হায়দরাবাদ, 30 নভেম্বর:দিল্লি, জয়পুর, হায়দরাবাদ, আমেদাবাদ, লক্ষ্ণৌ ও পুণে ঘুরে কলকাতায় পা রেখেছেন দিলজিৎ দোসাঞ্জ। 30 নভেম্বর অর্থাৎ শনিবার তিলোত্তমার বুকে কনসার্ট মাতাবেন চিনি ৷ শোয়ের একদিন আগেই কলকাতায় পৌঁছে যান পঞ্জাবানী গায়ক ৷ আর তিলোত্তমার বুকে পা রেখেই প্রেমে পড়ে যান তিনি ৷ বাংলা গান ও সংস্কৃতিকে যেন ভালোবেসে ফেলেছেন দিলজিৎ। এদিন শহরের অলিগলি ঘুরে দেখেন দিলজিৎ ৷ বাংলা গানকে সঙ্গী করেই বাংলার প্রাণকেন্দ্রে বুক ভরে যেন নিঃশ্বাস নিলেন শিল্পী ৷ হলুদ ট্যাক্সিতে চেপে মৌসুমি ভৌমিকের গাওয়া গান 'আমি শুনেছি সেদিন তুমি'-তে ভাসলেন দিলজিৎ ৷
শুধু তাই নয়, শোয়ের আগে দক্ষিনেশ্বরে মা কালীর মন্দিরে পুজো দিলেন শিল্পী ৷ কলকাতার শো যাতে ভালো হয়, সেই প্রার্থনা নিয়েই দক্ষিণেশ্বরে পুজো দিলেন গায়ক-অভিনেতা। দক্ষিণেশ্বরে রামকৃষ্ণর ঘরে দীর্ঘক্ষণ বসে রইলেন চোখ বন্ধ করে। মগ্ন হলেন ধ্যানে। সাদারঙের পাঞ্জাবী পড়ে তিনি পৌঁছে যান মন্দিরে ৷ সেখানে পুলিশি ঘেরাটোপের মধ্যে মা কালীর দর্শন করেন তিনি ৷ প্রায় একমাস ধরে দিলজিৎ ব্যস্ত রয়েছেন তাঁর 'দিল-লুমিনাতি' ট্যুর নিয়ে ৷ তাঁর এই শো ঘিরে দর্শকদের উন্মাদনা এতদিনে বুঝে গিয়েছেন নেটপাড়ার সকলেই ৷ তবে তাঁর মিউজিক কনসার্ট নিয়ে যেমন উন্মাদনা রয়েছে তেমনই রয়েছে বিতর্ক ৷
পুলিশি ঘেরাটোপে মন্দির চত্বরে দিলজিৎ (ইটিভি ভারত) হায়দরাবাদে শো করার আগেই তেলেঙ্গনা সরকারের তরফে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল তাঁকে ৷ যেখানে অ্যালকোহল প্রচার করে এমন গান গাওয়া থেকে দিলজিৎকে বিরত থাকতে বলা হয় ৷ এরপর থেকেই শুরু হয়েছে বিতর্ক ৷ তবে বিতর্ক, সমালোচনায় কান না দিয়ে পাঞ্জাবি পপস্টার ব্যস্ত কনসার্ট নিয়ে। তবে আইনি নোটিশ পাওয়ার পর ছেড়ে কথা বলেননি শিল্পী ৷ সম্প্রতি লক্ষ্ণৌয়ের শোতে থেকে সরাসরি তোপ দেগে দিলজিৎ বলেন, " যদি অ্যালকোহল শব্দের ব্যবহারে গানে সেন্সরশিপ চালাতে পারেন, তাহলে সিনেমাতেও তার ব্যবহার বন্ধ করা হোক ৷"
মন্দির ধ্যানে মগ্ন শিল্পী (ইটিভি ভারত) উল্লেখ্য, 30 নভেম্বর কলকাতার শোয়ের সব টিকিট মুহূর্তে বিক্রি হয়ে যায় ৷ এর মধ্যে জনৈক মনিন্দর নামে এক ব্যক্তি টিকিট না পাওয়ায় এক্স হ্যান্ডেলে দুