পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

সন্ধ্যা থিয়েটার মামলায় হাইকোর্টে জামিন 'পুষ্পা'র - ALLU ARJUN GETS BAIL

থাকতে হল না জেলে ৷ হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন 'পুষ্পা 2' অভিনেতা আল্লু অর্জুন ৷

Pushpa 2
হাইকোর্টে জামিন 'পুষ্পা'র (এএনআই)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 13, 2024, 5:45 PM IST

Updated : Dec 13, 2024, 6:03 PM IST

হায়দরাবাদ, 13 ডিসেম্বর: নিম্ন আদালতে জেল, হাইকোর্টে বেল ৷ রাত কাটাতে হল না জেলে ৷ অন্তর্বর্তীকালীন জামিন পেলেন 'পুষ্পা 2' অভিনেতা আল্লু অর্জুন ৷ শুক্রবার বিকেলে অন্তর্বতীকালীন জামিনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷ সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় গ্রেফতার হন অভিনেতা আল্লু অর্জুন ৷ নামপল্লি আদালত অভিনেতাকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় ৷ এরপর একই বিষয়ে হাইকোর্টে চলা মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পান পুষ্পারাজ ৷

তেলঙ্গানা হাই কোর্টের বিচারপতি জে শ্রীদেবীর বেঞ্চে মামলার শুনানি চলে ৷ তেলেঙ্গনা হাইকোর্ট আল্লু অর্জুনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করতে গিয়ে বোম্বে হাইকোর্টে হওয়া মহারাষ্ট্র সরকার বনাম অর্ণব গোস্বামীর মামলাকে ভিত্তি হিসাব তুলে ধরে ৷ প্রসঙ্গত, একদিকে নামপল্লি আদালত অন্যদিকে হাইকোর্টে একই বিষয়ে মামলা দায়ের হয় ৷

হাইকোর্টে জামিন 'পুষ্পা'র (ইটিভি ভারত)

এই মামলায় বিচারপতির পর্যবেক্ষণ, নিহতের পরিবারের প্রতি আদালতের সমবেদনা রয়েছে। কিন্তু অভিযুক্তকে এই ঘটনায় কীভাবে দোষী বলা যায়? যে যে ধারায় মামলা করা হয়েছে, সেগুলি প্রযোজ্য হচ্ছে না বলে জানিয়ে দেয় আদালত। এদিন বিচারপতি জানান, অভিনেতা বলে তাঁর ব্যক্তি অধিকারে হস্তক্ষেপ করা যায় না। নাগরিক হিসাবে তাঁরও স্বাধীনতা ভোগের অধিকার রয়েছে। এদিন আল্লু অর্জুনের পাশাপাশি আরও দু’জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন সন্ধ্যা থিয়েটারের মালিকও। বাকি অভিযুক্তদেরও অন্তর্বর্তী জামিন দিয়েছে হাইকোর্ট।

গত বুধবার অর্থাৎ 4 তারিখ সন্ধ্যা হলে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় আল্লু অর্জুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ ৷ এরপর শুক্রবার তেলেঙ্গনা পুলিশ গ্রেফতার করে দক্ষিণী সুপারস্টারকে ৷ চিক্করপল্লী থানায় নিয়ে যাওয়া হয় অভিনেতাকে ৷ সেখান থেকে অভিনেতার শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় সেকেন্দ্রাবাদ গান্ধি হাসপাতালে ৷

অন্যদিকে, মৃত মহিলা রেবথীর স্বামী ভাস্কর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পদপিষ্টের ঘটনায় তাঁর স্ত্রীর মৃত্যুতে দোষ নেই অভিনেতা আল্লু অর্জুনের ৷ মৃতার স্বামী জানান, তাঁর স্ত্রী 'পুষ্পা 2: দ্য রুল' দেখতে চেয়েছিলেন ৷ সেই কারণে তাঁরা সন্ধ্যা প্রেক্ষাগৃহে গিয়েছিলেন ৷ এর পাশাপাশি তিনি অভিযোগ তুলে নেওয়ারও ইচ্ছা প্রকাশ করেছেন ৷ পাশাপাশি, ভাস্কর আরও জানিয়েছেন, পুলিশ তদন্তের আপডেট নিয়ে কিছু জানায়নি ৷ তিনি আল্লু অর্জুনের গ্রেফতারি হওয়ার ঘটনা খবরে জানতে পেরেছেন ৷

Last Updated : Dec 13, 2024, 6:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details