কলকাতা, 4 এপ্রিল: রাইমা সেনের আগামী ছবি 'মা কালী' মুক্তির আগেই বিতর্কের মুখে ৷ ছবির মুক্তির আগেই পরের পর নাকি হুমকি ফোন আসছে তাঁর কাঁছে। যে কারণে বেশ বিরক্ত এবং চিন্তিত অভিনেত্রী।
এই বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, "আমি বলব যারা এগুলো করছেন, তারা আগে ছবিটা দেখুক। ছবিটা না-দেখেই এরকম সব কথা বলার মানে আমি খুঁজে পাচ্ছি না। আমি কখনও কোনওরকম বিতর্কের মধ্যে থাকি না ৷ আমি নন-কনট্রোভার্সিয়াল একজন মানুষ। ল্যান্ডলাইনে ফোন করে আমাকে নানা রকমের আজে-বাজে ভাষায় কথা বলা হচ্ছে। আমার বাবা, মা এখন কলকাতায় আছেন। ওদের জন্য খুব খারাপ হচ্ছে ব্যাপারটা। যদিও ওরা আমাকে বলছেন, ইগনোর কর। কিন্তু আমার মানতে অসুবিধা হচ্ছে এগুলো। না জেনে বুঝে এরকম মন্তব্য, ট্রল করা যায় কাউকে?"
ঠিক কী রয়েছে বিজয় ইয়েলাকান্তি পরিচালিত এই ছবিতে? দেশ বিভাজন, লাখ লাখ ছিন্নমূল পরিবার, যাঁরা ভিটেমাটি ছাড়া হয়ে অকথ্য অত্যাচারের শিকার তাঁদের কথা রয়েছে এই ছবিতে। এই অত্যাচারে নিশ্চিহ্ন হয়েছে জনৈক ঘোষ পরিবার। সেই পরিবারেরই গল্প বলা হয়েছে ‘মা কালী’তে। এই ছবি নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিএএ লাগুর সঙ্গেও মিলে যায় খানিকটা। যদিও নায়িকার দাবি, ছবির সঙ্গে মোদিজির সিএএ'র কোনও যোগ নেই। কাকতালীয়ভাবে সিএএ নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণার পরেই মুক্তি পাচ্ছে 'মা কালী'।
বিজয় ইয়েলাকান্তি পরিচালিত ছবিতে রাইমার বিপরীতে রয়েছেন অভিষেক সিং (প্রাক্তন আইপিএস অফিসার)। ছবিটি এপ্রিল মাসের শেষে মুক্তি পাবে। দিনকয়েক আগে টিম ‘মা কালী’ রাজভবনে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ছবিটি দেখানোর আয়োজন করে। উপস্থিত ছিলেন পরিচালক-সহ ছবির দুই অভিনেতা। জানা যায়, এই ছবি দেখে স্বয়ং রাজ্যপাল খুশি হয়েছেন। রাইমা জানান, ছবিটা না-দেখেই মানুষ এর ভুল ব্যাখ্যা করছেন। এর কোনও মানে নেই।