পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

তৃতীয় ব্যক্তির প্রবেশে সামান্থা-নাগার বিচ্ছেদ! মন্ত্রীর মন্তব্যে বিতর্কে নেটপাড়া - Surekha on Naga Samantha divorce - SUREKHA ON NAGA SAMANTHA DIVORCE

Telangana minister Surekha on Naga-Samantha's divorce: সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্যর বিচ্ছেদের কারণ নিয়ে জলঘোলা নেটপাড়ায় ৷ তেলেঙ্গনা মন্ত্রীর বিতর্কিত মন্তব্যে কড়া প্রতিক্রিয়া তারকাদের ৷

Naga-Samantha's divorce
সামান্থা-নাগার বিচ্ছেদ নিয়ে মন্ত্রীর মন্তব্য়ে বিতর্ক (ইটিভি ভারত)

By PTI

Published : Oct 3, 2024, 2:56 PM IST

নয়াদিল্লি, 3 অক্টোবর: সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্যর বিচ্ছেদ মিউচুয়ালি হয়নি ৷ তার পিছনে রয়েছে অন্য কারণ ৷ সম্প্রতি তেলেঙ্গনার মন্ত্রী কোন্ডা সুরেখার মন্তব্যে ঝড় উঠেছে নেটপাড়ায় ৷ ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে তৃতীয় ব্যক্তির কাটাছেঁড়া নিয়ে কড়া প্রতিক্রিয়া সমান্থা-নাগার ৷ প্রতিবাদে প্রাক্তন দম্পতির পাশে দাঁড়ালেন জুনিয়র এনটিআর, আল্লু অর্জুন ৷

সম্প্রতি তেলেঙ্গনার কংগ্রেস নেত্রী কোন্ডা সুরেখা জানান, 'ও আন্তাভা' খ্যাত অভিনেত্রী সামান্থা ও নাগা চৈতন্যর বিচ্ছেদ হয়েছে বিআরএস নেতা কেটি রামারাওয়ের কারণে ৷ এই মন্তব্য সামনে আসার পরেই নেটপাড়ায় আলোড়ন ওঠে ৷ কংগ্রেস নেত্রীর এই দাবিকে মিথ্যা বলেন সামান্থা ও নাগা ৷ পাশাপাশি জানান, তাঁদের বিচ্ছেদের পিছনে কোনও রকম রাজনৈতিক কারণ ছিল না ৷

সামান্থা রুথ প্রভুর পোস্ট (সোশাল মিডিয়া)

সামান্থা এদিন নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে লেখেন, "বিবাহ বিচ্ছেদের ঘটনা আমার ব্যক্তিগত বিষয় ৷ আমি অনুরোধ করব এই ধরনের ভুল মন্তব্য ছড়াবেন না ৷ আমরা ব্যক্তিগত বিষয়কে ব্যক্তিগত রাখতেই পছন্দ করি ৷ দয়া করে এই বিষয়ে কোনও ভুল চিত্র তুলে ধরবেন না ৷" সামান্থা আরও লেখেন, "সকলকে অবগত করতে চাই যে, আমার বিবাহ বিচ্ছেদ মিউচুয়ালি হয়েছে ৷ দয়া করে রাজনৈতিক লড়াই থেকে আমার নাম দূরে রাখুন ৷ আমি বরাবরই অরাজনৈতিক মানুষ আর সেইরকমই থাকতে চাই ৷"

কংগ্রেসের পরিবেশ ও বনমন্ত্রী সুরেখা অভিযোগ করেন যে কেটিআর (Rama Rao)-এর কারণে সামান্থা-নাগার সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে ৷ এই অভিযোগ সামনে আনার পরেই সুরেখার কাছে প্রকাশ্যে ক্ষমার দাবি করে আইনি নোটিস পাঠিয়েছেন কেটিআর ৷

অভিনেতা নাগা চৈতন্য এক্স হ্যান্ডেলে লেখেন, "আমাদের এই সিদ্ধান্ত শান্তি সহকারে নেওয়া হয়েছে ৷ দুজন প্রাপ্তবয়স্ক মানুষ নিজেদের ইচ্ছায় সম্মানের সঙ্গে আলাদা থাকার সিদ্ধান্ত নেয় ৷ এই নিয়ে গসিপ তৈরি করা উচিত নয় ৷ মন্ত্রী কোন্ডা সুরেখা যে দাবি করেছেন তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ৷ মিডিয়া হেডলাইনে থাকার জন্য কারোর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করা অত্যন্ত লজ্জার ৷" উল্লেখ্য কিছুদিন আগেই অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে এনগেজমেন্ট সেরেছেন নাগার্জুনের ছেলে নাগা চৈতন্য ৷

প্রতিবাদী পোস্ট আল্লু অর্জুনের (সোশাল মিডিয়া)

নাগার্জুনাও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ৷ তিনি বলেন, "বিরোধী দলের সমালোচনা করার জন্য সিনেমা তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার নিন্দা জানাই ৷ " এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন তেলুগু তারকা আল্লু অর্জুন, জুনিয়র এনটিআর, চিন্ময়ী শ্রীপদা ও নানি ৷

ABOUT THE AUTHOR

...view details