লস অ্যাঞ্জেলস, 18 ডিসেম্বর: প্রত্য়াশা পূরণে ব্যর্থ কিরণ রাও পরিচালিত 'লাপাতা লেডিজ' ৷ অস্কার প্রতিযোগিতা থেকে ছিটকে গেল এই ছবি ৷ অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সাইন্স 10টা বিভাগে প্রতিযোগিতায় কারা টিকে রয়েছে সেই শর্টলিস্ট প্রকাশিত করেছে ৷ 97তম অস্কার প্রতিযোগিতার দ্বিতীয় ধাপে কারা থাকছে তা প্রকাশ করা হয়েছে আমেরিকার সময় অনুসারে মঙ্গলবার ৷ কিন্তু সেই তালিকায় জায়গা করতে পারল না কিরণ রাওয়ের ছবি ৷
জায়গা পেল না বাংলার গানও ৷ হতাশ ভারতবাসী ৷ তবে আনন্দের খবর একটাই, লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে 'অনুজা' নামে একটি ছবি জায়গা পেয়েছে ৷ ছবিটি পরিচালনা করেছেন অ্যাডাম জে গ্রেভস ৷
একনজরে দেখে নেওয়া যাক মোট শর্টলিস্টে কারা জায়গা করে নিতে পেরেছে ৷
ডকুমেন্টারি ফিচার ফিল্ম
দ্য বিবি ফাইলস
ব্ল্যাক বক্স ডায়েরি
ডাহোমি
ডটার্স
ইনো
ফ্রিদা
হলিউডগেট
নো আদার ল্যান্ড
পোর্সেলেইন ওয়ার
কুইনডম
দ্য রিমার্কেবল লাইফ অফ ইবেলিন
সাউন্ডট্র্যাক টু আ কুপ এটা
সুগারকেন
ইউনিয়ন
উইল অ্যান্ড হার্পার
ডকুমেন্টারি শর্ট ফিল্ম
চেজিং রু
ডেথ বাই নাম্বার্স
ইটারনাল ফাদার
আই এম রেডি, ওয়ার্ডেন
ইন্সিডেন্ট ইন্সট্রুমেন্ট অফ আ বিটিং হার্ট
কিপার
মাকাইলার্স ভয়েস: আ লেটার টু দ্য ওয়ার্ল্ড
ওয়ান্স আপন আ টাইম ইন ইউক্রেন
প্ল্যানেটওয়াকার
দ্য কুইলটার্স
সিট 31: জোয়ি জেফার
আ সুইম লেসন
আনটিল হি ইজ ব্যাক
ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম
ব্রাজিল- আই'এম স্টিল হেয়ার
কানাডা- ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ
চেক প্রজাতন্ত্র- ওয়েভস
ডেনমার্ক, দ্য গার্ল উইথ দ্য নিডল
ফ্রান্স - এমিলিয়া পেরেজ
জার্মানি- দ্য সিড অফ দ্য সেক্রেড ফিগ
আইসল্যান্ড- টাচ
আয়ারল্যান্ড- নীক্যাপ
ইতালি-ভার্মিগ্লিও