পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

12 বছর পর মা হতে চলেছেন রাধিকা, বেবিবাম্প নিয়ে পোজ দিলেন অভিনেত্রী - RADHIKA APTE PREGNANT

বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে বেবিবাম্প নিয়ে সামনে এলেন রাধিকা আপ্তে ৷ কালো অফ শোল্ডার ড্রেসে একাধিক পোজ দিয়ে রেড কার্পেটে ঝড় তুললেন বলি ডিভা ৷

Radhika Apte Expecting First Child
বেবিবাম্প নিয়ে পোজ দিলেন অভিনেত্রী (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Oct 17, 2024, 7:55 PM IST

মুম্বই, 17 অক্টোবর: মা হতে চলেছেন বলিতারকা রাধিকা আপ্তে ৷ বুধবার বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে 'সিস্টার মিডনাইট' সিনেমার প্রদর্শনীতে অংশ নেন তিনি। বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে বেবিবাম্প নিয়ে হাজির হন ৷ তা দেখে রীতিমতো হতবাক অনুরাগীরা ৷ 2012 সালে ব্রিটিশ সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাধিকা আপ্তে ৷ বিয়ের বছর বারো পর প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী ৷

উৎসবের অনেক ছবিই অভিনেত্রী শেয়ার করেছেন তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে। তাতে দেখা যাচ্ছে, রাধিকার পরনে রয়েছে কালো অফ শোল্ডার মিডি ড্রেস, চুলে পরিপাটি করে খোঁপা বাঁধা। কানে সোনালি রংয়ের ছোট্ট দু'টি দুল ৷ ঠোঁটে গাঢ় লিপস্টিক ৷ সঙ্গে মানানসই জুতো। স্পষ্ট বোঝা যাাচ্ছে তাঁর বেবি বাম্প। পোস্টের নীচে অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিছেন অনুরাগীরা। 'ব্ল্যাক লেডি'কে লাগছে অসাধারণও ৷ ছবির ক্যাপশন দিয়েছেন, 'সিস্টার মিডনাইট ইউকে প্রিমিয়ার #lff2024'।

উল্লেখ্য, অন্তহীন ছবির মাধ্যমে তিনি হয়ে উঠেছিলেন আম-বাঙালির ঘরের লোক। অভিনয়টা চুটিয়ে করেন তিনি। প্রচারের আলো থেকে বরাবরই তিনি নিজেকে দূরে সরিয়ে রাখেন। বি-টাউনের প্রথমসারির অভিনেত্রীর মধ্যে নিঃসন্দেহে বলা যায় রাধিকা আপ্তের নাম। ডি-গ্ল্যাম লুকের বাইরেও সাহসী অভিনেত্রী হিসেবেও যথেষ্ঠ নামডাক রয়েছে বলি ডিভার ৷

2011 সালে ব্রিটিশ সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে দেখা হয়েছিল রাধিকার ৷ তখন তিনি লন্ডনে ছিলেন এবং তার কিছুদিন পর থেকেই লিভ ইন করতে শুরু করেন। 2013 সালে সামাজিক অনুষ্ঠানের আগে, 2012 সালে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সেরেছিলেন ৷ এরপর বছর বারো পর মা হওয়ার সুখবর জানান বছর 39-এর নায়িকা ৷

ABOUT THE AUTHOR

...view details