পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

প্রথমবার হিরোর ভূমিকায় মীর, টাইটেল ট্র‍্যাকে 'রকস্টার' রূপম - MAHARAT BENGALI MOVIE

প্রথমবার মুখ্যচরিত্রে বাচিক শিল্পী মীর ৷ আসছে 'মহরত' ৷ ছবির টাইটেল ট্র‍্যাকে কণ্ঠ দিলেন 'রকস্টার' রূপম ইসলাম ৷

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

By ETV Bharat Entertainment Team

Published : Jan 21, 2025, 12:23 PM IST

কলকাতা, 21 জানুয়ারি: ঈদে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে আতিউল ইসলাম পরিচালিত বাংলা ছবি 'মহরত'। প্রথমবার ছবির মুখ্য চরিত্রে মীর। হাজির হয়েছে রূপম ইসলামের কণ্ঠে ছবির টাইটেল ট্র‍্যাকও। ছবির ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। এক ঝাঁক তারকা নিয়ে এই ঈদে আসছে আতিউল ইসলামের নতুন ছবি 'মহরত'।

প্রথমবার কোনও ছবিতে মুখ্য পুরুষ চরিত্রে দেখা যাবে মীরকে। তাঁর বিপরীতে দেখা যাবে রিত্তিকা সেনকে। অভিনেতা মীর বলেন "এই প্রথম বড় ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছি। অনেকটা দায়িত্ব থাকে ছবির প্রধান মুখ হওয়াতে। অনেকটা প্রিপারেশান নিয়ে ছবিতে অভিনয় করেছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।" ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন দেবলীনা দত্ত, বিশ্বরুপ বিশ্বাস, রজতাভ দত্ত, দেবরাজ ভট্টাচার্য, ঋষি রাজ, অনিন্দিতা সোম, রাজু মজুমদার, হিয়া রায়, স্বরলিপী ঘোষ প্রমুখ।

'মহরত' ছবির গানের শুট (ইটিভি ভারত)

পাশাপাশি ছবির সঙ্গে নাম জুড়েছে সঙ্গীত শিল্পী রুপম ইসলামের। কলকাতার এক স্টুডিয়োতে গানের রেকর্ডিং হয়ে গেল সম্প্রতি। রেকর্ডিং শেষে রুপম ইসলাম বলেন, "মহরতের টাইটেল ট্র‍্যাকে দারুণ কিছু চমক আছে। গানের প্রতিটি লাইনে জীবনের কাহিনি বলা আছে। আশা করছি দর্শকদের পছন্দ হবে এই গান। ছবিতে মিউজিক ডিরেক্টর হিসাবে রয়েছেন মসিউর রহমান। ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক করছেন সমিধ মুখোপাধ্যায়।"

গল্পের শুরু কলকাতা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে ৷ শহরের নাম করা অভিনেত্রী অপর্ণা মুখোপাধ্যায়। তাঁর প্রাক্তন স্বামী সৃজন বন্দ্যোপাধ্যায় পেশায় নামকরা চিত্র পরিচালক। ডিভোর্স এর প্রায় তিন বছর পরে শুটিং ফ্লোরে দেখা হয়েছিল অপর্ণা ও সৃজনের। কিন্তু সেখানেই খুন হয় অপর্ণা মুখোপাধ্যায়ের। অন্যদিকে সিআইডির দুই দুঁদে তদন্তকারী অফিসারের হাতে আসে অপর্ণা মুখোপাধ্যায়ের খুনের কেস। তদন্তের মধ্যে নাম উঠে আসে সিনেমার হিরো সোহেল খানের। যিনি বাংলাদেশ থেকে কলকাতাতে এসেছেন। কেন খুন? কে খুনী ? এই সব প্রশ্নের উত্তর নিয়ে কোন দিকে ঘুরবে ছবির মোড়?

'রকস্টার' রূপম ইসলাম (ইটিভি ভারত)

পরিচালক আতিউল জানান, তদন্ত যত গভীরে যায়, তত যেন সম্পর্কের সমীকরণ, মানুষের প্রতি মানুষের হিংসা, অসৎ পথে নিজের জীবনযাপন করা, প্রতিপত্তির চূড়ায় ওঠার জন্য কিভাবে পাশে থাকা মানুষটাও একদিন শত্রু হয়ে ওঠে সেগুলোই ফুটে উঠতে থাকে। ছবির চিত্রনাট্য লিখেছেন অনুভব ঘোষ। চলতি বছরে সেলিনা খাতুনের প্রযোজনাতে বড় পর্দায় মুক্তি পাবে 'মহরত'।

ABOUT THE AUTHOR

...view details