পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

উইকএন্ডে শাহিদ-কৃতির রম-কম 'তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া' হট চয়েস, ম্যাজিক বক্সঅফিসেও - Kriti Sanon

Teri Baaton Mein Aisa Uljha Jiya B.O: মুক্তির পরই দর্শকদের মন জয় করে নিয়েছে 'তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া' ৷ নতুন জুটি শাহিদ-কৃতির রম-কম ছাপ ফেলেছে বক্সঅফিসেও ৷

Etv Bharat
তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া

By PTI

Published : Feb 10, 2024, 4:36 PM IST

Updated : Feb 10, 2024, 4:48 PM IST

মুম্বই, 10 ফেব্রুয়ারি: ভালোবাসার সপ্তাহে মন ভালো করে দেওয়ার মতো ছবি উপহার দিয়েছেন নবাগত পরিচালক অমিত জোশি ও আরাধনা শাহ ৷ কোনও স্পয়লার না দিয়ে বলা যায়, রোবট-মানুষের প্রেম, 'তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া' দর্শকদের মধ্যে উৎসাহের সঞ্চার করবে ৷ প্রেক্ষাগৃহ থেকে বেরানোর পর ছবির ছাপ থেকে যাবে বেশ খানিকটা সময় ৷ দর্শকদের সেই ভালোলাগার কিছুটা ছাপ পড়েছে বক্সঅফিসেও ৷

শাহিদ কাপুর ও কৃতি শ্যানন অভিনীত 'তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া' প্রথম দিনে ঘরে তুলে নিয়েছে 14 কোটি টাকা ৷ শনিবার ছবির কালেকশনের কথা জানিয়েছেন নির্মাতারা ৷ প্রযোজক দীনেশের সংস্থা ম্যাডডক ফিল্মস সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ছবির বক্সঅফিস কালেকশন ৷ জানা গিয়েছে, গ্লোবালি শুক্রবার এই ছবি আয় করেছে 14.04 কোটি টাকা ৷ ক্যাপশনে বলা হয়, "আরিয়ান-সিফ্রা ও তাঁদের ক্লাসিক ভারতীয় পরিবারের প্রতি দর্শকদের ভালোবাসা অগাধ পাওয়া যাচ্ছে ৷ পরিবারের সকলের বিনোদনের জন্য তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া প্রেক্ষাগৃহে হাজির ৷"

নবাগত পরিচালক অমিত জোশি ও আরাধনা শাহ-র লেখা ও পরিচালনায় এই ছবির গল্পকে ব্যাখ্যা করা হয়েছে "ইমপসিবল লাভ স্টোরি" হিসেবে ৷ ছবিতে শাহিদ-কৃতির পাশাপাশি মুখ্যচরিত্রে দেখা গিয়েছে ধর্মেন্দ্র ও ডিম্পল কাপাডিয়াকে ৷ ছবির গল্পের দিকে নজর দিলে উঠে আসে, আরিয়ান একজন টেকনিক্যাল ইঞ্জিনিয়র ৷ তিনি রোবট তৈরি ও পরীক্ষার কাজের সঙ্গে যুক্ত ৷ সেই চরিত্রে দেখা গিয়েছে শাহিদ কাপুরকে ৷

তাঁর অনুপ্রেরণা আবার মাসি। সেই চরিত্রে দেখা গিয়েছে ডিম্পল কাপাডিয়াকে ৷ তিনি একজন রোবট বিজ্ঞানী ৷ মানুষের একাকিত্ব দূর করার জন্য তিনি এমন এক রোবট বানান। অজান্তে তাঁর প্রেমেই পড়ে যান শাহিদ ৷ তাঁকেই বিয়ে করার পরিকল্পনা করেন ৷ তারপর কী হয়, কীভাবে এগোয় ছবির গল্প, তার পরিণতিই বা কী হয়, তা জানা যাবে ছবি দেখলে ৷ তবে এই ছবির যে দ্বিতীয়ভাগ আসছে তা নিশ্চিত ৷

Last Updated : Feb 10, 2024, 4:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details