পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'গোপি কিষণ' থেকে 'ধড়কন', সুনীল শেট্টির জন্মদিনে রইল বাছাই করা সেরা সিনেমার তালিকা - Suniel Shetty Birthday

Suniel Shetty Birthday: রূপোলি পর্দায় নব্বইয়ের দশকের শুরুতে একটু একটু করে পরিচিতি পাচ্ছেন অক্ষয় কুমার-অজয় দেবগণ-শাহরুখ খানের মতো তারকারা ৷ সেই সময় পর্দায় আর্বিভাব হয় আরও এক অ্যাকশন হিরোর ৷ নাম সুনীল শেট্টি ৷ 1992 সালে দিব্যা ভারতীর বিপরীতে প্রথম অভিনয় করেন তিনি ৷ দেখতে দেখতে ঝুলিতে জমেছে 100টির বেশি ছবি ৷ আজ তাঁর জন্মদিনে ফিরে দেখা যাক সেরা 5টি সিনেমা ৷

Suniel Shetty Birthday
সুনীল শেট্টির জন্মদিনে ফিরে দেখা সেরা সিনেমার ঝলক (সোশাল মিডিয়া/এএনআই)

By ETV Bharat Entertainment Team

Published : Aug 11, 2024, 9:30 AM IST

Updated : Aug 11, 2024, 10:30 AM IST

হায়দরাবাদ, 11 অগস্ট: কখনও তিনি রাফ অ্যান্ড টাফ পুলিশ অফিসার বিশাল অগ্নিহোত্রী আবার কখনও রোমান্টিক প্রেমিক দেব চোপড়া ৷ আবার কখনও তিনি মজাদার ঘনশ্যাম ৷ অ্যাকশন থেকে কমেডি নানা চরিত্রের স্বাদ বদলে দর্শকদের মন জয় করেছেন অভিনেতা সুনীল শেট্টি ৷ 1992 সালে 'বলবান' ছবিতে বিটাউনে অভিষেক ঘটে সুনীলের ৷ তারপরে নিজের কঠোর পরিশ্রম ও অধ্যাবসায় সিনে ইন্ডাষ্ট্রিতে আলাদা জায়গা তৈরি করেছেন ৷ অভিনেতার জন্মদিনে ফিরে দেখা যাক, তাঁর অভিনীত সেরা 5 ছবি ৷

মোহরা (1994)- এই বছরে সুনীলের মুক্তি পাওয়া দুটি ছবি ভীষণভাবে নজর কাড়ে দর্শকদের ৷ মুক্তি পায় 'দিলওয়ালে' ও 'মোহরা' ৷ সেই বছরই আবার মুক্তি পায় 'গোপি কিষণ'-ও ৷ সব মিলিয়ে মোহরা বক্সঅফিসে যেমন দাগ কেটেছে তেমনই বাকি ছবিতে সুনীলের চরিত্র আলাদা করে ছাপ ফেলে ৷ উল্লেখ্য, 'দিলওয়ালে' ছবির জন্য সেরা-সহ অভিনেতা হিসাবে ফিল্মফেয়ারে নমিনেশন পান সুনীল ৷

ধড়কন (2000)- ধর্মেশ দর্শন পরিচালিত 'ধড়কন' ছবির ত্রিকোণ প্রেম কাহিনীতে জুড়ে যায় তিন নাম ৷ দেব-অঞ্জলি ও রাম ৷ ভালোবাসা, প্রতিহিংসার দোলাচলে দুলতে থাকে তিনজনের জীবন ৷ অভিনয়ে সুনীল শেট্টি, শিল্পা শেট্টি ও অক্ষয় কুমার অনবদ্য ৷ গানগুলি আজও নাড়া দিয়ে যায় ৷ তার সঙ্গে সুনীলের সংলাপ আজও আইকনিক হয়ে রয়ে গিয়েছে ৷

বর্ডার (1997)- জেপি দত্তা পরিচালিত কাল্ট সিনেমা 'বর্ডার' ৷ মাল্টিস্টারার ছবিতে ভৈরব সিং রাথোরের ভূমিকায় অনবদ্য সুনীল ৷ এই ছবিরও জন্য ফিল্মফেয়ারে সেরা অভিনেতা হিসাবে নমিনেশন পান তিনি ৷

হেরাফেরি (2000)- প্রিয়দর্শন পরিচালিত কমেডি ছবি 'হেরাফেরি' এই বছর মুক্তি পায় ৷ অক্ষয় কুমার ও পরেশ রাওয়ালের বিপরীতে ঘনশ্যামের চরিত্রে সুনীলের অভিনয় হাসতে হাসতে পেটে খিল ধরায় ৷ সেই ছবির সিক্যুয়েলেও অসাধারণ ছিলেন অভিনেতা সুনীল ৷

ম্যায় হু না (2004)- এই সালে ফারহা খান পরিচালিত 'ম্যায় হু না' মুক্তি পায় ৷ মুখ্য চরিত্রে শাহরুখ খান, সুস্মিতা সেন, অমৃতা রাও, জায়েদ খানের সঙ্গে দেখা যায় সুনীল শেট্টিকে ৷ তবে এখানে তিনি সামনে আসেন নেতিবাচক চরিত্রে ৷ রাঘবন দত্তের ভূমিকায় তাঁর অসাধারণ অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফল বেস্ট পারফর্ম্যান্স ইন নেগেটিভ রোলে নমিনেশন পান ৷

সুনীল শেট্টির সিনে তালিকায় রয়েছে 100টির বেশি ছবি ৷ এখনও তিনি সমানতালে ছবিতে কাজ করে চলেছেন ৷ ভাগম ভাগ, মিশন ইস্তানবুল-এর মতো ছবি প্রযোজনা করেছেন ৷ কাজ করেছেন ওয়েব সিরিজ ধারাভি ব্যাঙ্ক হান্টার টুটেগা নেহি তোড়েঙ্গা-তে ৷ টেলিভিশনের পর্দায় এসেছেন নাচের রিয়েলেটি শোয়ের বিচারক হিসাবেও ৷ হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, মালয়লম, মারাঠি ছবিতেও কাজ করেছেন সুনীল ৷ বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন 'হেরাফেরি 3' ও 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' ছবির শুটিং নিয়ে ৷

Last Updated : Aug 11, 2024, 10:30 AM IST

ABOUT THE AUTHOR

...view details