পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

প্রবীর...দ্য আদার ল্যান্ড, সহজিয়া থিয়েটারের কারিগরকে নিয়ে শঙ্খ ঘোষের তথ্যচিত্র প্রশংসিত নন্দনে - প্রবীর দ্য আদার ল্যান্ড

Probir...The Other Land: সহজিয়া থিয়েটারের কারিগর প্রবীর গুহর নাট্য দর্শন নিয়ে শঙ্খ ঘোষের তথ্যচিত্র প্রবীর...দ্য আদার ল্যান্ড দেখানো হল নন্দন প্রেক্ষাগৃহে ৷ এই ছবি ইতিমধ্যেই বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে সেরার পুরস্কার জিতে নিয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2024, 4:53 PM IST

Updated : Feb 16, 2024, 6:44 PM IST

কলকাতা, 16 ফেব্রুয়ারি: প্রবীর...দ্য আদার ল্যান্ড ৷ আদার ল্যান্ডই বটে - নাটকের জগতে বরাবর একটা অন্য ভূমিতেই বিচরণ করেছেন তিনি ৷ না, সচেতন ভাবে সবার থেকে আলাদা হওয়ার প্রচেষ্টায় নয় ৷ বাদল সরকার থেকে গ্রটস্কি - কিংবদন্তি নাট্য ব্যক্তিত্বদের সঙ্গে কাজ করেও নিজের অন্বেষণটা কখনও থামিয়ে দেননি ৷ কারণ ছেলেবেলা থেকেই তাঁর নাট্য দর্শন গ্রামবাংলাকে জড়িয়ে ৷ প্রবীর গুহর সেই সহজিয়া থিয়েটারের আঁতুড়ঘরের সন্ধান দিতে তাঁকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করলেন পরিচালক শঙ্খ ঘোষ ৷ তাঁর সেই গবেষণাধর্মী তথ্যচিত্র ইতিমধ্যেই নানা চলচ্চিত্র উৎসবে জিতে নিয়েছে সেরার সম্মান ৷ বৃহস্পতিবার নন্দনেও সবার প্রশংসা কুড়িয়ে নিল প্রবীর...দ্য আদার ল্যান্ড ৷

50 মিনিটের টানটান একটা ছবি ৷ শুরু এবং শেষ অবশ্য়ই নাট্যপরিচালক প্রবীর গুহ ৷ তাঁর নাট্য দর্শন, তাঁর পথ চলা, দেশের বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে থাকা তাঁর ছাত্রছাত্রীদের অনুভূতি, তাঁদের নিয়ে কর্মশালা - একের পর এসেছে পরতে পরতে ৷ যা একটু একটু করে পরিচয় ঘটিয়েছে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রবীর গুহর সঙ্গে ৷

প্রবীর গুহর মতে, যা সত্যি নয়, তা শিল্প নয় ৷ একটা গাছের সঙ্গে কীভাবে বন্ধুত্ব গড়ে তোলা যায়, কীভাবে মাটিতে কান পেতে তার নীচে নদীর স্রোতের শব্দ শোনা যায়, কীভাবে শরতের মেঘে আঁকিবুঁকি কাটা যায়, জীবনের এই সহজ ও মন ভালো করা তত্ত্বই গোটা ছবিজুড়ে গল্পের মতো বুঝিয়ে গিয়েছেন তিনি ৷ তাঁর কাছে এটাই থিয়েটার ৷

কখনও ধামসা বাজিয়ে চিৎকার করে গান গেয়েছেন, কখনও ছাত্রছাত্রীদের নিয়ে জঙ্গলে হামাগুড়ি দিয়েছেন সত্তরোর্ধ্ব এই মানুষটি ৷ সংলাপ, মেক-আপ, কস্টিউমের মতো কোনও কৃত্রিমতা নেই ৷ প্রকৃতির সঙ্গে আত্মস্থ হয়ে শরীর ও মননের দ্বারা সহজিয়া থিয়েটারের সন্ধানে আজও তাঁর খোঁজ চলছে নিরন্তর ৷ এই থিয়েটারের চলনের মধ্যে রয়েছে প্রতিনিয়ত নিজেকে খননের ভাষা ৷

প্রবীর...দ্য আদার ল্যান্ড

আর এই গভীর তত্ত্বে ডুব দিয়ে এক অনন্য পৃথিবীর অনুসন্ধান করেছেন পরিচালক শঙ্খ ঘোষ ৷ তাঁর এই প্রচেষ্টা আইজিজিএফএ, সাউথ আইএফএফ, ঝাড়খণ্ড ওএফএফও-র মতো চলচ্চিত্র উৎসবে জিতে নিয়েছে সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা ভাবনা-সহ আরও নানা পুরস্কার ৷

বৃহস্পতিবার নন্দন থ্রি প্রেক্ষাগৃহে এই তথ্যচিত্রের প্রদর্শনীতে এসে প্রবীর গুহর হাতে স্মারক তুলে দিলেন প্রখ্যাত চিত্র পরিচালক তথা নাট্যকর্মী সুদেষ্ণা রায় ৷ প্রবীর গুহর সঙ্গে কাজ করার স্মৃতি হাতড়ে তিনি বললেন, "প্রবীরদার সঙ্গে আমি কাজ করেছি 1989 সাল থেকে ৷ আমি থিয়েটারের জগতে অনেক বড় বড় মানুষের সঙ্গে কাজ করেছি ৷ তবে প্রবীরদা আমার কাছে সবসময়ই একটা আলাদা অনুপ্রেরণা ৷ আমাদের সম্পর্ক পারিবারিক ৷ প্রবীরদার দর্শনকে তথ্যচিত্রে তুলে ধরার জন্য ধন্যবাদ জানাই শঙ্খকে ৷"

পরিচালক শঙ্খ ঘোষ বললেন, "প্রবীরদার সহজিয়া থিয়েটার সত্যিই একটা গবেষণার বিষয় ৷ তাই তাঁর সফরকে পর্দায় তুলে ধরতে চেয়েছিলাম ৷ প্রায় জিরো বাজেটে, নিজেরাই কিছু খরচ খরচা করে এই ছবি তৈরি করেছি ৷ তবে এই ছবি যে সবার ভালো লাগছে, অনেক ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতেছে, তা খুবই ভালো লাগছে ৷"

আর যাঁকে ঘিরে এই কর্মযজ্ঞ সেই প্রবীর গুহ এমন একটা দিনে আবেগে ভাসলেন ৷ ধরা ধরা গলায় বললেন, "আজ খুব আনন্দ হচ্ছে ৷ আমাকে নিয়ে তথ্যচিত্র তৈরি হয়েছে ৷ সেটা এখানে দেখানো হচ্ছে ৷ আপনারা সবাই দেখতে এসেছেন ৷ এই বয়সে এসে মনে হচ্ছে, যেটা করার চেষ্টা করেছিলাম, সেটা বোধহয় কিছুটা হলেও করতে পেরেছি ৷"

আরও পড়ুন:

  1. গিরীশদা রবীন্দ্রনাথকে দ্বিতীয় শ্রেণীর নাট্যকার বলতেন
  2. ছবি মুক্তির জন্য OTT প্ল্যাটফর্মকেই সেরা মনে হয় : সুদেষ্ণা
  3. "মহিলা হিসেবে আমি কোনও আলাদা সুযোগ নিইনি", নারী দিবসে বললেন সুদেষ্ণা
Last Updated : Feb 16, 2024, 6:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details