কলকাতা, 14 ডিসেম্বর: বলিউডের 'দ্য গ্রেট শো-ম্যান' রাজ কাপুরের 100 তম জন্মবার্ষিকী ৷ মুম্বইয়ে কাপুর পরিবারের তরফে ধুমধাম করে উদযাপন করা হয়েছে বিশেষ এই দিনটা ৷ সিনেমার জগতে অন্যতম নক্ষত্র আপামর দেশবাসীকে অভিনয়ের মন্ত্রবলে মুগ্ধ করেছেন ৷ অথচ তিনি নিজে স্বনামধন্য পরিচালক সত্যজিৎ রায়ের সিনেমা দেখে অবাক হয়েছিলেন ৷
জানা যায়, কলকাতার রায় পরিবারের সঙ্গে দারুণ সখ্যতা ছিল মুম্বইয়ের কাপুর পরিবারের। রাজ কাপুরের জন্মশতবর্ষে উঠে তেমনই কিছু টুকরো টুকরো স্মৃতি ইটিভি ভারতের সঙ্গে ভাগ করে নিলেন পরিচালক সন্দীপ রায়। 1924 সালের 14 ডিসেম্বর পেশোয়ারে জন্ম রাজ কাপুরের। তাঁর সঙ্গে কলকাতা তথা বাঙালির একটা বড় যোগ ছিল। যে যোগের অন্যতম নাম সত্যজিৎ রায়।
উল্লেখ্য, একটা সময়ে কলকাতায় থাকত কাপুর পরিবার। পৃথ্বীরাজ কাপুর নিউ থিয়েটারে কাজ করেছেন। পৃথ্বীরাজ পুত্র শশী কাপুরের জন্ম কলকাতাতেই। রায় পরিবারের সঙ্গে এক কথায় ওঠাবসা ছিল তাঁদের। একে অপরের গুণগ্রাহী ছিলেন। তারই গল্প সত্যজিৎ পুত্র সন্দীপ রায়ের কাছ থেকে শুনে নিল ইটিভি ভারত। সন্দীপ রায় বলেন, "বহুদিন আগের কথা। কিশোর কুমারের ছেলে অমিত কুমারের কাছ থেকে শুনেছিলাম যে অমিত নাকি ওঁর বাবার কাছে শুনেছে যে পথের পাঁচালী দেখে রাজ কাপুর হতবাক হয়ে গিয়েছিলেন। কিশোর কুমার একটা গানের রেকর্ডিং করে বেরিয়ে দেখেন যে শুটিং বন্ধ রেখে অনেকে বসে আছেন। তাঁদের মধ্যে একজন রাজ কাপুর। তাঁদের মধ্যে কথা হচ্ছে পথের পাঁচালী নিয়ে। রাজ কাপুর নাকি সেদিন কিশোর কুমারকে বলেছিলেন, কী খেল দেখিয়েছে! বাপরে বাপ।"
সত্যজিৎ পুত্র আরও বলেন, "কাপুর ফ্যামিলি যখনই কলকাতায় আসত আমাদের সঙ্গে দেখা করত। রাজ কাপুর তো প্ল্যান করেছিলেন বাবাকে দিয়ে 'গুপী গাইন বাঘা বাইন' করাবেন। সেটাতো আর হল না। বাবা বম্বে যেতেন মাঝে মাঝে। তখনও ওঁদের সঙ্গে দেখা করতেন। ওঁরাও বাবাকে ডাকতেন। সিনেমা দেখাতেন। মনে আছে, বাবাকে ওঁরা 'মেরা নাম জোকার' দেখিয়েছিলেন। শুধু তাই নয়, কলকাতায় যখন 'ববি' রিলিজ করল মেট্রোতে আমরা সবাই গিয়েছিলাম। আমাদের সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ছবি দেখা আর দেখানো নয়, কাপুরদের সঙ্গে আমাদের একটা পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছিল।"
স্মৃতি ঘেঁটে সন্দীপ রায় বলেন, "পৃথ্বীরাজজি আমাদের লেক টেম্পল রোডের বাড়িতে এসেছিলেন। ষাটের দশকের কথা বলছি। শশী কাপুর তো আমার ছবিতে অভিনয়ও করেছেন। বাংলার সঙ্গে ওঁদের একটা আত্মিক সম্পর্ক ছিল। আমাদের সঙ্গে ঘনিষ্ঠতা তো ছিলই।" এরপর পরিচালকের কাছে জানতে চাওয়া হয়, বাংলা সিনেমাতে কি রাজ কাপুরের সিনেমার যে ঘরানা তার প্রভাব পড়েছে কখনও? সন্দীপ রায় বলেন, "না। সেভাবে প্রভাব পড়তে দেখিনি।"