পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

সলমনের বাংলোর বাইরে শূন্যে গুলি দুই অজ্ঞাতপরিচয়ের, বাড়ল নিরাপত্তা - Salman Khan - SALMAN KHAN

Firing Outside Salman's Residence: রবিবার ভোর 4টে 50 মিনিট নাগাদ দুই অজ্ঞাতপরিচয় বাইক নিয়ে ভাইজানের বাড়ির বাইরে এসে দাঁড়ায় ৷ এরপর শূন্যে গুলি ছুড়ে কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা সেখান থেকে পালায় ৷ ঘটনার পর নিরাপত্তা বাড়ানো হয়েছে সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট চত্বরে ৷

Firing Outside Salmans Residence
সলমনের বাড়ির বাইরে শূন্যে গুলি

By ETV Bharat Bangla Team

Published : Apr 14, 2024, 8:29 AM IST

Updated : Apr 14, 2024, 8:56 AM IST

মুম্বই, 14 এপ্রিল: সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে শূন্যে গুলি ছুড়ে পালাল দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী ৷ রবিবার ভোরের এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়াল মুম্বইয়ের বান্দ্রায় ৷ সূত্রের খবর, এদিন ভোর 4টে 50 মিনিট নাগাদ দুই অজ্ঞাতপরিচয় বাইক নিয়ে ভাইজানের বাড়ির বাইরে এসে দাঁড়ায় ৷ এরপর শূন্যে গুলি ছুড়ে কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা সেখান থেকে পালায় ৷ ঘটনার পর নিরাপত্তা বাড়ানো হয়েছে সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট চত্বরে ৷

জানা গিয়েছে দুই অজ্ঞাতপরিচয় এসে সলমনের অ্যাপার্টমেন্টের বাইরে তিন থেকে চার রাউন্ড গুলি চালায় ৷ দু'জনেই বাইকে চড়ে এসেছিল বলে খবর এবং দু'জনেই হেলমেট পরিহিত থাকায় স্বাভাবিকভাবেই তাদের মুখ চেনা সম্ভব হয়নি ৷ খবর পেয়েই স্থানীয় পুলিশ ক্রাইম ব্রাঞ্চ সহযোগে এসে ঘটনাস্থল পরিদর্শন করে ৷ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ একইসঙ্গে বাড়ানো হয়েছে অভিনেতার নিরাপত্তা ৷

এমনিতেই সাম্প্রতিক অতীতে খুনের হুমকি মেলায় কঠোর হয়েছে সলমনের নিরাপত্তা ৷ তারপর এদিনের ঘটনায় স্বভাবতই উদ্বেগে ভাইজানের অনুরাগীরা ৷ যেমনটা গোল্ডি ব্রার কিংবা লরেন্স বিষ্ণোইয়ের থেকে অভিনেতা খুনের হুমকি পাওয়ার পর উদ্বিগ্ন ছিলেন তাঁর ফ্যানেরা ৷ যদিও সেই ঘটনার পর সলমনের অনুরোধে পরিস্থিতি পর্যালোচনা করে বাড়ানো হয়েছে সলমনের নিরাপত্তা ৷

মুম্বই পুলিশের তরফে এখন ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয় সলমন খানকে ৷ অভিনেতার নিরাপত্তা বলয়ে এখন সবসময় 11 জন জওয়ান থাকেন ৷ এছাড়াও একজন কম্যান্ডো এবং দু'জন পিএসও রয়েছেন সলমনের নিরাপত্তা বলয়ে ৷ সড়কপথে দু'টি গাড়ি সলমনের গাড়িকে এসকর্ট করে নিয়ে যায় বর্তমানে, যেটি সম্পূর্ণ বুলেটপ্রুফ ৷

আরও পড়ুন:

  1. শাহরুখ-সলমনের ঈদি অনুরাগীদের, গ্যালাক্সি-মন্নতে লাখো মানুষের ভিড়
  2. সামনের বছরের ঈদ রিলিজের সুখবর দিলেন সলমন, কী ফিল্ম ?
Last Updated : Apr 14, 2024, 8:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details