পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'সেরা প্রধানমন্ত্রীকে হারালাম...'! মনমোহন সিংয়ের প্রয়াণে শোকাহত বলি তারকারা - DR MANMOHAN SINGH PASSED AWAY

শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ৷ প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ সানি দেওল, চিরঞ্জীবী-সহ একাধিক তারকার ।

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 27, 2024, 9:43 AM IST

Updated : Dec 27, 2024, 9:54 AM IST

হায়দরাবাদ, 27 ডিসেম্বর: প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং বৃহস্পতিবার (26 ডিসেম্বর) প্রয়াত হন। রাত 8টা নাগাদ তাঁকে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে (AIIMS) ভর্তি করা হয়। ভারতের অর্থনৈতিক সংস্কারের স্থপতি হিসেবে পরিচিত মনমোহন সিং 92 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গোটা দেশ।

চলচ্চিত্র দুনিয়ার তারকারাও প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ৷ দু'বারের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন সিনেপর্দার তারকারা ৷

সানি দেওল

অভিনেতা সানি দেওল এক্স (টুইটার) হ্যান্ডেলেি একটি বার্তা শেয়ার করেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সানি দেওল ভারতের অর্থনৈতিক ব্যবস্থা গঠনে মনমোহন সিংয়ের ভূমিকার প্রশংসা করেছেন। তিনি লিখেছেন, "ড. মনমোহন সিং-এর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত, তিনি একজন দূরদর্শী নেতা ছিলেন যিনি ভারতের অর্থনৈতিক উদারীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর বুদ্ধিমত্তা, সততা এবং জাতির উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। পরিবারের প্রতি রইল সমবেদনা ৷"

চিরঞ্জীবী

দক্ষিণ মেগাস্টার চিরঞ্জীবীও প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মনমোহন সিংয়ের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। প্রাক্তন প্রধানমন্ত্রীকে স্মরণ করে তিনি লিখেছেন, "একজন সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ ডঃ মনমোহন সিং-জির মৃত্যুতে অত্যন্ত দুঃখিত। আমাদের দেশ সর্বকালের সবচেয়ে উচ্চ শিক্ষিত, সবচেয়ে ভদ্র, মৃদুভাষী এবং নম্র নেতা ডঃ মনমোহন সিং-এর জন্ম দিয়েছে। অর্থমন্ত্রী হিসাবে তাঁর দূরদর্শী এবং খেলার জগতে পরিবর্তনকারী অবদান স্মরণীয় ৷ ভারতের 13 তম প্রধানমন্ত্রী হিসাবে তাঁর অত্যন্ত সফল কার্যকাল ইতিহাসে চিরকাল লেখা থাকবে।"

তিনি আরও লিখেছেন, "আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে একজন অদম্য নেতার মেয়াদে সংসদ সদস্য এবং পর্যটন প্রতিমন্ত্রী হিসাবে কাজ করার সুযোগ পেয়েছি। আমি সবসময় তাঁর সঙ্গে আলাপ আলোচনা করেছি ৷ তাঁর কাছ থেকে যে অনুপ্রেরণা এবং জ্ঞান অর্জন করেছি তা আজীবন মনে রাখব ৷ এটা আমাদের দেশের জন্য বড় ক্ষতি। তার পরিবার এবং অগণিত অনুরাগীদের প্রতি আমার গভীর সমবেদনা। মনমোহন জির আত্মা শান্তিতে থাকুক। ওম শান্তি ৷"

মাধুরী দীক্ষিত

মাধুরী দীক্ষিতের পোস্ট (ইন্সটাগ্রাম স্টোরি)

মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবি শেয়ার করতে গিয়ে তিনি লিখেছেন, "ড. মনমোহন সিংয়ের যাত্রা এবং দেশের প্রতি সেবা প্রকৃত বুদ্ধিমত্তা এবং শালীনতা প্রতিফলিত করে। তাঁর নেতৃত্ব আমাদের মনে করিয়ে দেয় যে শান্ত সংকল্প পাহাড়কে সরিয়ে দিতে পারে। একজন অসাধারণ নেতা এবং তার চেয়েও অসাধারণ একজন মানুষ। তাঁর পরিবার এবং অগণিত প্রিয়জনের প্রতি আমার গভীর সমবেদনা। ওম শান্তি।"

