নয়াদিল্লি, 3 অক্টোবর: সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্যর বিচ্ছেদ মিউচুয়ালি হয়নি ৷ তার পিছনে রয়েছে অন্য কারণ ৷ সম্প্রতি তেলেঙ্গনার মন্ত্রী কোন্ডা সুরেখার মন্তব্যে ঝড় উঠেছে নেটপাড়ায় ৷ ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে তৃতীয় ব্যক্তির কাটাছেঁড়া নিয়ে কড়া প্রতিক্রিয়া সমান্থা-নাগার ৷ প্রতিবাদে প্রাক্তন দম্পতির পাশে দাঁড়ালেন জুনিয়র এনটিআর, আল্লু অর্জুন ৷
সম্প্রতি তেলেঙ্গনার কংগ্রেস নেত্রী কোন্ডা সুরেখা জানান, 'ও আন্তাভা' খ্যাত অভিনেত্রী সামান্থা ও নাগা চৈতন্যর বিচ্ছেদ হয়েছে বিআরএস নেতা কেটি রামারাওয়ের কারণে ৷ এই মন্তব্য সামনে আসার পরেই নেটপাড়ায় আলোড়ন ওঠে ৷ কংগ্রেস নেত্রীর এই দাবিকে মিথ্যা বলেন সামান্থা ও নাগা ৷ পাশাপাশি জানান, তাঁদের বিচ্ছেদের পিছনে কোনও রকম রাজনৈতিক কারণ ছিল না ৷
সামান্থা এদিন নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে লেখেন, "বিবাহ বিচ্ছেদের ঘটনা আমার ব্যক্তিগত বিষয় ৷ আমি অনুরোধ করব এই ধরনের ভুল মন্তব্য ছড়াবেন না ৷ আমরা ব্যক্তিগত বিষয়কে ব্যক্তিগত রাখতেই পছন্দ করি ৷ দয়া করে এই বিষয়ে কোনও ভুল চিত্র তুলে ধরবেন না ৷" সামান্থা আরও লেখেন, "সকলকে অবগত করতে চাই যে, আমার বিবাহ বিচ্ছেদ মিউচুয়ালি হয়েছে ৷ দয়া করে রাজনৈতিক লড়াই থেকে আমার নাম দূরে রাখুন ৷ আমি বরাবরই অরাজনৈতিক মানুষ আর সেইরকমই থাকতে চাই ৷"