পশ্চিমবঙ্গ

west bengal

'আজ বহুরূপীরা লোকশিল্পী নন, পথের ভিখারি হয়েছেন!'- শিবপ্রসাদ - Bohurupi Bengali Movie

By ETV Bharat Entertainment Team

Published : Sep 11, 2024, 4:17 PM IST

Shiboprosad on Bohurupi: নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় জুটি প্রতিবছর সিনেপর্দায় নতুন নতুন ম্যাজিক তৈরি করেন ৷ সিনেমার ক্যানভাসে তুলে ধরার চেষ্টা করেন সমাজের প্রতিচ্ছবি ৷ এবার তাঁরা সামনে আনছেন গ্রামবাংলায় হারিয়ে যাওয়া 'বহুরূপী'দের তবে অন্যভাবে ৷

Shiboprosad on Bohurupi
'বহুরূপী'দের নিয়ে শিবপ্রসাদের ভাবনা (সোশাল মিডিয়া)

হায়দরাবাদ, 11 সেপ্টেম্বর: পুজোতে মুক্তির অপেক্ষায় আবির চট্টোপাধ্যায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় অভিনীত 'বহুরূপী' ৷ কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে ছবির টিজার ৷ অন্য রকম গল্প বলার তাগিদে এবার বাংলার বহুরূপীদের ভিন্ন ধাঁচে দর্শক দরবারে আনছেন শিবপ্রসাদ ও নন্দিতা রায় জুটি ৷

বুধবার সোশাল মিডিয়ায় তেমনই এক 'বহুরূপী'র গল্প তুলে ধরেন শিবপ্রসাদ ৷ তিনি লেখেন, "ইনি বহুরূপী শিল্পী। আমাদের ‘বহুরূপী’ সিনেমায় অভিনয়ও করেছেন, গানও গেয়েছেন, কথাও দিয়েছেন, সুরও করেছেন। ওঁর নাম ননীচোরা দাস বাউল। প্রথমবার কোনও বহুরূপী শিল্পী সিনেমায় প্লে-ব্যাক করলেন এবং অভিনয় করলেন। সাধারণত বহুরূপী বলতে যেটা বোঝা যায়, রং মেখে নানারকম মানুষ সেজে এরা লোকালয়ে মানুষদের মধ্যে মিশে থাকে। অনেকে বলে বীরভূমে বহুরূপীদের বেশি পাওয়া যায়।"

এরপর অভিনেতা বলেন, "পশ্চিমবঙ্গে বহুরূপী সম্প্রদায় লোকশিল্পী। যদিও বর্তমানে আনুমানিক মোটে ১০৮ জন পড়ে আছেন। বিলুপ্তপ্রায়। ঠিক যেমন ভাবে প্রাণী বহুরূপীও বিলুপ্তির পথে। এরা লোকশিল্পী। এরা পুরাণের কথা, পঞ্চতন্ত্রের কথা, দেব-দেবীর কথা গান গেয়ে মানুষের ঘরে ঘরে বলে বেড়ান। অনেকটা কথকঠাকুরের মতন। শোনা যায় ব্রিটিশ আমলে বিপ্লবীদের ধরার জন্য ব্রিটিশ পুলিশ বহুরূপীদের ব্যবহার করত। আমাদের দেশের পুলিশও ডাকাত ধরবার জন্য বহুরূপীদের ব্যবহার করত। আমাদের সিনেমায় বহুরূপী কী ভাবে থাকবেন সেটা পর্দাতেই দেখতে পাবেন।"

অভিনেতা জানান, পশ্চিমবঙ্গে আজ আর বহুরূপীরা লোকশিল্পী নন, পথের ভিখারি হয়েছেন। বাসে কোনও বহুরূপী শিল্পী উঠলে আজ তাঁকে নামিয়ে দেওয়া হয়। তিনি চাইছেন, সেই সকল বহুরূপীদের জার্নি, পরিশ্রম, বেঁচে থাকার লড়াইয়ের সাক্ষী থাকুন আপামর বাংলার দর্শক ৷ উল্লেখ্য, বিক্রম নামে একজন ডাকাতের ভূমিকায় দেখা যাবে শিবপ্রসাদকে ৷ বিপরীতে রয়েছেন এসআই সুমন্ত ঘোষাল অর্থাৎ আবির ৷ অপরাধের দুনিয়ায় টিকে থাকার জন্য বারবার ভোল বদল বিক্রম তথা শিবপ্রসাদের ৷ আর এখানেই লুকিয়ে থাকবে বড় টুইস্ট ৷ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ঋতাভরী চক্রবর্তী ও কৌশানি মুখোপাধ্যায়কে ৷

ABOUT THE AUTHOR

...view details