কলকাতা, 7 ডিসেম্বর: শীতের মরসুমে শান্তিনিকেতনে শুরু হল 'উদয়শঙ্কর নৃত্য উৎসব'। নৃত্য পরিবেশন করলেন মমতা শঙ্কর। "বাবার থেকেই অভিনয়টা পেয়েছি..." উৎসবে বলেন মেয়ে মমতা শঙ্কর। 8 ডিসেম্বর কিংবদন্তি নৃত্যশিল্পী উদয় শঙ্করের জন্মদিন। সেই উপলক্ষে শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে অনুষ্ঠিত হচ্ছে দুই দিন ব্যাপী 'উদয়শঙ্কর নৃত্য উৎসব'।
উদ্বোধনী অনুষ্ঠানে মমতা শঙ্কর এসে বলেন, "কলকাতার বাইরেও 'ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশন'-এর কাজের প্রচার, প্রসার অন্যতম প্রধান লক্ষ্য। কলকাতার বাইরেও অনেক গুণী শিল্পী, নৃত্য সংস্থা আছে যাঁরা সবসময় কলকাতায় এসে তাঁদের নৃত্য পরিবেশন করতে পারেন না, আবার অনেক কলকাতার সংস্থা আছে যাঁরা কলকাতার বাইরে গেলে সেখানকার দর্শক তাঁদের কাজ দেখার সুযোগ পান। তাই, কলকাতার বাইরেও এই আয়োজনের গুরত্ব অপরিসীম।"
তিনি আরও বলেন, "ছেলেবেলায় সাইড উইংস-এ বসে বাবার নাচ দেখতাম। কোনও গ্রাম্য দৃশ্য থাকলে আমায় কোলে নিয়ে মঞ্চে একপাক ঘুরে নিতেন। অভিনয়টা বাবার থেকেই পেয়েছি। ছোটোবেলায় কোনও কিছু বললে, বাবা বলতেন এই কথাটা কতরকম ভাবে বলতে পারো বলো। ওটা ছিল একটা এক্সারসাইজ। আমি খুব পুণ্য করেছিলাম গত জন্মে যে এরকম বাবা-মাকে পেয়েছিলাম ৷"
মূলত অনুষ্ঠান আয়োজনে ছিল 'ওয়েস্টবেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশন'। সহায়তায় 'ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার'। রাজ্যের মোট 24টি নৃত্য সংগঠন এই উৎসবে অংশগ্রহণ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা শঙ্কর, পার্বতী গুপ্ত, চন্দ্রোদয় ঘোষ, জোনাকি সরকার, প্রদীপ্ত নিয়োগী, অমিত অধিকারী প্রমুখ। শান্তিনিকেতনের সৃজনী শিল্প গ্রামে আয়োজিত হচ্ছে 'আলমোরা'। দুই দিনের উদয়শঙ্কর নৃত্য উৎসব হচ্ছে 6 ডিসেম্বর ও 7 ডিসেম্বর ৷ সন্ধ্যা 6টা থেকে থেকে শুরু অনুষ্ঠানের।
রাজ্যের নানা প্রান্ত থেকে 24টি নাচের দল এই বিশেষ উৎসবে অংশগ্রহণ করেছে। প্রথম দিনে অংশগ্রহণে 'মমতা শঙ্কর ডান্স কোম্পানি', 'ডান্সার্স গিল্ড' , 'আনন্দধারা', 'শিল্প বিতান', 'সূচণা' সহ আরও অনেক দল। দ্বিতীয় দিনে 'ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশন', 'নৃত্য উপাসনা' , 'আনন্দধ্বনি', 'স্টেপস অ্যান্ড রিদম' সহ আরও দল। কলকাতা সহ বিভিন্ন জেলার নৃত্য সংস্থা এই বর্ণাঢ্য উৎসবে অংশগ্রহণ করবেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, গত দু'বছরের সাফল্যের পর আবার শান্তিনিকেতনে এই উদ্যোগ। আগামী দিনে ফেডারেশনের উদ্যোগ আরও অন্যান্য জেলায় এই উৎসব নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।