হায়দরাবাদ, 14 ডিসেম্বর:তরতরিয়ে এগোচ্ছিল বক্সঅফিস সূচক ৷ উর্দ্ধমুখী 'পুষ্পা 2' ছবির আয় ৷ তারমধ্যেই অপ্রত্যাশিত ঘটনা ৷ গ্রেফতার হন ছবির মুখ্য অভিনেতা আল্লু অর্জুন ৷ সন্ধ্যা প্রেক্ষাগৃহের ঘটনায় একদিন জেলে রাত কাটানোর পর 50 হাজার টাকা ব্যক্তিগত বন্ডে হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি ৷
অভিনেতার ব্যক্তিগত জীবনের প্রভাব পড়বে কি 'পুষ্পা 2: দ্য রুল' ছবির বক্সঅফিস কালেকশনে ৷ অষ্টমদিনেও ছবির আয় ভালোই ছিল ৷ ভারতে ইতিমধ্যেই আয়ের দিক থেকে সুকুমারের ছবি ছাপিয়ে গিয়েছে 'আরআরআর' ছবির কালেকশন ৷ নবম দিনে 'পুষ্পা'র বক্সঅফিসের হাল হকিকত কি? কি বলছে রিপোর্ট?
'পুষ্পা 2' বক্সঅফিস কালেকশন (নবম দিন)
মূলত, ছবি মুক্তির পর থেকেই রকেট গতিতে এগোচ্ছে বক্সঅফিস আয় ৷ 2024 সালে দ্রুত 1000 কোটির ক্লাবে 'কল্কি 2898 এডি'-র পাশাপাশি প্রবেশ করেছে 'পুষ্পা 2'-ও ৷ ভারতেও ছবির আয় গিয়ে পৌঁছেছে 762.1 কোটি টাকায় ৷ নবম দিনে ছবির সম্ভাব্য আয়ের পরিমান 36.25 কোটি টাকা ৷ মজার বিষয়, ছবির বেশিরভাগ আয় আসছে হিন্দি ভাষায় মুক্তি পাওয়া 'পুষ্পা 2'-র থেকে ৷ প্রথম সপ্তাহে একাধিক রেকর্ড ভাঙার 'পুষ্পা 2' প্রবেশ করেছে দ্বিতীয় সপ্তাহে ৷
দিন/সপ্তাহ | ভারতে নেট কালেকশন |
প্রথম সপ্তাহ | 725.8 কোটি টাকা |
নবম দিন | 36.25 কোটি টাকা (সম্ভাব্য আয়) |
মোট | 762.1 কোটি টাকা |