পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'স্ত্রী 2' এবার ওটিটিতে, শর্তপূরণ করলেই মিলবে ছবি দেখার মজা - Stree 2 OTT release - STREE 2 OTT RELEASE

Stree 2 available on OTT: প্রেক্ষাগৃহে মুক্তির পর ওয়ার্ল্ডওয়াইড বক্সঅফিসে 851 কোটি টাকা আয়ের পর ওটিটি-তে দেখুন 'স্ত্রী 2' ৷ রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত ছবি ওটিটি প্ল্যাটফর্মে এলেও থাকছে এক টুইস্ট ৷

Stree 2 available on OTT
ওটিটি-তে দেখুন 'স্ত্রী 2' (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 26, 2024, 6:08 PM IST

হায়দরাবাদ, 26 সেপ্টেম্বর:অবশেষে রাজকুমার রাও-শ্রদ্ধা কাপুর অভিনীত 'স্ত্রী 2' এসেছে ওটিটি প্ল্যাটফর্মে ৷ অ্যামাজন প্রাইম ভিডিয়োতে এই সিনেমা দেখা গেলেও সেখানে রয়েছে এক টুইস্ট ৷ প্রেক্ষাগৃহে 42 দিন টানা ম্যাজিক দেখানোর পর এবার ব্যবসা তোলার নতুন ফাঁদ এই ছবির ৷ অর্থাৎ বক্সঅফিসে এই ছবি ইতিমধ্যেই আয় করে ফেলেছে 851 কোটি টাকা ৷ এরপরেই তা এসেছে ওটিটিতে ৷

কিন্তু তা ফ্রি-তে দেখতে পাবেন না দর্শকরা ৷ কারণ অ্যামাজন প্রাইমে এই ছবি দেখার জন্য দিতে হবে 349 টাকা ভাড়া ৷ হ্যাঁ, ঠিকই শুনছেন ৷ দর্শকরা ছবি রেন্টে নেওয়ার পর 48 ঘণ্টা সময় পাবেন এই ছবি দেখার ৷ তারপর আর রেন্টের ভ্যালিডিটি থাকবে না ৷ আর এটাই বড় টুইস্ট সিনেপ্রেমীদের কাছে ৷

ওটিটি-তে রেন্টে 'স্ত্রী 2' (সোশাল মিডিয়া)

2018 সালে মুক্তি পায় 'স্ত্রী' ৷ সেই গল্পের সিক্যুয়েল ধরেই এগিয়েছে 'স্ত্রী 2' ৷ যেখানে শ্রদ্ধা কাপুরের সামনে নতুন চ্যালেঞ্জ হিসাবে আসবে শরকাটা ৷ ফলে চান্দেরীর লোকেদের বিপদমুক্ত করতে শ্রদ্ধা সাহায্য নেন রাজকুমার ও তাঁর টিমের ৷অমর কৌশিক পরিচালিত, ম্যাডক ফিল্মস, জিও স্টুডিয়ো প্রযোজিত 'স্ত্রী 2' বক্সঅফিসে মাত দেয় শাহরুখ খান অভিনীত 'জওয়ান' ছবিকেও ৷ শুধু তাই নয়, হিন্দিতে মুক্তি সিনেমা হিসাবে একনম্বর জায়গাও দখল করে নেয় 'স্ত্রী 2' ৷

ফলে অনেকেই এই ছবি প্রেক্ষাগৃহে দেখে নিয়েছেন ৷ কিন্তু যাঁরা এখনও পর্যন্ত দেখেননি তাঁরা চাইলে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে রেন্টালে দেখতে পারেন এই ছবি ৷ আর যদি ফ্রিতে দেখতে চান তাহলে অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন ৷ জানা গিয়েছে দশেরা উপলক্ষ্যে এই ছবি সিনেপ্রেমীরা ওটিটি-তে দেখতে পারবেন ফ্রিতে ৷ অর্থাৎ যাঁরা প্রাইম সাবস্ক্রাইবার রয়েছেন তাঁরা এই ছবি বিনা খরচে দেখতে পাবেন ৷

ABOUT THE AUTHOR

...view details