পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'সিম্প্যাথি নিয়ে সিনেমা হিট করানো যায় না'- প্রতিবাদী মানসীকে কটাক্ষ নেটপাড়ায় - MANASI SINHA

হল পরিদর্শনে গিয়ে বিরক্তিকর পরিস্থিতির মুখোমুখি পরিচালক মানসী সিনহা ৷ সোশাল মিডিয়ায় প্রতিবাদ করতেই, আক্রমণ নেটিজেন ও ডাইহার্ড ফ্যানেদের ৷

Manasi Sinha
কটাক্ষের মুখে পরিচালক মানসী সিনহা (মুভি পোস্টার)

By ETV Bharat Entertainment Team

Published : 8 hours ago

হায়দরাবাদ, 21 ডিসেম্বর: একসঙ্গে একই দিনে চারটে সিনেমার মুক্তি ঘিরে হইচই পড়ে গিয়েছে টলিউড ইন্ডাস্ট্রিতে ৷ হল বা শো না পাওয়ার অভিযোগ ওঠা নতুন নয় ৷ তবে প্রেক্ষাগৃহে বসে অন্য সিনেমার দর্শকদের জন্য সিনেমা দেখতে না পারার অভিযোগে দ্বন্দ্ব নেটপাড়ায় ৷

আর সেই অভিযোগ তুলেছেন খোদ '5 নং স্বপ্নময় লেন' ছবির পরিচালক মানসী সিনহা ৷ মাস সিনেমা ঘিরে আনন্দ-উচ্ছ্বাস, বাজনা বাজা নতুন কিছু নয় ৷ দক্ষিণে এই সংস্কৃতি ভীষণভাবে চলে ৷ কিন্তু কখনও কি এমন অভিযোগ উঠেছে যে ভিতরে বসে সিনেমা দেখতে আসা দর্শকদের অসুবিধা হয়েছে তাও আবার অন্য আর এক সিনেমার দর্শকদের কারণে ৷

এই ঘটনা নিয়েই সোশাল মিডিয়ায় সরব হন পরিচালক মানসী ৷ তাতে পরিচালকের পাশে অনেকে থাকলেও বেশ কিছু নেটিজেন রে রে করে ওঠেন ৷ মানসী সিনহা লেখেন, "না' হয় আমাদের ছবির বেশি হল পাবার যোগ্যতা নেই, না'হয় আমাদের ফ্যান ক্লাব নেই, না'হয় আমাদের বাজনা বাজানোর মত টাকা নেই, তাই বলে একটা মাত্র শো দর্শকদের ভালো করে দেখাবার অধিকারও কি নেই?"

এরপরেই পরিচালক স্টার থিয়েটারের অভিজ্ঞতার কথা তুলে ধরেন ৷ তিনি বলেন, "স্টারে মর্নিং শোতে শেষের একটু আগে পৌঁছে দেখি.. ওরে বাবা কি আওয়াজ! ফ্যানরা নাচছেন! নিশ্চয়ই নাচবেন।পছন্দের হিরোর ছবি বলে কথা ! তাই বলে, ভেতরে যে একটা অন্য শো চলছে তার কথা ভাববেন না এ কেমন ব্যাপার? এটা খুব খারাপ লাগলো। হল কর্তৃপক্ষ কিই'বা করতে পারেন , যদি আমরাই একে অপরের কথা না ভাবি?"

মন্তব্য সেকশনে এরপরেই সমালোচনার ঝড় ওঠে ৷ দেবের খাদান ছবি দেখতে আসা দর্শকের উদ্দেশ্যে নাম না করে মানসী সিনেহা যে অভিযোগ করেছেন তা নিয়ে সোশাল মিডিয়ায় বেশ কথা শুনতে হয় পরিচালককে ৷ কেউ লিখেছেন, " যেটা নিয়ে লিখেছেন, সেটাই সামান্য অপ্রাসঙ্গিক। একজন মাস সুপারস্টার-এর বহুদিন বাদে এমন অবতার এ সিনেমা এল, সেখানে এই সেলিব্রেশনটা এমন কিছু না।সারা দেশে হয়। যদি বাইরের আওয়াজ ভেতরে যায়, সেটা সম্পূর্ণ ভাবে সিনেমা হলের দোষ।"

আবার কেউ লিখেছেন, "ছেলেরা একটু আনন্দে নাচানাচি করেছে তাতেও প্রবলেম আপনার?বেশি কিছু বলবো না দেব আপনার অপছন্দের দলের মেম্বার বলে তিল কে তাল করছেন তাই তো?...শুধু শুধু বিতর্কিত পোস্ট করে বা সিম্প্যাথি নিয়ে সিনেমা হিট করানো যায় না।"

পরিচালকের পাশে দাঁড়িয়ে এক নেটিজেন লেখেন, "অপত্যাশিত হলেও বর্তমান সময়ে দাঁড়িয়ে এটাই নাকি উচ্চ মনের পরিচয়। যারা সম্মান করে চুপ থাকে তারাই নাকি সনাতনী মানসিকতার অধিকারী। অন্যকে সুযোগ দেওয়া হলো কারো কাছে বোকামি। নিজের পছন্দের থাকতেই পারে তা বলে অন্যকে অসম্মান তাকে সম্মান করার মাঝে কোনও বিরত্ব নেই।"

প্রসঙ্গত '5 নং স্বপ্নময় লেন' ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, অন্বেষা হাজরা, পায়েল মুখোপাধ্যায়, চন্দন সেন-সহ আরও অনেকে ৷ এদিন অভিনেত্রী অন্বেষাও সোশাল মিডিয়ায় এসে ছবির প্রোমোশন করেছেন ৷ জানিয়েছেন, সকলের এই সিনেমা হলে গিয়ে দেখা উচিত ৷ শেয়ার করেন প্রথমবার হল পরিদর্শনের অভিজ্ঞতাও ৷

অন্বেষা বলেন, "দর্শকদের প্রতিক্রিয়া দেখে আপ্লুত ৷ এই সিনেমা দেখে বেশিরভাগ লোক কেঁদেছেন ৷ জীবনটা মেগাসিরিয়াল নয় ৷ ইমোশনটা রিয়েল ৷ এই কান্নাটা কষ্টের নয় আনন্দের ৷ এই সিনেমা সবাইকে বেঁধে রাখার গল্প ৷ একসঙ্গে সকলকে নিয়ে বাঁচার গল্প, ভালোবাসার গল্প ৷" অভিনেত্রী জানান, সিনেমা দেখার পর মনে এক অদ্ভুত শান্তি নিয়ে বাড়ি ফিরতে পারবেন দর্শকরা ৷

ABOUT THE AUTHOR

...view details