হায়দরাবাদ, 8 এপ্রিল:বলিউড অভিনেতা কঙ্গনা রানাওয়াত গরুর মাংস খেতে পছন্দ করেন বলে কংগ্রেস নেতা বিজয় ওয়াডেত্তিওয়ার অভিযোগের পরেই এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী। কঙ্গনা তার সোশাল মিডিয়া হ্যান্ডেলে কংগ্রেস নেতার এই অভিযোগকে 'ভিত্তিহীন গুজব' বলে উল্লেখ করেছেন। হিমাচল প্রদেশের মান্ডি থেকে কঙ্গনাকে বিজেপির টিকিট দেওয়ার পরে অভিনেত্রী গোমাংস খান দাবি করেন কংগ্রেস নেতা বিজয় ওয়াডেত্তিওয়ার৷ এই দাবির পরই বিজেপি প্রার্থীর সোজাসাপ্টা প্রতিক্রিয়া মিলল।
অফিসিয়াল সোশাল মিডিয়া হ্যান্ডেলে কঙ্গনা তাঁর বিরুদ্ধে তোলা কংগ্রেস নেতার 'গোমাংস খাওয়া'র দাবির পর তৈরি হওয়া জল্পনায় ইতি টানতে চেয়েছেন। হিন্দু সংস্কৃতির একজন প্রবক্তা, অভিনেত্রী লিখেছেন, "আমি গোমাংস বা অন্য কোনও ধরনের রেড মিট খাই না৷ এটা লজ্জাজনক যে আমাকে নিয়ে সম্পূর্ণ ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে ৷ আমি কয়েক দশক ধরে যোগ ব্যায়াম ও আয়ুর্বেদিক শাস্ত্র নির্ভর জীবনযাত্রার পক্ষে এবং এ নিয়ে প্রচারও করছি ৷ তাই আমার ভাবমূর্তি নষ্ট করতে এই ধরনের কৌশল কাজ করবে না। আমার কাছের মানুষরা আমাকে চেনে এবং তারা জানেন যে আমি একজন গর্বিত হিন্দু এবং এমন কিছুই তাদের কখনও বিভ্রান্ত করতে পারবে না ৷ জয় শ্রী রাম।"