পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ফ্রেঞ্চ ফেস্টিভ্যালের কারণে নন্দনে জায়গা পেল না 'পারিয়া', আশাহত পরিচালক

Tathagata Mukherjee on Pariah: নন্দনে শুরু হচ্ছে ফরাসি চলচ্চিত্র উৎসব ৷ যে কারণে প্রেক্ষাগৃহ থেকে সরানো হল তথাগত মুখোপাধ্যায়ের বাংলা ছবি পারিয়া ৷ আকস্মিক এই ঘটনায় বড় ক্ষতির মুখে টিম 'পারিয়া' ৷

Etv Bharat
নন্দনে জায়গা পেল না 'পারিয়া'

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2024, 12:08 PM IST

কলকাতা, 16 ফেব্রুয়ারি: আজ থেকে নন্দনে শুরু হতে চলেছে ফ্রেঞ্চ ফেস্টিভ্যাল অর্থাৎ ফরাসি চলচ্চিত্র উৎসব । চলবে 24 ফেব্রুয়ারি পর্যন্ত ৷ ফলে অ্যাডভান্স হাউসফুল হওয়া সত্ত্বেও নন্দন থেকে সরানো হল বাংলা ছবি পারিয়া ৷ তথাগত মুখোপাধ্যায় পরিচালিত পথ সারমেয়দের নিয়ে তৈরি এই ছবি নন্দন থেকে সরতেই ধাক্কা খেল টিম পারিয়া ৷

সোশাল মিডিয়ায় টিম 'পারিয়া'র তরফে জানানো হয়েছে, "টানা সাতদিন নন্দন 2-এ অ্যাডভান্স হাউজফুল হওয়া সত্ত্বেও এই সপ্তাহে নন্দনে জায়গা পেল না 'পারিয়া'। কারণ ফ্রেঞ্চ ফেস্টিভ্যাল । নন্দন 1-এও জায়গা পেল না পারিয়া । পরে আবার নন্দন কর্তৃপক্ষ পারিয়া নন্দনে দেখাবে কি না, তা আমাদের জানা নেই । আমরা মর্মাহত ।"

পরিচালক তথাগত মুখোপাধ্যায় ইটিভি ভারতকে বলেন, "আমাদের গোটা টিম খুব ধাক্কা খেয়েছে । আমরা আশাহত এবং মর্মাহত ৷ টানা এক সপ্তাহ বিভিন্ন জায়গায় হাউজফুল হয়েছে আমাদের ছবি । নন্দনেও অ্যাডভান্স হাউজফুল হয়েছে এক সপ্তাহ । তাও এই সপ্তাহে নন্দনে দেখানো হবে না 'পারিয়া'।"

নোটিশ

পরিচালক তথা অভিনেতা আরও বলেন, "একটা ভুলভাল রিভিউ যেমন ছবির ক্ষতি করে দেয়, তেমনই হল থেকে ছবি সরিয়ে দেওয়া, এটা তো তার থেকেও বড় ক্ষতি । বৃহস্পতিবারও 34টি জায়গায় হাউজফুল হয়েছে পারিয়া । সরকারি আনুকূল্য সবাই চায় । আমরাও চাই । বলা হচ্ছে, ফ্রেঞ্চ ফেস্টিভ্যালের জন্যই এই সিদ্ধান্ত । নন্দন টু'তে চলবে ফ্রেঞ্চ ফেস্টিভ্যাল । নন্দন 1-এও জায়গা দেওয়া হল না । পরে নাকি আমাদের জায়গা দেওয়া হতে পারে । তবে তারও কোনও নিশ্চয়তা নেই । 'হুব্বা', 'প্রধান', 'ভূতপরী' দেখানো হবে দু-একটি সময়ে । এগুলি চলছে বলে আমার কোনও বক্তব্য নেই । আমাদের ছবিটা দেখানো হচ্ছে না, সেটা নিয়েই আমাদের বক্তব্য, যে এত ভালো অডিয়েন্স সত্ত্বেও কেন দেখানো হল না ?"

উল্লেখ্য, ফুটপাথের কুকুরদের গল্প বলে এই ছবি ৷ ওদের কোনও ভোটার বা আধার নেই, ওদের হয়ে কথা বলারও কেউ নেই ৷ আর তাই এই পথকুকুরদের কথাই তথাগত মুখোপাধ্যায় তুলে ধরেছেন তাঁর 'পারিয়া'তে ৷ 'পারিয়া' কথার অর্থই হল ব্রাত্য । ফুটপাথের কুকুররা সেই অর্থে ব্রাত্যই । ক'জনই বা তাদের মুখে খাবার তুলে দেয় ? প্রায়ই তাদের আঘাত করার মতো ঘটনা সামনে আসে । এই সব কিছু নিয়েই 'পারিয়া'। শুরু থেকেই এই ছবি নিয়ে দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে । তবে সেই ছবি নন্দনের মতো জায়গা থেকে সরানোয় মর্মাহত অনুরাগীরাও ৷

আরও পড়ুন:

1. ফের জুটিতে আবির-মিমি, আসছে 'আলাপ'

2.বন্যপ্রাণ শিকারের সত্য ঘটনা নিয়ে আসছে 'পোচার', ট্রেলার লঞ্চে নজর কাড়লেন প্রযোজক আলিয়া

3.'ডাঙ্কি' এবার ওটিটি-তে, কবে-কোথায় দেখতে পাবেন ? জানালেন শাহরুখ

ABOUT THE AUTHOR

...view details