পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'প্রত্যেকটা হাসপাতালে একটা সিন্ডিকেট চলে...'- প্রাক্তন অধ্যক্ষের উপর নজর রাখার আর্জি রূপা গঙ্গোপাধ্যায়ের - Kolkata doctor rape murder case - KOLKATA DOCTOR RAPE MURDER CASE

Roopa Ganguly on RG Kar Case: আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদে সরব বিজেপি নেত্রী তথা অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় ৷ আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গতিবিধির উপর নজরদারি রাখা প্রযোজন বলে মনে করছেন নেত্রী রূপা ৷

Roopa Ganguly on RG Kar Case
প্রাক্তন অধ্যক্ষের উপর নজর রাখার আর্জি রূপা গঙ্গোপাধ্যায়ের (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Aug 15, 2024, 1:35 PM IST

কলকাতা, 15 অগস্ট: আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ পদত্যাগের দাবি জানালেও তা খারিজ করেছে স্বাস্থ্য দফতর। আরজি করের ঘটনায় দায়ের হওয়া একাধিক জনস্বার্থ মামলার শুনানিতে, সন্দীপকে ছুটিতে যেতে বাধ্য করে আদালত। রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়, তাঁকে অন্য কোথাও অধ্যক্ষ পদে নিয়োগ করা যাবে না। এই অবস্থায় অধ্যক্ষের গতিবিধির দিকে নজর রাখা আবশ্যক বলে মনে করছেন বিজেপি নেত্রী তথা অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। নিজের বক্তব্যের যথাযথ যুক্তি দিলেন ইটিভি ভারতের প্রতিনিধিকে।

আরজি কর নিয়ে মুখোমুখি রূপা গঙ্গোপাধ্যায় (ইটিভি ভারত)

তিনি খানিকটা পরিহাস করেই বলেন, "প্রাক্তন অধ্যক্ষ তো অনেক কষ্ট যন্ত্রণা নিয়ে পদত্যাগ করেছিলেন। সেই কষ্টে উনি মারা না যান। তাই ওঁর দিকে কড়া নজরদারি রাখা প্রয়োজন। মুখ্যমন্ত্রী একটা সপ্তাহ সময় চেয়েছিলেন সিবিআই-এর তদন্তের আগে। যাতে সব প্রমাণ, তথ্য লোপাট করা যায় এই এক সপ্তাহে। রাতারাতি ঘর ভাঙা হয়ে যাচ্ছিল। হাসপাতালগুলো তো পাচারের জায়গা। হয়ত অধ্যক্ষ সবটাই জানতেন।"

প্রসঙ্গত, আরজি কর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষের পদত্যাগ পত্র গ্রহণ করেনি স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য ভবনের সিদ্ধান্তের বিরোধিতা করে দিনভর বিক্ষোভ দেখান ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা। যত দিন না আরজি কর-কাণ্ডে অপরাধীর শাস্তি হচ্ছে, তত দিন কর্মবিরতি চলবে বলে জানান ন্যাশনালের জুনিয়র চিকিৎসকেরা। এদিকে, স্বাধীনতা দিবসের আগের দিন মেয়েদের রাত দখলের ঘটনায় উঠে আসে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি।

ঘটনার প্রতিবাদে টলিউড তারকাদের পাশাপাশি সরব হয়েছেন বলিউড তারকারাও ৷ ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে ৷ সকলেরই আশা দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে ৷ যাতে এই ধরনের নারকীয় ঘটনা আর না ঘটে বাংলার বুকে ৷

ABOUT THE AUTHOR

...view details