পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ফের বিয়ের পোশাকে সোনাক্ষী! ফ্যাশনের মঞ্চে 'দাবাং গার্ল'কে দেখে মুগ্ধ নেটপাড়া - India Couture Week 2024

Sonakshi Sinha Ramp Walk in India Couture Week: বিয়ের পর প্রথমবার ব়্যাম্পে হাঁটলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা ৷ ডিজাইনার ডলি জে-র পোশাকে ইন্ডিয়া কোচার উইকে ক্যামেরাবন্দি হলেন স্টাইলিশ সোনা ৷ তাঁর সাজ সত্যিই দেখার মতো ৷

Sonakshi Sinha Ramp Walk in India Couture Week
ফ্যাশনের মঞ্চে সোনাক্ষী সিনহা (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Jul 28, 2024, 2:30 PM IST

হায়দরাবাদ, 28 জুলাই: গ্ল্যামারাস সন্ধ্যা ৷ চারিদিকে ক্যামেরার আলোর ঝলকানি ৷ মধ্যমণি সদ্য বিবাহিতা সোনাক্ষী সিনহা ৷ দিল্লিতে ইন্ডিয়া কোচার উইক ফ্যাশন গালায় মঞ্চ কাঁপালেন সোনা ৷ বিয়ের পর প্রথমবার ডিজাইনার ডলি জের পোশাকে শো-স্টপার হিসাবে নজর কাড়লেন 'দাবাং' অভিনেত্রী ৷ জাহির ইকবালকে বিয়ে করেছেন একমাস হয়েছে ৷ তারপরেই এই শোয়ে সোনাক্ষী মন মাতালেন অনুরাগীদের ৷ শেয়ার করলেন নিজের বিয়ের নানা অভিজ্ঞতাও ৷

এদিনের ভিডিয়ো পাপারাৎজিরা শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ ফ্যাশনের মঞ্চে সোনাকে দেখা গিয়েছে হাই স্লিট পিঙ্ক গাউনে ৷ যা অভিনেত্রী সৌন্দর্য যেন বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ ৷ পোশাকের সঙ্গে ম্যাচিং করে বেছে নিয়েছেন হাই হিলস ও কেপ ৷ শুধু তাই নয়, ফ্যাশন শোয়ে হাঁটতে হাঁটতে 'লাভফুল' গানে নেচেও ওঠেন অভিনেত্রী ৷ সোনাক্ষীর নানা মুহূর্তের সেই ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটপাড়ায় ৷

এদিনের শো-স্টপার সোনাক্ষী সামনে এনেছেন ব্রাইডাল ফ্যাশনকে ৷ যেখানে তিনি বলেন, "আমার মনে হয় বিয়ের সাজে সিম্পল বিষয়টা ফিরে আসা উচিত ৷ সত্যি কথা বলতে, আমার বিয়ে উপভোগ করার সেই স্বাধীনতা ছিল ৷ কারণ বিয়ের সবকিছু আয়োজন বাড়িতেই করা হয়েছিল ৷ ফলে আমাকে আলাদা করে কোনও চিন্তা বা স্ট্রেস নিতে হয়নি ৷ তাই আমার মনে হয় সিম্পল বাট বিউটিফুল ট্রেন্ড বিয়ের সাজে ফিরে আসা উচিত ৷"

একমাস আগেই দীর্ঘদিনের বন্ধু তথা প্রেমিক জাহির ইকবালের সঙ্গে বিয়ে সারেন সোনাক্ষী ৷ পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে সেই বিয়ে ছিল একেবারেই সাদামাটা ৷ খুব বেশি জমকালো আয়োজন দেখা যায়নি সোনাক্ষী-জাহিরের বিয়েতে ৷ কিন্তু তাঁরা যে চুটিয়ে আনন্দ করেছেন তা প্রকাশ্যে আসা নানা ভিডিয়ো দেখেই বোঝা যায় ৷ এদিন সোনাক্ষী নিজের বিয়ের পোশাক বাছাইয়ের গল্পও বলেন ৷ অভিনেত্রী বলেন, "আমার আর জাহিরের মাত্র পাঁচ মিনিট লেগেছে বিয়ের পোশাক বাছাই করতে ৷ আমি প্রথম থেকেই ঠিক করে রেখেছিলাম বিয়েতে লাল শাড়ি পরব ৷ আমি চেয়েছিলাম বিয়েতে মায়ের শাড়ি আর গয়না পরতে ৷ সেটাই আমি করেছি ৷ এই সব কিছু আমি আগেই ঠিক করে রেখেছিলাম ৷ ফলে বিয়ের পোশাক বাছতে বেশিক্ষণ লাগেনি ৷"

সোনাক্ষী-জাহির আইনি বিয়ে সারার পর বাস্তিনে রিসেপশন পার্টি আয়োজন করেন ৷ যেখানে একাধিক বলিতারকাদের দেখা যায় ৷ সলমন খান, বিদ্যা বালান, সিদ্ধার্থ রায় কাপুর, রেখা-সহ অনেক বলিতারকা উপস্থিত হয়েছিলেন নবদম্পতিকে আশীর্বাদ দিতে ও শুভেচ্ছা জানাতে ৷

ABOUT THE AUTHOR

...view details