কলকাতা, 15 অগস্ট: আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ পদত্যাগের দাবি জানালেও তা খারিজ করেছে স্বাস্থ্য দফতর। আরজি করের ঘটনায় দায়ের হওয়া একাধিক জনস্বার্থ মামলার শুনানিতে, সন্দীপকে ছুটিতে যেতে বাধ্য করে আদালত। রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়, তাঁকে অন্য কোথাও অধ্যক্ষ পদে নিয়োগ করা যাবে না। এই অবস্থায় অধ্যক্ষের গতিবিধির দিকে নজর রাখা আবশ্যক বলে মনে করছেন বিজেপি নেত্রী তথা অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। নিজের বক্তব্যের যথাযথ যুক্তি দিলেন ইটিভি ভারতের প্রতিনিধিকে।
তিনি খানিকটা পরিহাস করেই বলেন, "প্রাক্তন অধ্যক্ষ তো অনেক কষ্ট যন্ত্রণা নিয়ে পদত্যাগ করেছিলেন। সেই কষ্টে উনি মারা না যান। তাই ওঁর দিকে কড়া নজরদারি রাখা প্রয়োজন। মুখ্যমন্ত্রী একটা সপ্তাহ সময় চেয়েছিলেন সিবিআই-এর তদন্তের আগে। যাতে সব প্রমাণ, তথ্য লোপাট করা যায় এই এক সপ্তাহে। রাতারাতি ঘর ভাঙা হয়ে যাচ্ছিল। হাসপাতালগুলো তো পাচারের জায়গা। হয়ত অধ্যক্ষ সবটাই জানতেন।"