পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বক্সঅফিসে প্রভাসকে টেক্কা দিতে প্রস্তুত 'পুষ্পা 2', বাজিমাত আল্লু অর্জুনের - PUSHPA 2 BOX OFFICE COLLECTION

প্রেক্ষাগৃহে পার 25 দিন ৷ বক্সঅফিসে অব্যাহত 'পুষ্পা' রাজ ৷ ভারতেই আয় 1 হাজার 157.35 কোটি টাকা ৷ ইতিহাস তৈরির দৌড়ে আল্লু অর্জুনের ছবি ৷

Etv Bharat
বাজিমাত আল্লু অর্জুনের (মুভি পোস্টার)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 30, 2024, 2:20 PM IST

হায়দরাবাদ, 30 ডিসেম্বর: নয়া রেকর্ড তৈরি করে বছর শেষ করার অপেক্ষায় আল্লু অর্জুনের 'পুষ্পা 2: দ্য রুল' ৷ চতুর্থ সপ্তাহে পা দিয়েছে সুকুমার পরিচালিত এই ছবি ৷ দিন পার হলেও বক্সঅফিসে বিজয়রথ থামার কোনও লক্ষ্মণ নেই পুষ্পা 2-র ৷ উল্টে বিগত দিনের তুলনায় আয় বেড়েছে 28 শতাংশ ৷

তেলুগু ছবির হিন্দি দাপটও লক্ষনীয় ৷ আঞ্চলিক ভাষায় এই ছবি যত না আয় করেছে তার থেকে বেশি আয় করেছে হিন্দি ভার্সন থেকে ৷ স্যাকনিল্ক অনুযায়ী, হিন্দিতে ইতিমধ্যেই ছবির কালেকশন ছাপিয়েছে 753.9 কোটি টাকায় ৷

  • 'পুষ্পা 2' বক্সঅফিস কালেকশন 25তম দিন

25তম দিনেও পুষ্পা 2 ছবির আয় উপরের দিকে ৷ চতুর্থ সপ্তাহে প্রবেশ করেও ছবি ঘরে তুলে নিয়েছে 16 কোটি টাকা ৷ ভারতে মোট আয়ের পরিমান দাঁড়িয়েছে 1 হাজার 157 কোটি টাকা ৷ যেখানে হিন্দি ভার্সন ছবির আয় বিশেষভাবে উল্লেখযোগ্য ৷ কারণ তেলুগু ভার্সনের থেকে 29.11 শতাংশ আয় হলেও হিন্দির ক্ষেত্রে সেই আয়ের শতাংশ 34.58 ৷ বিশেষ করে চেন্নাই ও জয়পুরের মতো জায়গায় এখনও এই ছবি ভালো প্রভাব ফেলছে ৷

দিন/সপ্তাহ ভারতে নেট কালেকশন
প্রথম সপ্তাহ 725.8 কোটি টাকা
2 সপ্তাহ 264.8 কোটি টাকা
3 সপ্তাহ 128.6 কোটি টাকা
23 তম দিন 8.75 কোটি টাকা
24 তম দিন 12.5 কোটি টাকা
25 তম দিন 16 কোটি টাকা (সম্ভাব্য অনুমান)
মোট 1157.35কোটি টাকা
  • গ্লোবালি হিট 'পুষ্পা 2'

নির্মাতাদের মতে, 'পুষ্পা 2' গ্লোবালি 22 দিনের মাথায় ছাপিয়ে গিয়েছে 1 হাজার 719.5 কোটি টাকা ৷ প্রথম কোনও ভারতীয় সিনেমা এই মাইলস্টোন ছুঁয়েছে ৷ কয়েকদিনের মধ্যেই তা 1 হাজার 800 কোটি আয় করে ফেলবে বলে মনে করা হচ্ছে ৷ শুধু তাই নয়, পিছনে পরবে 'বাহুবলি 2' (1788 কোটি টাকা) ছবির লাইফটাইম কালেকশনও ৷ ফলে 'দঙ্গল-'এর পরেই জায়গা দখল করে নেবে আল্লু অর্জুনের 'পুষ্পা 2 : দ্য রুল' ৷

ABOUT THE AUTHOR

...view details