পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'ঋতুদি অভিনয়সুলভ যেটা করেছিলেন, নাই করতে পারতেন'- মত সনাতন দিন্ডার - Sanatan Dinda

Sanatan dinda on Rituparna Sengupta: আরজি কর ঘটনায় শ্যামবাজারে প্রতিবাদ জানাতে গিয়ে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়েন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ ঘটনার নিন্দা করেছেন শিল্পী সনাতন দিন্ডা ৷ পাশাপাশি, চলতি বছর পুজো হওয়া উচিত কি না, তা নিয়ে শিল্পী নিজের মত প্রকাশ করেন ইটিভি ভারতে ৷

Sanatan dinda on Rituparna Sengupta
ঋতুপর্ণার পাশে দাঁড়ালেন সনাতন দিন্ডা (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 5, 2024, 4:26 PM IST

হায়দরাবাদ, 5 সেপ্টেম্বর: ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর ন্যায়বিচার চেয়ে প্রতিবাদে সরব রাজ্য তথা তিলোত্তমার মানুষ ৷ প্রতিবাদ সরব অনেক টলিতারকাও ৷ তবে কটাক্ষের মুখে পড়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ শ্যামবাজারে তাঁকে শুনতে হল 'গো ব্যাক' স্লোগান ৷ ভাঙা হল তাঁর গাড়ির কাঁচও ৷ ঘটনার নিন্দা করেছেন বিশিষ্ট শিল্পী সনাতন দিন্ডা ৷

ইটিভি ভারতের তরফে শিল্পীর সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেত্রীর সঙ্গে হওয়া ঘটনার প্রতিবাদ জানান তিনি ৷ সনাতন বলেন, "এটা নিয়ে খুব বেশি কিছু আমি জানি না ৷ তবে বুধবার ঋতুদি যে ঘটনার সম্মুখীন হয়েছেন তা খুবই নক্কারজনক ৷ এমনটা হওয়া উচিত হয়নি ৷ তবে এর আগে উনি যেভাবে প্রতিবাদ করেছিলেন, অভিনয়সুলভ যেটা করেছিলেন সেটা না করলেই ভালো করতেন বোধহয় ৷ মানুষ আসলে ক্ষেপে রয়েছে ৷ দাবানল জ্বলছে চতুর্দিকে৷ আমরা চেষ্টা করছি প্রলেপ লাগানোর ৷ আমার রাষ্ট্রীয় পরিকাঠামোর দ্বারা সুবিচার চাইছি ৷ মানুষ যদি ক্ষেপে যায় সেটা খুব গণ্ডগোলের হবে ৷ মানুষ এখনও পর্যন্ত খুব শান্তভাবে প্রতিবাদ জানাচ্ছে ৷ আসলে বিচার চেয়ে 14 তারিখ আমাদের বোধন হয়ে গিয়েছে সারা বাংলা জুড়ে ৷ বুধবার একটা অকালবোধন-দীপাবলি হয়ে গিয়েছে ৷ মারামারি-খুনোখুনি কিচ্ছু হয়নি ৷ নিঃশব্দ বিপ্লব হচ্ছে ৷"

এরপরেই নির্যাতিতার ন্যায়বিচার প্রসঙ্গে সনাতন বলেন, "সুবিচার তো দিতেই হবে একদিন না একদিন ৷ সাধারণ মানুষ যদি বিচার নিজের হাতে তুলে নেয় সেটা ভয়ঙ্কর হবে ৷ সেটা ভয়ঙ্কর হওয়ার আগে বিচারটা সরকারকে করে দিতে হবে ৷ এটা প্রশাসনকে করে দিতে হবে ৷ আমরা চাই না এখানে একটা রুশ বিপ্লব বা ফরাসি বিপ্লব হোক ৷ রক্তাক্ত বিপ্লব হোক ৷যাঁরা শিল্পী, কবি, সাহিত্যিক, যাঁরা চিন্তাবিদ, তাঁরা কিন্তু এই ভাবেই প্রতিবাদ করে যাবেন, নিজেদের কথা বলে যাবেন ৷ আমি আমার মেয়েকে নিয়ে 14 তারিখ থেকে রাস্তায় রয়েছি ৷"

বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো দোরগোড়ায় ৷ তবে সেই নিয়ে তেমন কোনও উত্তেজনা দেখা যাচ্ছে না শহর কলকাতায় ৷ এ যেন এক অন্যরকম কলকাতার সাক্ষী থাকছে দেশ ৷ শিল্পী সনাতন বলেন, "আসলে কলকাতার মানুষকেযাঁরা হেয় করেছেন, ছোট করেছেন, বোকা ভেবেছেন আসলে কিন্তু তা নয় ৷ কলকাতার মানুষ ভালোটাকে নিতে পারে, মন্দটাকে অস্বীকার করতে পারে ৷ আজ দুর্গাপুজোর সঙ্গে আর্থসামাজিক পরিকাঠামো যুক্ত ৷ বাংলার আর্থসামাজিক অবস্থা এই পুজোর উপর অনেকটা নির্ভরশীল ৷ 75-76 হাজার কোটি টাকা তিনমাসের মধ্যে সার্কুলেট হয় ৷ এই অবস্থায় দাঁড়িয়ে আমরা চাইব দুর্গাপুজো হোক ৷ কিন্তু মনে রয়েছে বিষন্নতার সুর ৷ মানুষ কিন্তু জাস্টিস চাইছে ৷আমরা যারা নিরপেক্ষভাবে রাস্তায় নামছি, প্রতিবাদ করছি, কোনও রাজনৈতিক দলের ছত্রছায়ায় নেই ৷ আমরা শুধু সুবিচার চাইছি ৷ পাশাপাশি প্রত্যেক অভিভাবকদের এটাই বলতে চাইছি, সন্তানকে এমন শিক্ষা দিন যাতে সে ধর্ষক না হয় ৷ এই শিক্ষা বাড়ি থেকে, স্কুল থেকে শুরু হোক ৷ সমাজকে নিরাপদ রাখতে গেলে সঠিক শিক্ষা দেওয়াটা ভীষণ জরুরী ৷"

উল্লেখ্য, বৃহস্পতিবারই আরজি কর ঘটনায় নির্যাতিতার বিচার চেয়ে রাজ্য চারু কলা পর্ষদের সদস্যপদ ত্যাগ করেছেন বিশিষ্ট শিল্পী সনাতন দিন্ডা ৷ রাস্তায় নামার পাশাপাশি, সরকারি কোনও পদ থেকে সরে এসে বড় সিদ্ধান্ত নিলেন শিল্পী ৷

ABOUT THE AUTHOR

...view details