পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'জিঙ্গত' গানে জাহ্নবীর সঙ্গে ঠুমকা পপ তারকা রিহানার, দেখুন ভাইরাল নাচের ভিডিয়ো - Anant Radhika Pre Wedding

Janhvi Dance with Rihanna: হলিউডের গানে সেনসেশন জাগানোর পর বলিউডের গানে ঠুমকা লাগালেন পপ তারকা রিহানা ৷ যোগ্যসঙ্গত দিলেন জাহ্নবী কাপুর ৷ সোশাল মিডিয়ায় বাঁধ ভেঙেছে নাচের এই ভিডিয়ো ৷

Etv Bharat
জাহ্নবীর সঙ্গে ঠুমকা পপ তারকা রিহানার

By ETV Bharat Bangla Team

Published : Mar 2, 2024, 5:31 PM IST

হায়দরাবাদ, 2 মার্চ: অম্বানি পরিবারের অনুষ্ঠান মানেই ল্যাভিশ আয়োজন ৷ প্রথম দিনের ককটেল পার্টিতে রিহানার লাইভ পার্ফরম্যান্স দিয়েছে হাইভোল্টেজ কারেন্ট ৷ সেই ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে গিয়েছে নেটপাড়ায় ৷ তবে রিহানার সঙ্গে এদিন শিরোনামে এলেন জাহ্নবী কাপুর ৷ জিঙ্গত গানে কোমর দোলালেন রিহানা-জাহ্নবী ৷ সেরা মুহূর্তের সেই ভিডিয়ো ধড়ক অভিনেত্রী শেয়ার করতেই বাঁধ ভাঙে অনুরাগীদের উচ্ছাস৷

অনন্ত অম্বানি-রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং সেরেমনির প্রথম দিনে ছিল পপ তারকা রিহানার গানের বিশেষ অনুষ্ঠান ৷ এই দিন মঞ্চে এসে প্রথমে রিহানা ধন্যবাদ জানান সকলকে ৷ তিনি বলেন, "আমি আগে ভারতে আসেনি ৷ প্রথমবার এখানে এসেছি গান করতে ৷ ধন্যবাদ অম্বানি পরিবারকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ৷" এরপর হবু দম্পতি অনন্ত-রাধিকাকে আগামীর শুভেচ্ছা জানান রিহানা ৷ এরপরেই তিনি শুরু করেন একের পর এক গান ৷ তার তালে নাচেনও তিনি ৷ সেই সময় সামনে অতিথি তারকাদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো ৷

এদিন জাহ্নবী কাপুর প্রাক-বিবাহ অনুষ্ঠানের ভিডিয়ো শেয়ার করেন ৷ সেখানে দেখা যায়, পোশাক পরিবর্তন করে 'ডায়মন্ডস' তারকা চলে এসেছেন সকলের সঙ্গে আলাপচারিতা করতে ৷ সেই সময় বেজে ওঠে জাহ্নবী কাপুরের ধড়ক ছবির গান জিঙ্গত ৷ যে গানের তালে ঠুমকা লাগান রিহানাও ৷ ভিডিয়োয় দেখা যায় রিহানা ও জাহ্নবী একসঙ্গে জিঙ্গত গানে কোমর দোলাচ্ছেন ৷ মিলি অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, "এই মহিলা ভগবান ৷ বিদায় জানাতে মন চাইছে না ৷" এই পোস্টে এক অনুরাগী লিখেছেন, "অসাধারণ দুজনেই ৷" আবার কেউ লিখেছেন, "জাহ্নবী নিজের গানে নাচালেন রিহানাকে৷"

অন্যদিকে, এদিনের অনুষ্ঠানে নজর কাড়েন ট্রাম্প কন্যা ইভাঙ্কা ৷ ভারতীয় ঐতিহ্য শাড়িতে দেখা গিয়েছে তাঁকে ৷ পোস্টে একাধিক ছবি শেয়ার করে ট্রাম্প কন্যা লেখেন, "ভারতে প্রথম রাত, আ ম্যাজিক্যাল ইভিনিং ইন ইভারল্যান্ড ৷ অনন্ত-রাধিকাকে অনেক শুভেচ্ছা ৷" পাশাপাশি এদিনের অনুষ্ঠানে নজর কেড়েছেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, আলিয়া ভাট, কিয়ারা আদবানির পাশাপাশি মার্ক জুকেরবার্গ, বিল গেটস-এর মতো শিল্পপতিরা ৷ পাশাপাশি, দ্বিতীয় দিনের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য পৌঁছে গিয়েছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলও ৷

ABOUT THE AUTHOR

...view details