পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

চোখে পড়ার মতো সাড়া, প্রেম নিবেদনে আজও রবীন্দ্র কবিতার জুড়ি মেলা ভার - RABINDRANATH TAGORE POEM

ভালোবাসার মাসে ভাবনা রেকর্ডস এনেছে রবীন্দ্র কবিতার প্রেমের সংকলন 'অভিসার’। নিবেদনে দুই জনপ্রিয় আবৃত্তিশিল্পী রাজা দাস ও রয়া চৌধুরী ৷

ETV BHARAT
প্রেম নিবেদনে আজও রবীন্দ্র কবিতার জুড়ি মেলা ভার (নিজস্ব চিত্র)

By ETV Bharat Entertainment Team

Published : Feb 18, 2025, 2:53 PM IST

কলকাতা, 18 ফেব্রুয়ারি:বাঙালির প্রেম নিবেদনের প্রধান অনুষঙ্গ হিসেবে চিরকালই একচেটিয়া রাজত্ব করে এসেছে রবি ঠাকুরের গান, কবিতা । সম্প্রতি শ্রোতার দরবারে হাজির হয়েছে একটি প্রেমের সংকলন, 'অভিসার’। প্রেম, প্রতীক্ষা ও রবীন্দ্র-কবিতার এক আবেগঘন সংকলন এটি । কখনও তা হয়ে উঠেছে অপেক্ষার দীর্ঘশ্বাস, কখনও তা শিহরণ, কখনও বা নিঃশব্দ অভিমান । ফেব্রুয়ারি মাস হল ভালোবাসার মাস । এই মাসেই ভাবনা রেকর্ডস উপহার দিল এহেন সব অনুভূতির এক অনন্য সংকলন ‘অভিসার'।

দুই জনপ্রিয় আবৃত্তিশিল্পী রাজা দাস ও রয়া চৌধুরীর কণ্ঠে, 'অভিসার' শুধু একটি অ্যালবাম নয় - এ এক অনুভূতির যাত্রা । যেখানে কবিতার পংক্তিগুলো কথা বলে হৃদয়ের গভীরতম কোণে, যেখানে প্রেম ও বিচ্ছেদ, আশা ও আকাঙ্ক্ষা একসঙ্গে বুনে যায় এক চিরকালীন সুর । ভাবনা রেকর্ডসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন আন্তর্জাতিক অডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এই গানের অ্যালবামটি ।

আবৃত্তিশিল্পী রয়া চৌধুরী (নিজস্ব চিত্র)

প্রতিটি কবিতার মধ্যেই আছে এক স্বতন্ত্র অনুভূতির জগৎ, যেখানে রাজা দাস ও রয়া চৌধুরী যুগল কণ্ঠে সাজিয়েছেন আবৃত্তির এক অনবদ্য সংলাপ। 'আবির্ভাব'- রাজা দাসের কণ্ঠে, যেন এক আত্ম-উন্মোচনের নীরব মুহূর্ত । 'সাধারণ মেয়ে' রয়া চৌধুরীর কণ্ঠ তুলে ধরে নারীর অব্যক্ত শক্তি আর তার অন্তর্নিহিত প্রতিবাদ । 'কৃষ্ণকলি' রাজা দাসের পাঠে, বুনে চলে বিষাদের পর্দায় মোড়া সৌন্দর্যের এক অসাধারণ ছবি ।

'স্ত্রীর পত্র'-র নির্বাচিত অংশ, রয়া চৌধুরীর আবৃত্তিতে, যেন অতীত থেকে ফিরে আসে এক নারীর আত্মপ্রকাশের চিরন্তন আখ্যান - প্রেম, অভিমান আর আত্মমর্যাদার এক নিঃশব্দ ঘোষণা । আর সেই আবেগের চূড়ান্ত প্রকাশ ঘটে অভিসারে, যা শুধু যাত্রা নয় এ এক একাগ্রতা, এক ব্যাকুল প্রতীক্ষার দলিল ।

ভাবনা রেকর্ডস এনেছে 'অভিসার’ (নিজস্ব চিত্র)

রয়া চৌধুরী বললেন, “রবীন্দ্রনাথের কবিতা শুধু শব্দ নয়, এটি এক অনুভূতির যাত্রা, যা যুগের পর যুগ মানুষের হৃদয়ে কথা বলে । ‘অভিসার’-এর প্রতিটি কবিতার মধ্যেই রয়েছে প্রেমের নানা রঙ, তার গভীরতা । বিশেষ করে ‘স্ত্রীর পত্র’ আবৃত্তি করতে গিয়ে মনে হয়েছে, কতটা সময় পেরিয়ে এলেও এই কবিতার আবেদন আজও কতখানি প্রাসঙ্গিক ।”

অন্যদিকে, রাজা দাস বললেন, “রবীন্দ্রনাথের কবিতায় এক অদ্ভুত ছন্দ আছে, যা শুধু শোনার নয়, অনুভব করার । প্রতিটি কবিতা যেন এক নিজস্ব গল্প বলে—শব্দের অর্থের মধ্যেও, আর অনুভূতির স্তরেও । আমরা যখন এই অ্যালবাম তৈরি করেছি, প্রতিটি শব্দের মধ্যেই যেন আমাদের হৃদয়ের স্পন্দন মিশে গিয়েছে । আশা করি, শ্রোতারাও তেমনই এক গভীর সংযোগ অনুভব করবেন ।”

ABOUT THE AUTHOR

...view details