হায়দরাবাদ, 18 জানুয়ারি:সইফ আলি খানের ওপর হামলার দিন ঠিক কী কী হয়েছিল, পুলিশের কাছে বয়ান রেকর্ড করলেন করিনা কাপুর খান ৷ তিনি জানালেন হামলাকারী ভীষণ হিংস্র ছিল ৷ কিন্তু কোনওরকম জুয়েলারির দিকে হাত দেননি ৷
অভিনেতার ওপর হামলার ঘটনার দুদিন পর পুলিশ অভিনেত্রী করিনার বয়ান রেকর্ড করে ৷ শনিবার নিজের বয়ানে অভিনেত্রী জানান, সইফের সঙ্গে বচসার সময় দুষ্কৃতী ভীষণ হিংস্র হয়ে পড়ে ৷ কিন্তু ঘরের ভিতর যে সোনা বা অলঙ্কার রাখা ছিল, সেই সবকিছুতে হাত দেয়নি হামলাকারী ৷ বৃহস্পতিবার ভোর রাতে বান্দ্রার সৎগুরু শরণ বিল্ডিংয়ের 12 তলায় সইফের বাড়িতে প্রবেশ করেন ওই আততায়ী ৷ পরিচারকের নজরে পড়ার পরেই শুরু হয় বচসা ৷ সেখান থেকেই সইফের ওপর ধারালো ছুরি দিয়ে হামলা ৷
পুলিশের কাছে করিনা বয়ানে আরও জানিয়েছেন, ঘটনার সময় তিনি তাঁদের সন্তান তৈমুর ও জেহকে নিজের ঘরে পাঠিয়ে দেন ৷ সইফ সন্তানদের বাঁচানোর চেষ্টা করেন ৷ সইফ এসে পরার কারণেই দুষ্কৃতী তাঁদের ছোট ছেলে জেহের কাছে পৌঁছাতে পারেনি ৷ পাশাপাশি তিনি আরও জানিয়েছেন হামলার পর তিনি আর তাঁদের বাড়িতে ছিলেন না ৷ খারে করিশ্মা কাপুরের বাড়িতে ছিলেন ৷ তিনি বলেন, "সইফের ওপর হামলার পর আমি ভয় পেয়ে যাই ৷ করিশ্মা আমাকে তাঁর বাড়িতে নিয়ে যায় ৷"