মুম্বই, 21 জানুয়ারি: ছ'বার ছুরির আঘাতে আহত অভিনেতা এখন বিপদমুক্ত ৷ মঙ্গলবার বিকেলে লীলাবতি হাসপাতাল থেকে পাঁচদিন পর বাড়ি ফিরলেন নবাব ৷ সশীরের পায়ে হেঁটে নবাবি ভঙ্গিতে অনুরাগীদের উদ্দেশে হাত নাড়লেন সইফ ৷ বাড়ি ঢোকার আগে এদিন তাঁর পরনে ছিল ঢিলেঠালা সাদা শার্ট, আকাশি-গাঢ় জিন্স চোখে রোদচশমা ৷ বাঁ-হাতে স্যালাইনের চ্যানেলে জায়গা কালো গার্ডে ঢাকা ৷ চারিদিকে পুলিশে পুলিশে ছয়লাপ !
ইতিমধ্যেই ছবি শিকারিরা এই মুহূর্তকে ক্যামেরা-বন্দি করে সোশাল মিডিয়ায় ছেড়েছেন, যা এখন ভাইরাল ! তাতে নেটাগরিক থেকে অনুরাগীরা উচ্ছ্বসিত হয়ে কমেন্ট সেকশনে ভরিয়ে দিয়েছেন নবাবের 'ঘর-ওয়াপসি'তে ৷ তবে, অভিনেতাকে এক সপ্তাহ পুরোপুরি বিশ্রামের পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।
বুধবার মধ্য়রাতে সইফের বাড়িতে হামলার ঘটনায় তাঁর বান্দ্রার বাসভবনে সিসিটিভি ক্যামেরা নতুন করে লাগানো হচ্ছে ৷ পুলিশ প্রশাসনের তরফে নবাবের সমস্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ তবে, এদিন সইফের স্ত্রী করিনা কাপুর, বড় ছেলে তৈমুর ও ছোট ছেলে জেহকে দেখা যায়নি তাঁর সঙ্গে ৷
পাশাপাশি, এদিন কড়া নিরাপত্তার চাদরে ঘেরা ছিল হাসপাতাল চত্বর। লীলাবতী হাসপাতালের বাইরে দেখা যায় মুম্বই পুলিশের কড়া নিরাপত্তা। অতিরিক্ত ভিড় সামলানোর জন্য যথেষ্ট পুলিশ নিয়োগ করা হয়। হাসপাতালের বাইরে যাতে অযাচিত ভিড় না-হয় সেই দিকেও বিশেষ খেয়াল রাখে মুম্বই পুলিশ ৷
উল্লেখ্য, গত বুধবার গভীর রাতে নিজের বাড়িতে দুষ্কৃতীর ছুরির আঘাতে যে ভাবে হামলার মুখে পড়েছিলেন শর্মিলাপুত্র, তাতে তাঁর বড়সড় শারীরিক সমস্যা হতে পারত। মেরুদণ্ডের পাশে ছুরির একাংশ গেঁথে গিয়েছিল। আঘাত লেগেছিল হাতে ও শরীরের অন্যান্য জায়গায়। অল্পের জন্য তা থেকে বেঁচেছেন। পরদিনই লীলাবতী হাসপাতালে জটিল অস্ত্রোপচার হয় তাঁর। এত গুরুতর অস্ত্রোপচারের পর আজ স্বমহিমায় দেখা গিয়েছে তাঁকে ৷ তাঁর স্বাভাবিক চলাফেরা দেখে নেটাগরিকদের একাংশের মত, এত তাড়াতাড়ি সেরে ওঠা সম্ভব কী করে !