হায়দরাবাদ, 19 জুন: বাহুবলীর পর প্রভাসের কোনও ফিল্ম এলেই তা নিয়ে চর্চা থাকে আকাশছোঁয়া । তাঁর আসন্ন ছবি কল্কি 2898 এডি-র জন্য বর্তমানে উত্তেজনা চরমে ৷ প্রথমত, এই ছবিতে পৌরাণিক কাহিনীর সঙ্গে সাই-ফাই ড্রামার মিশ্রণে একটি অনন্য অভিজ্ঞতার সাক্ষী হওয়া যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন নির্মাতারা ৷ দ্বিতীয়ত, এটিকে এখনও পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় চলচ্চিত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবং তৃতীয়ত, এতে অভিনয় করছেন প্রভাসের মতো একজন তারকা ৷ এই ছবি মুক্তির মাত্র এক সপ্তাহ বাকি ৷ এরই মধ্যে কল্কি 2898 এডি-র সেন্সরশিপ স্ক্রিনিং-এর পর এর প্রথম রিভিউ প্রকাশিত হল ৷
কল্কি 2898 এডি সেন্সর সার্টিফিকেট এবং রানটাইম:
নাগ অশ্বিন পরিচালিত কল্কি 2898 এডি সিবিএফসি থেকে একটি U/A শংসাপত্র পেয়েছে এবং এর রানটাইম 175 মিনিট । সেন্সর বোর্ডের অনুমোদনের পর সোশাল মিডিয়ায় এই ছবির প্রথম পর্যালোচনা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে ৷
কল্কি 2898 এডি-র প্রথম রিভিউ কী:
এই ছবির প্রথম দর্শকদের মতে, কল্কি 2898 এডি হলিউডের মানদণ্ডের সঙ্গে মিলে যায় ৷ সেন্সরবোর্ডের সদস্যরা নিজেদের জায়গা থেকে উঠে দাঁড়িয়ে ছবিটির প্রশংসা করেছেন ৷ এই ফিল্মে ভারতীয় সিনেমার জন্য অভূতপূর্ব কিছু ভিজ্যুয়াল পাওয়া যাবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আকর্ষক গল্পও আছে ছবিতে, বক্স অফিসে সাফল্যের জন্য ঠিক যা যা প্রয়োজন ৷
অভিনয়ও অসামান্য ৷ বিশেষ করে ভৈরবের ভূমিকায় প্রভাসের চরিত্র ছবিতে হাস্যরস এবং আলাদা ক্যারিশমা এনে দিয়েছে । অমিতাভ বচ্চন অশ্বত্থামার চরিত্রে দুরন্ত অভিনয় করেছেন এবং কমল হাসানের অভিনয় ফের বুঝিয়ে দিয়েছে যে তিনি কিংবদন্তি ৷ সংবেদনশীল গভীরতা এবং নাটকীয় উপাদানগুলি ভালোভাবে সঞ্চালিত হয়েছে এই ছবিতে ।