পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

খুনের রহস্য কিনারা করতে ময়দানে 'ম্যাডাম সেনগুপ্ত', হয়ে গেল ছবির শুভ মহরত - Rituparna Sengupta - RITUPARNA SENGUPTA

Madam Sengupta New Movie: অন্যরকম গোয়েন্দা চরিত্র নিয়ে পর্দায় আসছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ নেপথ্যে পরিচালক সায়ন্তন ঘোষাল ৷ হয়ে গেল ছবির শুভ মহরত ৷

Madam Sengupta New Movie
খুনের রহস্য কিনারা করতে ময়দানে 'ম্যাডাম সেনগুপ্ত'

By ETV Bharat Bangla Team

Published : Apr 10, 2024, 8:19 PM IST

Updated : Apr 11, 2024, 6:10 PM IST

হয়ে গেল ছবির শুভ মহরত

হায়দরাবাদ, 10 এপ্রিল: গোয়েন্দাগিরি করতে এবার ময়দানে নামছেন ম্যাডাম সেনগুপ্ত অর্থাৎ ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ পরিচালক সায়ন্তন ঘোষালের হাত ধরে নতুন 'গোয়েন্দা গিন্নি'কে পেতে চলেছে দর্শক ৷ আগেই 'ম্যাডাম সেনগুপ্ত' ছবির মোশন পোস্টার এসেছে প্রকাশ্যে ৷ এবার হয়ে গেল ছবির শুভ মহরত ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সুব্রত দত্ত-সহ আরও অনেকে ৷ প্রযোজনার দায়িত্বে প্রদীপ কুমার নন্দী ৷

ঋতুপর্ণা বলেন, "আমি খুব অবাক হয়েছিলাম যখন ছবির নাম দিয়ে আমার কাছে প্রস্তাব আসে অভিনয়ের ৷ বেশ ভালো লাগছে অন্যরকম চরিত্র পেয়ে ৷ আমি দর্শকদের সবসময় নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি ৷ আশা করি দর্শকদের ভালো লাগবে ৷"

সুব্রত জানান, এর আগেও সায়ন্তন ঘোষাল ও ঋতুপর্ণার সঙ্গে কাজ করেছেন তিনি ৷ এই কাজে বেশ চমক রয়েছে ৷ দর্শকদের মনোরঞ্জন করবে ৷ ফের একবার রহস্য গল্প নিয়ে ছবির পর্দায় সায়ন্তন ৷ তিনি বলেন, "এখানে ঋতুদি গোয়েন্দা নন একজন কার্টুনিন্ট ৷ কিন্তু কীভাবে একটি খুনের রহস্য কিনারা করেন, তা ঘিরে রয়েছে রোমাঞ্চ ৷ পাশাপাশি এক মায়ের জার্নিও তুলে ধরা হবে ৷ সবমিলিয়ে এই ছবি দর্শকদের মন জয় করবে ৷"

এর আগে এক সাক্ষাৎ কারে পরিচালক জানিয়েছিলেন অভিনেত্রী ঋতুদির সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করার সূত্রে তাঁর পরিচয় ৷ তখন দু'জনে ঠিক করেছিলেন একসঙ্গে কাজ করবেন ৷ তিনি জানা, ঋতুদিকে আসলে সেই ছোটবয়স থেকে অভিনয় করতে দেখছি ৷ উনি এতরকম চরিত্রে অভিনয় করেছেন, ফলে চাইছিলাম নতুন কোনও চরিত্রে ঋতুদিকে পর্দায় নিতে আসতে ৷ তারপরেই মনে হয়েছে তিনি খুব বেশি ক্রাইম-মিস্ট্রি ছবিতে অভিনয় করেননি ৷ আমার কাছে একটা গল্প ছিল, সেটা শোনাই ৷ তারপরেই ঋতুদি কাজটা করতে রাজি হয়ে যান ৷"

প্রসঙ্গত, ছবির গল্প এগোবে দিল্লিতে বসবাসকারী ম্যাডাম সেনগুপ্তকে নিয়ে, যিনি একজন কার্টুনিস্ট ৷ তাঁর স্বামী কলকাতায় এসে আচমকা নিখোঁজ হয়ে যান ৷ স্বামীর সন্ধানে কলকাতায় আসেন ম্যাডাম সেনগুপ্ত ৷তারপরেই তিনি আরও গভীর রহস্যে জড়িয়ে পড়েন ৷ সমাজের বিভিন্ন স্তরের মানুষ খুন হতে থাকেন ৷ কেন হচ্ছেন, কীভাবে হচ্ছেন কেউ জানেন না ৷

সেই খুনের সঙ্গে যোগসূত্র রয়েছে সুকুমার রায়ের আবোলতাবোল কবিতার ৷ ক্লু হিসাবে সেই কবিতা উঠে আসছে ৷ ম্যাডাম সেনগুপ্তের যে স্বামী নিখোঁজ, তার সঙ্গে কী সিরিয়াল কিলিংয়ের কোনও যোগ রয়েছে, এরই উত্তর পাওয়া যাবে সিনেমার শেষে ৷ এর আগে সায়ন্তন যকের ধন বা সম্পূর্ণার মতো গল্প তুলে ধরেছেন সিনেপ্রেমীদের জন্য ৷ কলকাতায় ও উত্তরবঙ্গ মিলিয়ে হবে ছবির শুটিং ৷ যা শুরু হবে আগামী সপ্তাহেই ৷ এবার গোয়ন্দা চরিত্রে ঋতুপর্ণাকে কীভাবে সামনে আনেন পরিচালক সায়ন্তন, তা বলবে সময় ৷

আরও পড়ুন

1. 'অজয় স্যার আমাকে সরি বলেছিলেন'- 'ময়দান' নিয়ে আবেগতাড়িত আরিয়ান ভৌমিক

2.'টিনের তলোয়ার' থেকে বাদ 'হেনস্থাকারী' সুদীপ্ত, ভুল শুধরে কী লিখলেন সুমন ?

3.হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন শিবপ্রসাদ, কতদিন বিশ্রামের পরামর্শ পরিচালককে?

Last Updated : Apr 11, 2024, 6:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details