হায়দরাবাদ, 19 ডিসেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা অভিনেত্রী মমতা কুলকার্নির মুখে ৷ আইএএনএসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়ে দিলেন, দেশ সঠিক নেতার হাতেই রয়েছে ৷
24 বছর পর ভারতে ফিরেছেন অভিনেত্রী মমতা কুলকার্নি ৷ মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে ৷ সেই মামলা থেকে রেহাই পেয়েছেন তিনি ৷ ফিরেছেন ভারতে ৷ অভিনেত্রী দেশের নেতৃত্ব ব্যবস্থা নিয়ে বলেন, "এমন প্রধামন্ত্রী পাওয়া সত্যিই ভারতের জন্য ভীষণ কঠিন ৷ আমি ওঁনার সম্পর্কে যাই বলি না কেন, তা কম হবে ৷ তিনি দেশকে ভীষণ ভালোবাসেন এবং দেশের জন্য সবকিছু করতে পারেন ৷"
মমতা এরপর বলেন, "মোদির নেতৃত্বে ভারত নিরাপদ স্থানে রয়েছে ৷ নরেন্দ্র মোদি একজন সৎ প্রধানমন্ত্রী ৷" পাশাপাশি এদিন একান্ত সাক্ষাৎকারে তিনি জানান যেসব রাজ্যে বিজেপি শাসিত সেখানে চমৎকার ঘটবেই ৷ এমনকী, অযোধ্যায় রামমন্দির নির্মাণ নিয়েও অভিনেত্রী উচ্ছ্বাস প্রকাশ করেছেন ৷
তিনি বলেন, "রাম মন্দির তৈরি হওয়ায় আমি ভীষণ খুশি ৷ আগে সেখানে একটা মন্দির ছিল ৷ পরে সেটা ধ্বংস করে দেওয়া হয় ৷ এখন সেখানেই আমার রাম মন্দির গড়ে উঠেছে ৷ আমি অযোধ্যায় গিয়ে অবশ্যই রাম মন্দির দর্শন করব ৷ পাশাপাশি আমি কাশি বিশ্বনাথের মন্দিরে যাব ও কুম্ভমেলায় পূণ্যস্নান করব ৷"
অভিনেত্রী কথা প্রসঙ্গে বলেন, "আমি এখন সন্ন্যাসীনি ৷ আমার বলিউড ও অন্যান্য বিষয় নিয়ে কোনও মাথাব্যথা নেই ৷ আর আমার সেই বয়সও নেই যে বলিউডে ফেরা নিয়ে কোনও কিছু ভাবব ৷ আমি এখন আধ্যাত্মিক জীবন যাপন করতে চাই ৷ আধ্যাত্মিক বিষয়ে আলোচনায় যোগ দিতে চাই ৷"
প্রায় দু'দশক পর ভারতে ফিরেছেন মমতা ৷ ড্রাগ ট্রাফিকিং মামলায় যোগ রয়েছে বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে ৷ অভিযোগ থেকে মুক্তি পেয়ে 24 বছর পর ফিরেছেন মুম্বই ৷ মমতা বলেন, "আমি যখন মুম্বইয়ে পা রাখি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ি ৷ আমার মনে পড়ে সেই জায়গা যেখান থেকে কেরিয়ার শুরু হয়েছিল ৷ এখন মুম্বইয়ে অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে ৷ আগের থেকে ট্রাফিক জ্যাম বেড়েছে ৷ রাস্তার অবস্থাও খারাপ ৷"
এরপর অভিনেত্রী বলেন, "আমি শুনেছি বিএমসিকে 25 হাজার কোটি টাকা বাদেট দেওয়া হয়েছে উন্নয়নের জন্য ৷ কিন্তু আমার মনে হয় না তেমন কোনও কাজ হয়েছে ৷ রাস্তার বিভিন্ন জায়গায় গর্ত নজরে পড়ছে ৷ মুম্বইয়ের অবস্থার উন্নতি হওয়া দরকার ৷ কারণ দেশের মধ্যে মুম্বই অর্থনীতির ভিত শক্ত করার বড় জায়গা ৷ এই শহরকে পরিষ্কার রাখাও দরকার ৷"