2004 সালে, 'বীর জারা' ছবিটি ভারতীয় বক্স অফিসে 61 কোটি টাকা আয় করেছিল ৷ বিদেশে ছবির আয় হয়েছিল 37 কোটি টাকা ৷ অর্থাৎ সেই সময় ছবির মোট বক্সঅফিস কালেকশন ছিল 98 কোটি টাকা ৷ বীর-জারা ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় শাহরুখ খান, প্রীতি জিন্টার পাশাপাশি নজর কাড়েন রানি মুখোপাধ্যায়, অমিতাভ বচ্চন, হেমা মালিনী, মনোজ বাজপেয়ী এবং বোমান ইরানি।

ABOUT THE AUTHOR

...view details