রিতেশ দেশমুখ

বলিউড অভিনেতা রিতেশ দেশমুখ তার বাবা বিলাসরাও দেশমুখের সঙ্গে মনমোহন সিংয়ের ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন ৷ তিনি লিখেছেন, "আজ আমরা ভারতের অন্যতম সেরা প্রধানমন্ত্রীকে হারিয়েছি। যিনি ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতি দিয়েছেন। তিনি ছিলেন মর্যাদা ও নম্রতার প্রতীক। তাঁর উত্তরাধিকারের কাছে আমরা চির ঋণী থাকব। তাঁর আত্মা শান্তিতে থাকুক। ধন্যবাদ মনমোহন সিং জি।"

সঞ্জয় দত্ত

সঞ্জয় দত্ত-ও ইনস্টাগ্রামে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ছবি শেয়ার করে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি লিখেছেন, "ড. মনমোহন সিং জির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। ভারতে তাঁর অবদান কখনো ভোলার নয়।"

নিমরত কৌর

নিমরত কৌর শোক প্রকাশ করে লিখেছেন, "এক বিদ্বান-রাজনেতা, ভারতকে অর্থনৈতিক সংশোধনের নির্মাতা, অনন্য জ্ঞান এবং বিনম্রতার প্রতীক মনমোহন সিং ৷ ড. মনমোহন সিং জি আত্মা শান্তি পাক ৷ সতনাম বাহে গুরু ।"

রণদীপ হুডা

রণদীপ হুডা মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ৷ এক্স-এ তিনি লিখেছেন, "ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর মৃত্যুতে গভীরভাবে শোকাহত ৷ যাঁর মর্যাদাপূর্ণ নেতৃত্ব এবং ভারতের অর্থনৈতিক উদারীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা দেশকে বদলে দিয়েছে। তাঁর বুদ্ধিমত্তা ও সততা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তাঁর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। ওম শান্তি।"

মনোজ বাজপেয়ী

মনমোহন সিংকে শ্রদ্ধা জানিয়েছেন মনোজ বাজপেয়ী। প্রাক্তন প্রধানমন্ত্রীর একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, "আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে আমি শোকাহত। এমন একজন রাজনীতিবিদ যাঁর অবদান আমাদের দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।"

দিশা পাটানি

প্রাক্তন প্রধানমন্ত্রীর কাজের কথা স্মরণ করে দিশা পাটানি ইনস্টাগ্রামে লিখেছেন, "প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং একজন দূরদর্শী নেতা ছিলেন যিনি ভারতের অর্থনীতি বদলে দিয়েছিলেন। তাঁর প্রজ্ঞা ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশ তাঁকে অনেক মিস করবে। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা।"

কপিল শর্মা

কমেডিয়ান কপিল শর্মা টুইট করে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি টুইটে লিখেছেন, "আজ ভারত তার অন্যতম সেরা নেতাকে হারিয়েছে। ড. মনমোহন সিং, ভারতের অর্থনৈতিক সংস্কারের স্থপতি এবং সততা ও নম্রতার প্রতীক, প্রগতি ও আশার উত্তরাধিকার রেখে গিয়েছেন। তাঁর বুদ্ধিমত্তা, নিষ্ঠা ও দৃষ্টি আমাদের দেশকে বদলে দিয়েছে। তাঁর আত্মা শান্তিতে থাকুক। ড. সিং আপনার অবদান কখনও ভোলা যাবে না।"

দিলজিৎ দোসাঞ্জ

দিলজিৎ দোসাঞ্জের পোস্ট (ইন্সটাগ্রাম স্টোরি)

প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকাহত পাঞ্জাবি গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। তিনি তার অফিসিয়াল ইনস্টাগ্রাম স্টোরিতে একটি আবেগপূর্ণ নোট দিয়ে দুঃখ প্রকাশ করেছেন ৷ যেখানে তিনি লিখেছেন, "ওহ ওয়াহেগুরু ৷"

প্রসঙ্গত এদিন হাসপাতালের তরফে জানা গিয়েছে মনমোহন সিং বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন ৷ তিনি 2004 থেকে 2014 পর্যন্ত দু'বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ-র বিরুদ্ধে 2004 সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের বিজয়ের পর 2004 সালে তিনি প্রথমবার প্রধামন্ত্রী হিসাবে শপথ নেন। তিনি 2009 থেকে 2014 পর্যন্ত প্রধানমন্ত্রী হিসাবে দ্বিতীয় মেয়াদ শেষ করেন। এর পরে 2014 সালে প্রধানমন্ত্রী পদে আসীন হন নরেন্দ্র মোদি ৷

Last Updated : Dec 27, 2024, 9:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details