কলকাতা, 5 সেপ্টেম্বর: রাত দখলে সামিল হতে চেয়েছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তাই বুধবার সন্ধে হতেই পৌঁছে গিয়েছিলেন শ্যামবাজারে। কিন্তু চরম হেনস্থার শিকার হতে হল তাঁকে। এক নারীর উপর অন্যায় অত্যাচারের প্রতিবাদ করতে এসে আরেক নারীকে অসম্মান করা অপরাধ। এই বলেই অভিনেত্রীর পাশে দাঁড়াল টলিউডের একাংশ। ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন, সুদীপ্তা চক্রবর্তী থেকে কমলেশ্বর মুখোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়।
সুদীপ্তা চক্রবর্তী সোশাল মিডিয়ায় লিখেছেন, "আপনারা তাঁর অবস্থানটা দেখলেন না। অথচ ভুয়ো ভিডিয়োটি দেখে ঘৃণা উগরে দিলেন। আপনার তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দিলেন। তিনি তাও মেনে নিলেন। এলাকা ছেড়ে দিলেন। তা সত্ত্বেও তিনি যখন গাড়িতে বসে রয়েছেন তখন হামলা চালালেন। কী ভয়াবহ পরিস্থিতি ! আমি এই ঘটনার তীব্র বিরোধিতা করি। আপনারা কী ভুলে গিয়েছেন নারীদের রাত দখলের লড়াইয়ে সামিল হয়েছিলেন ? মহিলাদের সম্মান, অধিকার রক্ষার দাবিতে যে আপনারা মিছিলে সামিল হয়েছিলেন ভুলে গিয়েছিলেন ? কীভাবে এটা করতে পারলেন ? ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে যা হয়েছে, আমি তার তীব্র প্রতিবাদ করি।"
অনন্যা চট্টোপাধ্যায় লেখেন, "ঋতুপর্ণা সেনগুপ্তর অপমানের তীব্র সমালোচনা করছি। এখম আমাদেরকে অনেকেই লক্ষ্যভ্রষ্ট করতে চাইবেন। তাঁদের সফল হতে দেবেন না প্লিজ।" কমলেশ্বর মুখোপাধ্যায় লেখেন, "ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে এই অমানবিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। সবাই আন্দোলনে সামিল হতে পারেন। কেউ কাউকে আটকাতে পারেন না। আপনি তাঁর অবস্থান পছন্দ করেননি। আপনি তার সংহতি দেখানো তাঁর সম্পাদিত ভিডিয়ো ঘৃণা করতেই পারেন। ফাইন। আপনি তাঁকে একটি জোরে এবং স্পষ্ট 'গো ব্যাক' স্লোগান দেন। গৃহীত। এমনকী, সে তা মেনে নিয়ে স্থান ত্যাগ করেন। কিন্তু গাড়ির ভেতরে বসে থাকা অবস্থায় তার গাড়ির কাঁচের দরজা ধাক্কা দিচ্ছেন ? এটা কতটা ভয়াবহ !! আমি এর নিন্দা জানাই।"
পরিচালক কমলেশ্বর আরও লেখেন, "আপনি কি ভুলে গিয়েছেন যে, শুধু মহিলাদের জন্য রাত পুনরুদ্ধার করতে রাস্তায় এসেছিলেন ? আপনি কি ভুলে গিয়েছেন, সকলেই একজন নারীর মৌলিক মর্যাদা, সম্মান এবং একজন মানুষ হিসাবে অধিকার নষ্ট করার জন্য বিচার চাইতে রাস্তার দায়িত্ব নিচ্ছেন ? আপনি কীভাবে করতে পারেন ? প্রিয় কলকাতাবাসী, আপনি আজ ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে যা করেছেন তার নিন্দা করছি।"