পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

আরজি কর প্রতিবাদের জের! 'ধর্ষকদের শাস্তি চাই'- বাংলা ছবিতেই বার্তা 'রুদ্র'র - Rudra Bengali Movie - RUDRA BENGALI MOVIE

New Bengali Movie: ধর্ষণের মতো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সামাজিক বার্তা নিয়ে আসছে বাংলা ছবি 'রুদ্র'। জুটিতে আসছেন অভিনেতা কুন্তল ঘোষ ও অভিনেত্রী অনন্যা গুহ।

New Bengali Movie
আসছে বাংলা ছবি 'রুদ্র' (PR Handout)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 9, 2024, 12:00 PM IST

কলকাতা, 9 সেপ্টেম্বর: আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া মহিলা চিকিৎসকের উপরে ধর্ষণ ও খুনের ঘটনায় এই মুহূর্তে উত্তাল সারা দেশ। প্রতিবাদ সীমানা ছাড়িয়ে পাড়ি দিয়েছে বিদেশেও। ঠিক সেই সময়েই বাংলা সিনেমাতেও দেওয়া হচ্ছে অপরাধীকে শাস্তি দেওয়ার বার্তা। আসছে রাজকুমার সাইন ও বাপ্পাদিত্য নন্দী পরিচালিত 'রুদ্র'।

পাপী মানুষদের শাস্তি পেতে হবে, এই স্লোগানে নতুন ছবি 'রুদ্র'। পুরোপুরি ভিন্ন ধরনের গল্পে জুটিতে আসছেন অভিনেতা কুন্তল ঘোষ ও অভিনেত্রী অনন্যা গুহ। পুরোপুরি কমার্শিয়াল ঘরানার এই ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন লাবনী সরকার, মৌপ্রিয়া গোস্বামী, তুলিকা বোস, বিশ্বজিৎ চক্রবর্তী, শ্রীরুপা ঘোষাল প্রমুখ।

অভিনেতা কুন্তল ঘোষ জানান " এই ছবিতে পুরোপুরি আলাদা একটি গল্প বলা হয়েছে। সমাজে ধর্ষণের মতো ঘৃণ্য একটা অপরাধের বিরুদ্ধে আমাদের সর্বদা রুখে দাঁড়াতে হবে। আর সেটাই এই ছবিতে দেখানো হয়েছে।" ছবিতে অভিনেতা কুন্তল দত্তকে দেখা যাবে রুদ্রর চরিত্রে ৷ রুদ্র একজন কলেজ পড়ুয়া। রুদ্রর জীবনে প্রকৃত ভালোবাসা বলে কিছু নেই। দিনরাত নেশায় ডুবে থাকে সে। একসময় এই সব কিছু থেকে বেরিয়েও আসে। তাপরেই দেখা হয় শ্রীপর্ণার সঙ্গে। প্রেম হয়। বিয়ের পথে এগোয় দু'জনে। হঠাৎ-ই শ্রীপর্ণার জীবনে আসে বড় ঝড় ৷ শ্রীপর্ণা ধর্ষণের শিকার হন ৷ এরপর কী করবে রুদ্র ? কীভাবে দোষীদের শাস্তি দেবে? রুদ্র কি পারবে ভালোবাসার মানুষের জন্য শেষপর্যন্ত লড়ে যেতে, তারই উত্তর দেবে এই ছবি ৷

ছবিতে বেশ কয়েকটি গান রয়েছে। লগ্নজিতার কণ্ঠে রয়েছে একটি গান। চলতি বছরেই বড়পর্দায় মুক্তি পাবে 'রুদ্র'। বর্তমান সময়ে দাঁড়িয়ে এই ছবি যে ভীষণ উপযোগী, এমনটাই মনে করছেন নির্মাতারা ৷

ABOUT THE AUTHOR

...view details