হায়দরাবাদ, 7 ফেব্রুয়ারি: ব্যস্ত অভিনেত্রী হওয়ার সত্ত্বেও রোজনামচা জীবনের টুকরো টুকরো মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করতে ভুল হয় না প্রিয়াঙ্কা চোপড়ার ৷ প্রায়শই নিজের জীবনের ঝলক সোশাল মিডিয়ায় শেয়ার করে থাকেন বলিউডের পর হলিউড কাঁপানো এই অভিনেত্রী ৷ আর পিসির পোস্টে প্রায়শই দেখা যায় তাঁর মেয়ে মালতি মেরি ও আমেরিকান গায়ক স্বামী নিক জোনাসকে ৷ সম্পতি তেমনই ভালোবাসা মাখা কিছু ছবি নিজের ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী ৷ এই ছবিগুলিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরাও ৷
প্রিয়াঙ্কা যে তাঁর মেয়ের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন তা বলাই বাহুল্য ৷ মালতি মেরির বয়স এখন 2 বছর ৷ জন্মের পর থেকেই মেয়ের সঙ্গে প্রত্যেকটা মুহূর্ত চুটিয়ে উপভোগ করছেন পিসি ৷ মেয়েকে কাছ ছাড়া করেন না তিনি ৷ বর্তমানে আমেরিকায় থাকলেও ভারতে এলে মেয়েকে সঙ্গে করে নিয়ে আসেন এই অভিনেত্রী ৷ শুধু মেয়ে নয়, শত ব্যস্ততার মধ্যেও স্বামী নিক জোনাসকে সময় দেন পিসি ৷
সোশাল মিডিয়ায় বেশ সক্রিয় এই অভিনেতা ৷ সম্প্রতি ছবিতে গ্লোবাল আইকনকে তাঁর মেয়ে মালতি মেরিকে বুকে আগলে থাকতে দেখা গিয়েছে ৷ তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটি শেয়ার করে পিসি লিখেছেন, "সকাল এই রকমই হওয়া দরকার ৷" সঙ্গে লাল হৃদয় ও একটি মেঘের ইমোজি দিয়েছেন অভিনেত্রী ৷ সন্তানকে কোলে নিয়ে একটি আরামদায়ক সকাল উপভোগ করছেন প্রিয়াঙ্কা । তিনি সোশাল মিডিয়ায় যে ছবিটি পোস্ট করেছেন তাতে অভিনেত্রীকে বেগুনি ফুলের ডিজাইন-সহ একটি ম্যাচিং সাদা পাজামা সেট পরতে দেখা গিয়েছে । আর একরত্তি মালতির গায়ে ছিল সবুজ সোয়েটশার্ট ৷ যাতে তাকে অপূর্ব সুন্দর লাগছিল । মায়ের কোলে শান্ত হয়ে বসে তাকে জড়িয়ে ধরে সকাল উপভোগ করছিল মালতিও ৷
প্রিয়াঙ্কা চোপড়ার সোশাল মিডিয়া স্টোরি এর আগে প্রিয়াঙ্কা নুডলসের বাটি নিয়ে একটি ছবি শেয়ার করেছিলেন ৷ তার ক্যাপশনে তিনি লেখেন, "বৃষ্টিতে ম্যাগি নুডলস আর কার লাগবে ?" পাশাপাশি স্বামী নিক জোনাসের সঙ্গে গাড়িতে সওয়ারির সময় শ্রেয়া ঘোষালের গান শোনার একটি ছবি শেয়ার করেন পিসি । পাবলিক ইভেন্টে হোক বা সোশাল মিডিয়া, মেজর কাপল গোলস দেন এই দম্পতি । প্রিয়াঙ্কা চোপড়ার আসন্ন সিনেমা 'হেডস অফ স্টেট' ৷ যেখানে তাঁর বিপরীতে দেখা যাবে জন সিনা এবং ইদ্রিস এলবারকে ৷ এর পাশাপাশি পিসির ঝুলিতে রয়েছে ফারহান আখতার পরিচালনা 'জি লে' ছবিটি ৷ আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে ।
আরও পড়ুন:
- প্রিয়াঙ্কা-নিকের নতুন বাড়ি কেমন ? মেয়ে মালতিকে নিয়ে ছবি শেয়ার দেশি গার্লের
- মায়ানগরীতে নিকের প্রথম মিউজিক্যাল ইভেন্টে, চিয়ারআপ করতে প্রিয়াঙ্কা-মালতি থাকছে কি ?
- মেয়েকে নিয়ে মন্দিরে পুজো নিক-প্রিয়াঙ্কার, প্রশংসা অনুরাগীদের