হায়দরাবাদ, 27 ডিসেম্বর: প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং বৃহস্পতিবার (26 ডিসেম্বর) প্রয়াত হন। রাত 8টা নাগাদ তাঁকে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে (AIIMS) ভর্তি করা হয়। ভারতের অর্থনৈতিক সংস্কারের স্থপতি হিসেবে পরিচিত মনমোহন সিং 92 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গোটা দেশ।
চলচ্চিত্র দুনিয়ার তারকারাও প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ৷ দু'বারের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন সিনেপর্দার তারকারা ৷
সানি দেওল
অভিনেতা সানি দেওল এক্স (টুইটার) হ্যান্ডেলেি একটি বার্তা শেয়ার করেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সানি দেওল ভারতের অর্থনৈতিক ব্যবস্থা গঠনে মনমোহন সিংয়ের ভূমিকার প্রশংসা করেছেন। তিনি লিখেছেন, "ড. মনমোহন সিং-এর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত, তিনি একজন দূরদর্শী নেতা ছিলেন যিনি ভারতের অর্থনৈতিক উদারীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর বুদ্ধিমত্তা, সততা এবং জাতির উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। পরিবারের প্রতি রইল সমবেদনা ৷"
চিরঞ্জীবী
দক্ষিণ মেগাস্টার চিরঞ্জীবীও প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মনমোহন সিংয়ের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। প্রাক্তন প্রধানমন্ত্রীকে স্মরণ করে তিনি লিখেছেন, "একজন সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ ডঃ মনমোহন সিং-জির মৃত্যুতে অত্যন্ত দুঃখিত। আমাদের দেশ সর্বকালের সবচেয়ে উচ্চ শিক্ষিত, সবচেয়ে ভদ্র, মৃদুভাষী এবং নম্র নেতা ডঃ মনমোহন সিং-এর জন্ম দিয়েছে। অর্থমন্ত্রী হিসাবে তাঁর দূরদর্শী এবং খেলার জগতে পরিবর্তনকারী অবদান স্মরণীয় ৷ ভারতের 13 তম প্রধানমন্ত্রী হিসাবে তাঁর অত্যন্ত সফল কার্যকাল ইতিহাসে চিরকাল লেখা থাকবে।"
তিনি আরও লিখেছেন, "আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে একজন অদম্য নেতার মেয়াদে সংসদ সদস্য এবং পর্যটন প্রতিমন্ত্রী হিসাবে কাজ করার সুযোগ পেয়েছি। আমি সবসময় তাঁর সঙ্গে আলাপ আলোচনা করেছি ৷ তাঁর কাছ থেকে যে অনুপ্রেরণা এবং জ্ঞান অর্জন করেছি তা আজীবন মনে রাখব ৷ এটা আমাদের দেশের জন্য বড় ক্ষতি। তার পরিবার এবং অগণিত অনুরাগীদের প্রতি আমার গভীর সমবেদনা। মনমোহন জির আত্মা শান্তিতে থাকুক। ওম শান্তি ৷"
মাধুরী দীক্ষিত
মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবি শেয়ার করতে গিয়ে তিনি লিখেছেন, "ড. মনমোহন সিংয়ের যাত্রা এবং দেশের প্রতি সেবা প্রকৃত বুদ্ধিমত্তা এবং শালীনতা প্রতিফলিত করে। তাঁর নেতৃত্ব আমাদের মনে করিয়ে দেয় যে শান্ত সংকল্প পাহাড়কে সরিয়ে দিতে পারে। একজন অসাধারণ নেতা এবং তার চেয়েও অসাধারণ একজন মানুষ। তাঁর পরিবার এবং অগণিত প্রিয়জনের প্রতি আমার গভীর সমবেদনা। ওম শান্তি।"
রিতেশ দেশমুখ
বলিউড অভিনেতা রিতেশ দেশমুখ তার বাবা বিলাসরাও দেশমুখের সঙ্গে মনমোহন সিংয়ের ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন ৷ তিনি লিখেছেন, "আজ আমরা ভারতের অন্যতম সেরা প্রধানমন্ত্রীকে হারিয়েছি। যিনি ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতি দিয়েছেন। তিনি ছিলেন মর্যাদা ও নম্রতার প্রতীক। তাঁর উত্তরাধিকারের কাছে আমরা চির ঋণী থাকব। তাঁর আত্মা শান্তিতে থাকুক। ধন্যবাদ মনমোহন সিং জি।"
সঞ্জয় দত্ত
সঞ্জয় দত্ত-ও ইনস্টাগ্রামে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ছবি শেয়ার করে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি লিখেছেন, "ড. মনমোহন সিং জির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। ভারতে তাঁর অবদান কখনো ভোলার নয়।"