পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

হাসপাতালে ভর্তি উস্তাদ জাকির হুসেন, উদ্বিগ্ন অনুরাগীরা - ZAKIR HUSSAIN

সঙ্কটজনক পরিস্থিতি বিখ্যাত তবলা বাদক উস্তাদ জাকির হুসেনের ৷ শিল্পীর জন্য প্রার্থনা করতে অনুরোধ জানানো হয়েছে পরিবারের তরফে ৷

ZAKIR HUSSAIN
উস্তাদ জাকির হুসেন (ইটিভি ভারত)

By PTI

Published : 6 hours ago

সান ফ্রান্সিস্কো ও নয়াদিল্লি, 15 ডিসেম্বর: গুরুতর অসুস্থ তবলার জাদুকর ৷ তাঁর অসুস্থতার খবরে উদ্বিগ্ন অনুরাগীরা। বর্তমানে তাঁকে ভর্তি করানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কোর একটি হাসপাতালে ৷ বছর তিয়াত্তরের তবলা বাদক জাকির হুসেন হৃদরোগে আক্রান্ত হন ৷ তারপরই তাঁর চিকিৎসা শুরু হয়েছে। এখন তিনি আইসিইউতে ভর্তি ৷

বন্ধু তথা বাঁশিবাদক রাকেশ চৌরাসিয়া রবিবার জাকির হুসেনের অসুস্থার খবর জানান ৷ ঘনিষ্ঠ এক সূত্রে জানা গিয়েছে, শিল্পীর হার্টের সমস্যার পাশাপাশি রক্তচাপ বারবার ওঠানামা করছে ৷ এই বিষয়টাও ভাবাচ্ছে চিকিৎসকদের। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই পোস্ট করতে শুরু করেছেন অনুরাগীরা। পরিবারের তরফে শিল্পীর দ্রুত আরোগ্য কামনার জন্য অনুরাগীদের কাছে অনুরোধ জানানো হয়েছে ৷

সংবাদসংস্থা পিটিআইকে রাকেশ চৌরাসিয়া বলেন, "গত সপ্তাহ থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে সান ফ্রান্সিস্কোর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন উস্তাদ জাকির হুসেন ৷ তিনি এই মুহূর্তে আইসিইউতে ভর্তি। আমরা সবাই পরিস্থিতি নিয়ে চিন্তিত ৷"

উল্লেখ্য, 1951 সালে মুম্বইয়ে জন্ম উস্তাদ জাকির হুসেনের। মাত্র 3 বছর বয়সে তবলায় হাতেখড়ি ৷ ভারত সরকারের তরফে 1988 সালে পদ্মশ্রী, 2002 সালে পদ্মভূষণ এবং 2023 সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। পুরস্কারের ঝুলিতে রয়েছে গ্র্যামি অ্যাওয়ার্ড-সহ আরও একাধিক বড় সম্মান ৷ তাঁর এই সম্মানে হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীত জগৎ গর্বিত।

তিনি যখনই মঞ্চে ওঠেন চারদিক থেকে শ্রোতাদের অনন্য উল্লাস চোখে পড়ে। সমস্ত আলো যেন তিনি টেনে নেন নিজের দিকেই। তাঁর আঙুলের অমোঘ জাদুতে যেন সব নিয়মই উল্টেপাল্টে দেন অবলীলায় ৷ আসলে শিল্পী নিজেই এই তবলা শিল্পের এক বিশেষ উদযাপন ৷

ABOUT THE AUTHOR

...view details