হায়দরাবাদ, 25 নভেম্বর:গ্রেফতার হতে পারেন বলিউডের নামী পরিচালক রাম গোপাল ভার্মা ৷ তাঁকে গ্রেফতার করতে তাঁর হায়দরাবাদের বাড়িতে পৌঁছল পুলিশ । তাঁর বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, তাঁর ছেলে নারা লোকেশ এবং উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণকে নিয়ে সোশাল মিডিয়ায় ছবি বিকৃত করে পোস্ট করার অভিযোগ রয়েছে ৷ সেই মামলায় গ্রেফতার হতে পারেন রাম গোপাল ভার্মা ৷
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক জানান, অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার একটি পুলিশ দল হায়দরাবাদে রাম গোপাল ভার্মার বাড়িতে পৌঁছেছে তাঁকে গ্রেফতার করতে ৷ মানহানির মামলায় তাঁকে ওঙ্গোল গ্রামীণ থানায় জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয়েছিল ৷ কিন্তু রাম গোপাল ভার্মা দ্বিতীয়বার প্রকাশম জেলার ওঙ্গোল গ্রামীণ থানায় হাজিরা দেননি ।
সোশাল মিডিয়া পোস্টের মাধ্যমে তিনজন টিডিপি নেতার মানহানি করার অভিযোগে এর আগে রাম গোপাল ভার্মার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয় । তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন টিডিপি মণ্ডলের সাধারণ সম্পাদক মুথানাপল্লি রামালিঙ্গম । অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট পরামর্শ দিয়েছিল, যদি রাম গোপাল ভার্মা মনে করেন যে তিনি গ্রেফতার হতে পারেন, তাহলে তিনি আগাম জামিনের আবেদন করতে পারেন । জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হাজিরা দেওয়ার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন আরজিভি ৷ চলচ্চিত্র নির্মাতার সেই আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তাঁকে পুলিশের কাছে আগাম জামিনের আবেদন করতে বলে ।