পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

হঠাৎই বুকে অস্বস্তি, হাসপাতালে ভর্তি অভিনেত্রী সন্ধ্যা রায়, তৈরি হল মেডিক্যাল বোর্ড - Sandhya Roy

Bengali Actress Sandhya Roy: বুকে সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী সন্ধ্যা রায় ৷ তাঁকে 24 ঘণ্টা হলটার মনিটরিংয়ে রাখা হয়েছে। বর্তমানে কেমন আছেন অভিনেত্রী?

Bengali Actress Sandhya Roy
হাসপাতালে ভর্তি অভিনেত্রী সন্ধ্যা রায় (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 17, 2024, 6:23 PM IST

কলকাতা, 17 জুন: হাসপাতালে ভর্তি বর্ষিয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়। আলিপুরে এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। বুকে ব্যথার সমস্যা নিয়ে 15 জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী। হাসপাতালে ভর্তির পর তাঁর ইসিজি এবং ইকো করা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও তাঁকে 24 ঘণ্টা হলটার মনিটরিংয়ে রাখা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় বিভিন্ন রক্ত পরীক্ষা করে দেখা হয়েছে অভিনেত্রীর। জনপ্রিয় অভিনেত্রীর চিকিৎসার জন্য ইতিমধ্যেই হাসপাতালে তৈরি করা হয়েছে 3 সদস্যের মেডিক্যাল টিম।

সোমবার হাসপাতালের তরফে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, অভিনেত্রীর সমস্ত পরীক্ষা করার পর চিকিৎসকদের অনুমান তিনি করোনারি ইনসাফিয়েন্সি সমস্যায় ভুগছেন। যার অর্থ হলো হৃদপিন্ডে পর্যাপ্ত পরিমাণে রক্ত, অক্সিজেন পৌঁছতে পারছে না প্রধান ধমনীর জন্য। এই রোগের কারণে হার্ট অ্যাটাক-এর মত বড় সমস্যা দেখা যায়। এই মুহূর্তে বর্ষিয়ান অভিনেত্রীকে খুবই সন্তর্পণে রাখা হয়েছে। ইন্টারভেনশন কার্ডিয়লজিস্ট চিকিৎসক এসবি রায়, নন ইন্টারভেনশন কার্ডিয়লজিস্ট চিকিৎসক পিকে মিত্র এবং ক্রিটিকাল কেয়ার বিভাগের চিকিৎসক সুস্মিতা দেবনাথের তত্ত্বাবধানে চিকিৎসা হচ্ছে সন্ধ্যা রায়ের।

তাঁর অসুস্থতার খবরে চিন্তিত হয়ে পড়ে অনুরাগী মহল ৷ প্রসঙ্গত, ছয়ের দশকে অভিনয় জগতে পা রাখেন সন্ধ্যা রায়। 'পলাতক', 'মায়া মৃগ', 'ভ্রান্তিবিলাস', 'শ্রীমান পৃথ্বীরাজ'-সহ একের পর এক সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। তরুণ মজুমদার পরিচালিত সিনেমা 'গণদেবতা'য় অভিনয় করে বিশেষ সম্মান পেয়েছিলেন অভিনেত্রী। পরবর্তীতে রাজনৈতিক ময়দানেও পা রাখেন তিনি। 2014 সালে তৃণমূল কংগ্রেসের লোকসভা নির্বাচনে প্রার্থী হতে দেখা গিয়েছিল তাঁকে। পরবর্তীতে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন তিনি। তারপর রাজনীতি থেকে সরে আসেন অভিনেত্রী সন্ধ্যা রায় ৷

ABOUT THE AUTHOR

...view details