মুম্বই, 17 অক্টোবর: মা হতে চলেছেন বলিতারকা রাধিকা আপ্তে ৷ বুধবার বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে 'সিস্টার মিডনাইট' সিনেমার প্রদর্শনীতে অংশ নেন তিনি। বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে বেবিবাম্প নিয়ে হাজির হন ৷ তা দেখে রীতিমতো হতবাক অনুরাগীরা ৷ 2012 সালে ব্রিটিশ সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাধিকা আপ্তে ৷ বিয়ের বছর বারো পর প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী ৷
উৎসবের অনেক ছবিই অভিনেত্রী শেয়ার করেছেন তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে। তাতে দেখা যাচ্ছে, রাধিকার পরনে রয়েছে কালো অফ শোল্ডার মিডি ড্রেস, চুলে পরিপাটি করে খোঁপা বাঁধা। কানে সোনালি রংয়ের ছোট্ট দু'টি দুল ৷ ঠোঁটে গাঢ় লিপস্টিক ৷ সঙ্গে মানানসই জুতো। স্পষ্ট বোঝা যাাচ্ছে তাঁর বেবি বাম্প। পোস্টের নীচে অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিছেন অনুরাগীরা। 'ব্ল্যাক লেডি'কে লাগছে অসাধারণও ৷ ছবির ক্যাপশন দিয়েছেন, 'সিস্টার মিডনাইট ইউকে প্রিমিয়ার #lff2024'।