হায়দরাবাদ, 7 এপ্রিল: তিন মাস আগে প্রয়াত হয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী রাশিদ খান ৷ তবে রবিবার রাতের দিকে ঘটল এক অদ্ভুত ঘটনা ৷ প্রয়াত রাশিদ খানের ইন্সটাগ্রাম পেজে দেখা গেল লোকসভা নির্বাচনের প্রচার ৷ আচমকা মৃত শিল্পীর প্রোফাইলে ভোটের প্রচার দেখে 'থ' নেটিজেনরা ৷ কেউ বলছেন অনৈতিক-বেআইনী, কেউ আবার জানাচ্ছেন ধিক্কার ৷ এই পোস্ট সামনে আসার পর প্রয়াত রাশিদ খানের স্ত্রী জয়িতা খানের সঙ্গে যোগাযোগ করে ইটিভি ভারত। তিনি বলেন, "এই বিষয়ে আমরা কিছু জানি না ৷ আপনাদের কাছেই শুনলাম। খোঁজ নিয়ে দেখছি ৷"
কী আছে পোস্টে?
প্রথমে নজর দেওয়া যাক ছবির দিকে ৷ সেখানে দেখা যাচ্ছে উড়ে যাচ্ছে জাতীয় পতাকা ৷ পাশে প্রয়াত রাশিদ খানের ছবি ৷ ছবির পাশে লেখা "হ্যাশট্যাগ আমার প্রথম ভোট ৷ কজ অ্যাম্বাসডর (cause ambassador) ৷ প্রত্যেক ভোট গুরুত্বপূর্ণ ৷" এবার আসা যাক ক্যাপশনে ৷
সেখানে লেখা, "একজন ভারতীয় নাগরিক হিসাবে ভোট দান বা মত দানের গুরুত্ব রয়েছে ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে রেকর্ড পরিমাণে যুবরা রয়েছেন, যাঁরা ভোটদানের উপযুক্ত বয়স পেরিয়েছেন ৷ আমি প্রত্যেকে বিশেষ করে যুবদের আহ্বান করব ভোটার কার্ড তৈরি করানোর জন্য ৷ পাশাপাশি দেশে গণতন্ত্রের যে বিশাল বড় উৎসবের আয়োজন করা হয়েছে তাতে অংশগ্রহণ করার অনুরোধও জানাব ৷" এরপর লেখা হয়, " আমি অভিনন্দন জানাই ইন্ডিয়াস ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনাইট নেশনসকে তাঁদের প্রথম ভোট ক্যাম্পেইন-র জন্য ৷ আমি খুশি হয়েছি এই ধরনের প্রচারে যুক্ত থাকতে পেরে ৷"