হায়দরাবাদ, 1 ফেব্রুয়ারি:উদিত নারায়ণ মঞ্চে পারফর্ম করছেন ৷ চেনা ও পছন্দের মেজাজে উদিতের গলায় শোনা যাচ্ছে টিপ টিপ বর্ষা পানি... ৷ আর তার ফাঁকে মঞ্চের সামনে যে অনুরাগীরা আসছেন তাঁদের প্রিয় গায়কের সঙ্গে সেলফি তুলতে তখনই বর্ষীয়ান গায়ক চুম্বন করছেন গালে ৷ এপর্যন্ত ঠিক ছিল, কিন্তু তারপরের দৃশ্য থেকে অবাক ৷
একবার, দুবার এভাবে বেশ কয়েকবার এমন দৃশ্যের পর শেষমেশ তিনি এক ভক্তের সঙ্গে লিপলক করে কিস করলেন ৷ যার জেরে খবরের শিরোনামে উদিত নারায়ণ। এমন উদ্ভট আচরণের জন্য চরম কটাক্ষের শিকার হতে হল গায়ককে। নেটপাড়া গায়ককে নিয়ে লিখল, 'ছিঃ ছিঃ' ৷
সোশাল মিডিয়া এক্স থেকে পাওয়া যে ভিডিয়োটি ইতিমধ্য়েই ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে উদিত নারায়ণ তাঁর জনপ্রিয় ও হিট গান টিপ টিপ বরসা পানি... গাইছেন। আর তার ফাঁকেই অনেক মহিলাই মঞ্চের সামনে এসে জড়ো হন। তাঁর সঙ্গে তাঁরা সেলফি তোলার চেষ্টা করেন। তা দেখে তাঁদের নাগালে চলে আসে ৷ গাইতে গাইতেই পা-হাঁটু মুড়ে নিচু হয়ে তাঁদের সঙ্গে সেলফি তোলেন। এরপরই একজন মহিলার সঙ্গে গায়ে হাত দিয়ে খানিকটা জড়িয়ে ধরার মতো করে সেলফি তোলেন ৷ আর তারপরই তাঁদের গালে চুমু খেতে থাকেন।
এরপরই দেখা যায় সেই দৃশ্য ৷ এক মহিলা গালে উদিতজীর গালে কিস করতেই তিনি লিপলক কিস করেন ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল গায়কের এই কাণ্ড। উদিত নারায়ণের এই কাণ্ড দেখে রীতিমতো ছিছিকার পড়ে গিয়েছে নেটপাড়ায়। এক নেটাগরিক লিখেছেন, "বয়স তো কম হল না, এবার থামুন।" আরেকজন লেখেন, "বুড়ো বয়সে কি ভীমরতি হয়েছে ?" তবে উদিত নারায়ণের এই ভিডিওটি আসল না নকল ? গায়ক এখনও প্রতিক্রিয়া জানাননি ।