মুম্বই, 14 এপ্রিল: সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে শূন্যে গুলি ছুড়ে পালাল দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী ৷ রবিবার ভোরের এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়াল মুম্বইয়ের বান্দ্রায় ৷ সূত্রের খবর, এদিন ভোর 4টে 50 মিনিট নাগাদ দুই অজ্ঞাতপরিচয় বাইক নিয়ে ভাইজানের বাড়ির বাইরে এসে দাঁড়ায় ৷ এরপর শূন্যে গুলি ছুড়ে কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা সেখান থেকে পালায় ৷ ঘটনার পর নিরাপত্তা বাড়ানো হয়েছে সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট চত্বরে ৷
জানা গিয়েছে দুই অজ্ঞাতপরিচয় এসে সলমনের অ্যাপার্টমেন্টের বাইরে তিন থেকে চার রাউন্ড গুলি চালায় ৷ দু'জনেই বাইকে চড়ে এসেছিল বলে খবর এবং দু'জনেই হেলমেট পরিহিত থাকায় স্বাভাবিকভাবেই তাদের মুখ চেনা সম্ভব হয়নি ৷ খবর পেয়েই স্থানীয় পুলিশ ক্রাইম ব্রাঞ্চ সহযোগে এসে ঘটনাস্থল পরিদর্শন করে ৷ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ একইসঙ্গে বাড়ানো হয়েছে অভিনেতার নিরাপত্তা ৷