পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

শিল্পী কেজি সুব্রহ্মণ্যকে নিয়ে তৈরি তথ্যচিত্র দেখানো হল বিশ্বভারতীতে, নেপথ্যে গৌতম ঘোষ - Visva Bharati

Documentary on KG Subramanyan: গৌতম ঘোষ পরিচালিত প্রখ্যাত শিল্পী কেজি সুব্রহ্মণ্যয়ের উপর তৈরি তথ্যচিত্র দেখানো হল বিশ্বভারতীতে ৷ শিল্পীর জন্ম শতবর্ষে বিশেষ শ্রদ্ধার্ঘ পরিচালকের ৷

Etv Bharat
বিশ্বভারতীতে প্রদর্শিত শিল্পী কেজি সুব্রহ্মণ্য উপর তৈরি তথ্যচিত্র

By ETV Bharat Bangla Team

Published : Mar 1, 2024, 9:11 PM IST

শিল্পী কেজি সুব্রহ্মণ্যকে নিয়ে তৈরি হল তথ্যচিত্র

বোলপুর, 1 মার্চ: জন্ম শতবর্ষে প্রখ্যাত শিল্পী কেজি সুব্রহ্মণ্যয়ের উপর তৈরি তথ্যচিত্র প্রদর্শিত হল বিশ্বভারতীর কলাভবনে। তথ্যচিত্র তৈরি করেছেন পরিচালক গৌতম ঘোষ। এদিন, নিজে উপস্থিত থেকে পড়ুয়া, অধ্যাপকদের মূল্যবান তথ্যচিত্রটি দেখান পরিচালক। পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী প্রাপ্ত প্রখ্যাত এই শিল্পী শান্তিনিকেতনবাসীর কাছে পরিচিত ছিলেন 'মানি দা' নামে ৷

পরিচালক গৌতম ঘোষ বলেন, "2013-14 সালে এই তথ্যচিত্র তৈরি করেছিলাম। আমার সৌভাগ্য মানি রাজি হয়েছিলেন ৷ তিনি বলেছিলেন, গৌতম যদি এই তথ্যচিত্র করে আমি আছি ৷ শান্তিনিকেতন-সহ গুজরাত ও অন্যান্য জায়গায় শ্যুট করেছিলাম। সে বহু অভিজ্ঞতা এই কাজ করতে গিয়ে ৷ আর কলাভবনে এই তথ্যচিত্র প্রদর্শন হওয়ায় আরও ভালো লাগছে।"

উল্লেখ্য, 1924 সালে কেরালায় জন্ম গ্রহণ করেছিলেন কেজি সুব্রহ্মণ্য। 1944 সালে তিনি বিশ্বভারতীতে শিল্পকলা নিয়ে পড়তে আসেন ৷ সেই সময় বিশ্ববন্দিত শিল্পী নন্দলাল বসু, বিনোদ বিহারী মুখোপাধ্যায়, রামকিঙ্কর বেইজ প্রমুখকে শিক্ষক হিসাবে পেয়েছিলেন ৷ 1948 সাল পর্যন্ত তিনি বিশ্বভারতীতেই অধ্যয়ন করেছিলেন ৷ পরবর্তীতে, 1980 সালে বিশ্বভারতীর কলাভবনের অধ্যাপক হিসাবে যোগ দিয়েছিলেন ৷ 1989 সাল পর্যন্ত এখানেই অধ্যাপনা করেন। 2016 সালে 29 জুন গুজরাতের বরদায় শেষ নিশ্বাস ত্যাগ করেন শিল্পী ৷

শিল্পকর্মে অবিস্মরণীয় অবদানের জন্য পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী থেকে শুরু করে জাতীয় পুরষ্কার ললিত কলা অ্যাকাদেমি, ব্রাজিলের সাও পাওলো বিয়েনাল, বিশ্বভারতীর সর্বোচ্চ সম্মান দেশিকোত্তম-সহ দেশবিদেশের একাধিক সম্মানে ভূষিত হয়েছেন। আজও শান্তিনিকেতনজুড়ে তাঁর শিল্পকর্ম ছড়িয়ে রয়েছে। শিল্পীকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছিলেন পরিচালক গৌতম ঘোষ। তাঁর জন্ম শতবর্ষে সেই তথ্যচিত্র বিশ্বভারতীর কলাভবনে প্রদর্শিত হয় ৷ নিজে উপস্থিত থেকে এই তথ্যচিত্র প্রদর্শন করেন পরিচালক ৷ মূল্যবান এই তথ্যচিত্রটি দেখার জন্য পড়ুয়া, অধ্যাপক, আশ্রমিকেরা উপস্থিত ছিলেন ৷

ABOUT THE AUTHOR

...view details