হায়দরাবাদ, 26 নভেম্বর: 52তম আন্তর্জাতিক এডি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সকলের নজর ছিল দ্য নাইট ম্যানেজার ওয়েব সিরিজের উপর ৷ নিউইয়র্ক শহরে আয়োজিত এই অনুষ্ঠানে টেলিভিশন তারকাদের স্বীকৃতি দেওয়া হয় ৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারতের স্ট্যান্ড-আপ কমেডিয়ান বীর দাস ৷ ভারতীয় হিসাবে এই সম্মান বেশ গর্বের ৷ গতবছরই বীর দাস নেটফ্লিক্স স্পেশাল ল্যান্ডিং-এর জন্য এমি অ্যাওয়ার্ড পেয়েছেন ৷ এবার তিনি পেলেন অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব ৷
দেশ-বিদেশের একাধিক টিভি সিরিজ মনোনয়ন পেয়েছিল এই অনুষ্ঠানে ৷ তার মধ্যে ভারত থেকে একমাত্র ছিল অনিল কাপুর, আদিত্য রয় কাপুরও ও শোভিতা ধূলিপালা অভিনীত দ্য নাইট ম্যানেজার ৷ ড্রামা সিরিজ ক্যাটাগরিতে এই দূর পর্যন্ত এসেও শেষ রক্ষা হল না ৷ লেস গাউটস ডে ডিউ (Les Gouttes De Dieu) হাতছাড়া হল নাইট ম্যানেজারের ৷
মূলত, এই পুরস্কার বিতরনী অনুষ্ঠান নিউ ইয়র্কের হিলটন মিডটাউনে অনুষ্ঠিত হয় ৷ বিশ্বব্যাপী দর্শকদের কাছে সরাসরি সম্প্রচার করা হয়। ইন্টারন্যাশনাল একাডেমি অফ টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস (আইএটিএএস) দ্বারা উপস্থাপিত এই অনুষ্ঠানটি 21টি দেশের ব্যতিক্রমী প্রতিভা উদযাপন করেছে ৷ 14টি বিভাগে মনোনয়ন রয়েছে 56ট । এর মধ্যে রয়েছে ড্রামা সিরিজ, কমেডি, ডকুমেন্টারি, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, আর্টস প্রোগ্রামিং, বাচ্চাদের অনুষ্ঠান ছাড়াও আরও অনেক কিছু ৷