পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বিদেশ পাড়ি 'কাবুলিওয়ালা'র! মার্কিন মুলুকের বাঙালি দেখবে নতুন রহমত ও মিনিকে

Kabuliwala: ডিসেম্বরে ভারতে মুক্তি পেয়েছে সুমন ঘোষ পরিচালিত কাবুলিওয়ালা ৷ 2 ফেব্রুয়ারি 'কাবুলিওয়ালা' পাড়ি দিল সুদূর আমেরিকায়। মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক প্রেক্ষাগৃহে দেখানো হবে সুমন ঘোষের বাংলা ছবি 'কাবুলিওয়ালা'।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 3, 2024, 3:08 PM IST

কলকাতা, 3 ফেব্রুয়ারি:রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা মানেই বাঙালির আবেগ ৷ শুক্রবার সুমন ঘোষ পরিচালিত 'কাবুলিওয়ালা' পাড়ি দিল জো বাইডেনের দেশে । 29 ডিসেম্বর সারা ভারতে মুক্তি পায় সুমন ঘোষ পরিচালিত 'কাবুলিওয়ালা'। আর 2 ফেব্রুয়ারি ভারতের সীমানা পেরিয়ে 'কাবুলিওয়ালা' এবার পাড়ি দিল সুদূর আমেরিকায়। মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক প্রেক্ষাগৃহে দেখানো হবে সুমন ঘোষের বাংলা ছবি 'কাবুলিওয়ালা'। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে এই খবর। শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক রাজ্যের প্রেক্ষাগৃহে রিলিজ করেছে 'কাবুলিওয়ালা'।

যুক্তরাষ্ট্রের নেভাদা, টেক্সাস, ওহিও, রেলে, লস অ্যাঞ্জেলেস, উত্তর ক্যারোলিনা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, মিশিগান, ওয়াশিংটন, জর্জিয়া-সহ বেশ কিছু রাজ্যে দেখানো হবে ছবিটি। মিঠুন চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, সোহিনী সরকার, অনুমেঘা কাহালি, গুলশনারা, সুমিত সমাদ্দার, কাঞ্চন মল্লিক, দেবনাথ চট্টোপাধ্যায়কে দেখা যাবহে এই ছবিতে ৷ সকলেই নিজেদের অভিনয়ে ছাপ ফেলেছেন ৷

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প 'কাবুলিওয়ালা' অবলম্বনেই এই ছবি। রহমত কাবুলিওয়ালা এবং পাঁচ বছরের ছোট মেয়ে মিনির মধ্যে যে বাপ-মেয়ের সম্পর্ক তা আরও একবার উঠে এসেছে পর্দায়। 'খোঁখী' অর্থাৎ মিনি আর রহমতের ভালোবাসার বন্ধন ৷ রহমত কাবুলিওয়ালা কলকাতায় আসত মেওয়া বিক্রি করতে ৷ দেশে রেখে এসেছিল ছোট্ট মেয়েকে ৷ স্মৃতিচিহ্ন হিসাবে সে নিয়ে এসেছিল ভুসো কালি দিয়ে লাগানো ছোট্ট হাতের ছাপ ৷ কাবুলিওয়ালা ও মিনিকে নিয়ে এই ভাবেই গল্প এগিয়েছে ৷ বিবাহযোগ্য কন্যার শ্বশুরবাড়ি যাওয়ার বিরহে বাবার মন যেমন ভারাক্রান্ত হয়, গল্পে কাবুলিওয়ালার মনও একইভাবে ভারাক্রান্ত হয় ৷ অর্থাৎ, এই অনুভূতি বাঙালি পরিবারের পিতা আর কাবুলিওয়ালা দু’জনের ক্ষেত্রেই এক ৷

হিন্দিতে বলরাজ সাহানি এবং বাংলায় ছবি বিশ্বাসের পর মিঠুন চক্রবর্তী কাবুলিওয়ালার চরিত্রে দর্শকের মন জয় করে নিয়েছেন। মিনির চরিত্রে অনুমেঘা কাহালির অভিনয় যে অনবদ্য, তা দর্শকের প্রতিক্রিয়ায় স্পষ্ট ৷ 1956 সালে প্রখ্যাত পরিচালক তপন সিংহ পরিচালিত 'কাবুলিওয়ালা'য় মিনির ভূমিকায় অভিনয় করেছিলেন শর্মিলা ঠাকুরের বোন ঐন্দ্রিলা ঠাকুর ৷ বলরাজ সাহানির পাশে মিনির চরিত্রে দেখা যায় ছোট্ট সোনুকে।

আরও পড়ুন:

  1. বেঁচে আছি...! 24 ঘণ্টার টানটান নাটকে যবনিকাপতন পুনমের
  2. বাংলার পর এবার ভারত জুড়ে 'কাবুলিওয়ালা' সাজে মন মাতাতে তৈরি মিঠুন
  3. 'কাবুলিওয়ালা'র ঝোলা এখনও কি 'মিনি'দের অবাক করে? উত্তর খুঁজল ইটিভি ভারত

ABOUT THE AUTHOR

...view details