পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ভ্যালেন্টাইন সপ্তাহে প্রিয়জনের সঙ্গে পারফেক্ট কম্বিনেশন 'তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া' - শাহিদ কাপুর

TBMAUJ Review: শুক্রবার মুক্তি পেয়েছে শাহিদ কাপুর-কৃতি শ্যানন অভিনীত 'তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া' ৷ ভ্যালেন্টাইন সপ্তাহে প্রিয়জনের সঙ্গে এই ছবি দেখতে যাওয়ার আগে পড়ে নিন নেটিজেনদের রিভিউ ৷

TBMAUJ Review
শাহিদ কাপুর-কৃতি শ্যানন জুটিতে মজে নেটপাড়া

By ETV Bharat Bangla Team

Published : Feb 9, 2024, 4:54 PM IST

হায়দরাবাদ, 9 ফেব্রুয়ারি: শহরজুড়ে শুরু হয়ে গিয়েছে প্রেমের মরশুম ৷ ভ্যালেন্টাইনস সপ্তাহ উপলক্ষ্যে প্রিয় মানুষকে শুধু উপহার বা ডিনার ডেট নয়, যেতে পারেন সিনেমা ডেটেও ৷ মুক্তি পাচ্ছে 'তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া' ৷ নেটিজেনদের মতে ভালোবাসার মানুষের সঙ্গে এই ছবি দেখা হতে পারে পারফেক্ট কম্বিনেশন ৷

গত বছর ওটিটির পর্দায় নিজের ম্যাজিক দেখিয়েছেন অভিনেতা শাহিদ কাপুর ৷ 'ফর্জি' ও 'ব্লাডি ড্যাডি'র পর পর্দার ফের উপস্থিত 'কবীর সিং' ৷ প্রায় দুবছর পর তিনি ফিরলেন রূপোলি পর্দায় ৷ অমিত জোশি ও আরাধনা শাহের পরিচালনায় 'তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া' মন কেড়েছে দর্শকদের ৷ কৃতি-শাহিদ জুটিতে মজেছে নেটপাড়া ৷ সাই-ফাই, রম-কম ছবিতে কৃতিকে দেখা গিয়েছে এক রোবটের চরিত্রে ৷

যার নাম সিফ্রা অর্থাৎ সুপার ইন্টেলিজেন্ট ফিমেল রোবট অটোমেশন ৷ শাহিদ কাপুর একজন বিজ্ঞানী যার নাম আরিয়ান ৷ ছবির ট্রেলার ও গান ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ নেটিজেনদের মতে, ছবির গল্পও অসাধারণ ৷ এক অনুরাগী লিখেছেন, "হার্মলেস ও মিষ্টি রোমান্টিক, কমেডি ছবি সঙ্গে সাইন্স ফিকশন মিলিয়ে মজাদার এক অভিজ্ঞতা ৷ কমেডি চরিত্রে শাহিদ কাপুর ও রোবটের চরিত্রে কৃতি শ্যানন জুটি আসাধারণ ৷ ভ্যালেন্টাইনস ডে-র জন্য সেরা ছবি ৷"

আর এক অনুরাগী লিখেছেন, "এক কথায় এই ছবি বিনোদনমূলক ৷ রম-কম এই ছবিতে চার্ম রয়েছে, রয়েছে বুদ্ধিমত্তাও ৷ গল্প বলার ধরনও দারুণ ৷" আবার কেউ লিখেছেন, "পরিবারের সঙ্গে দেখার মতো ছবি ৷ এই ছবি নিশ্চই 150 কোটি টাকা ক্রস করে যাবে ৷ এই ছবির প্রাণ শাহিদ কাপুর ৷ এই ছবির সিক্যুয়াল হলে ভালো হয় ৷" ছবির প্রশংসা করেছেন শাহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুতও ৷ তিনি সোশাল মিডিয়ায় জানিয়েছেন, হাসি, মজা, নাচ-গানের সঙ্গে মন ছুঁয়ে যাওয়ার মতো গল্প সকলের ভালো লাগবে ৷ শাহিদের মতো আর কেউ হয় না ৷ তিনি সকলের মন জয় করে নিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details