হায়দরাবাদ, 7 নভেম্বর:এক দুজে কে লিয়ে ছহি দিয়ে বলিউডে অভিনেতা হিসাবে জায়গা পাকা করেন কমল হাসান ৷ তারপর একে একে উপহার দিয়েছেন 'সনম তেরি কসম', 'সদমা', 'সাগর', 'চাচি 420', 'হে রাম', 'কল্কি 2898 এডি'-এর মতো সুপারহিট সিনেমা ৷ তালিকাটা কিন্তু এখানেই শেষ নয় ৷ বুড়ো হারে ভেলকি দেখানোর ক্ষমতা রাখেন কমল হাসান ৷ এবার তিনি নিয়ে আসছেন থাগ লাইফ ৷
অভিনেতার 70তম জন্মদিনে নির্মাতাদের তরফে প্রকাশ্যে আনা হল 'থাগ লাইফ' ছবির মুক্তির তারিখ ৷ পরিচালক মণিরত্নম ৷ প্রায় 37 বছর পর তিনি জুটি বেঁধেছেন কমল হাসানের সঙ্গে ৷ এর আগে তাঁদের শেষ ছবি ছিল 'নয়াকান' ৷ প্রযোজনা সংস্থা টার্মেরিক মিডিয়ার তরফে সোশাল মিডিয়ায় রিলিজ ডেট টিজার প্রকাশ করা হয় ৷ ক্যাপশনে লেখা হয়, "তাঁর গল্প, তাঁর নিয়ম ৷ কমল হাসান বার্থডে সেলেব্রেশন ৷ থাগ লাইফ ফ্রম জুন 5 ৷"