পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

আদৌ কি হাসপাতালে ভর্তি কিয়ারা ? অভিনেত্রীর স্বাস্থ্য নিয়ে মুখ খুলল পিআর টিম - KIARA ADVANI HOSPITALISED

শনিবার বেলা বাড়তেই খবর ছড়িয়ে পড়ে 'গেমচেঞ্জার' অভিনেত্রী কিয়ারা হাসপাতালে চিকিৎসাধীন ৷ চিন্তিত হয়ে পড়েন অনুরাগীরা ৷ অবশেষে সত্যিটা এল প্রকাশ্যে ৷

Kiara Advani
আদৌ কি হাসপাতালে ভর্তি কিয়ারা আদবানি ? (এএনআই)

By ETV Bharat Entertainment Team

Published : Jan 4, 2025, 1:53 PM IST

হায়দরাবাদ, 4 জানুয়ারি: হাসপাতালে ভর্তি নন কিয়ারা আদবানি ৷ অভিনেত্রীকে নিয়ে যে খবর ছড়িয়েছে তার কোনও সত্যতা নেই ৷ এমনকী, তিনি হাসপাতালে ভর্তির কারণে 'গেমচেঞ্জার' প্রোমোশনার ইভেন্ট বাতিল করেছেন, সেই খবরও ভুয়ো ৷

হাসপাতালে ভর্তি হয়েছেন সিদ্ধার্থ পত্নী ৷ এমন খবর সামনে আসতেই চিন্তিত হয়ে পড়েন অনুরাগীরা ৷ অবশেষে সত্যিটা সামনে আনল অভিনেত্রীর পিআর টিম ৷ সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, হাসপাতালে কোনও রকমভাবে চিকিৎসাধীন নেই অভিনেত্রী ৷ বিগত বেশ কিছু সময় ধরে টানা কাজ করে চলেছেন কিয়ারা ৷ ছবির শুটিং থেকে আসন্ন 'গেমচেঞ্জার'-এর প্রোমোশন ৷ অতিরিক্ত পরিশ্রমের কারণে তিনি ক্লান্ত ৷ চিকিৎসক তাঁকে বাড়িতে বেশ কিছুদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন ৷

তিনবছর অপেক্ষার পর রামচরণ অভিনীত 'গেমচেঞ্জার' মুক্তির অপেক্ষায় ৷ 10 জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি ৷ পরিচালনা করেছেন এস শঙ্কর ৷ মুখ্যচরিত্রে দেখা যাবে কিয়ারা আদবানি, এসজে সূর্য, নাসার, প্রকাশ রাজ, সুনীল ও জয়রামকে ৷ ইতিমধ্যেই জোর কদমে চলছে ছবির প্রচার ৷ ফলে অভিনেত্রী কিয়ারাকেও টানা শুটিং-প্রোমোশন সামলাতে হয়েছে ৷

এই অবস্থায় অতিরিক্ত পরিশ্রমের জন্যই তিনি অসুস্থবোধ করেছেন বলে মনে করছেন চিকিৎসকরা ৷ ফলে আপাতত তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন ৷ তাই এই মুহূর্তে 'গেমচেঞ্জার' ছবির প্রোমোশনে কিয়ারা কতটা অংশগ্রহণ করতে পারবেন, তা সময় বলবে ৷ এই খবরে আশ্বস্ত হয়েছেন অনুরাগীরাও ৷ আপাতত তিনি সুস্থ আছেন, বিশ্রামে আছেন, এমনটাই জানিয়েছে অভিনেত্রী কিয়ারার মুখপাত্র ৷

ABOUT THE AUTHOR

...view details