কলকাতা, 4 মে: গ্রীষ্মের দাবদাহে যখন নাজেহাল অবস্থা বঙ্গবাসীর তখন ছোটদের সঙ্গে ফেলুদা ব্যস্ত থাকতে চলেছেন মগজাস্ত্রের লড়াইয়ে ৷ 10 মে মুক্তি পেতে চলেছে সত্যজিৎ রায়ের লেখা অবলম্বনে সন্দীপ রায় পরিচালিত 'নয়ন রহস্য' ৷ ছবি তৈরি হওয়ার নেপথ্যের কাহিনী পরিচালক সন্দীপ রায় ভাগ করে নিলেন ইটিভি ভারতের সঙ্গে ৷
সব্যসাচী চক্রবর্তীর পর ইন্দ্রনীল সেনগুপ্তকে ফেলুদা হিসাবে বেছে নেওয়ার ক্ষেত্রে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল পরিচালককে ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "বেণুও ফেলুদা হতে চেয়েছিলেন, ইন্দ্রনীলও চেয়েছিলেন। সুতরাং আমি কাউকে খুঁজে বের করিনি। দু'জনেই স্বেচ্ছায় ফেলুদা হয়েছেন। আর 'হত্যাপুরী'তে মানুষ ইন্দ্রনীল-সহ জটায়ু, তোপসে তিনজনকেই মোটামুটি পছন্দ করেছেন। তবে, ফেলুদা মানুষের কাছে আলাদা সেন্টিমেন্ট। তাই একটু অন্যরকম দেখলেই মানুষ মন্তব্য করেন। এগুলো শুনতে আমি প্রস্তুত।"
তিনি আরও বলেন, "ফেলুদা পর্দায় এলেই কিশোরদের হাতে লেখা চিঠি আসে আমাদের ঠিকানায়। এটা আমার বেশ ভালো লাগে। আর আমি কিশোরদের কথাকেই গুরুত্ব দিই। সামাজিক মাধ্যমের বক্তব্য আমার কাছে গুরুত্ব পায় না। কিশোররা নিজেদের খারাপ লাগা, ভালো লাগা জানায়। আমি পরের বার শুধরে নেওয়ার চেষ্টা করি।" উল্লেখ্য, 'হত্যাপুরী'র পরই আর ফেলুদা বানাতে চাননি পরিচালক সন্দীপ রায়। চেয়েছিলেন বিরতি। কিন্তু 'নয়ন রহস্য'র জন্য যাকে নয়ন হিসেবে ভেবেছেন সেই অভিনব বড়ুয়া আবার বড় হয়ে যাবে দেরি করলে। তাই রাতারাতি 'নয়ন রহস্য' ছবির শুটিং করেন। যেখানে ফেলুদা ইন্দ্রনীল সেনগুপ্ত, লালমোহন গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যায় অভিজিৎ গুহকে এবং তোপসের চরিত্রে দেখা যায় আয়ুশ দাসকে। এবারও ব্যতিক্রম হয়নি এই জুটির ৷
ছবির ট্রেলার ইতিমধ্যেই নজর কেড়েছে ফেলুদাপ্রেমীদের ৷ ফেলুদা চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্তকেও আরও বেশি সাবলীল দেখায় এই ট্রেলারে ৷ তবে ছবি কেমন হল, তা জানতে অপেক্ষা করতে হবে আর কয়েকটা দিন ৷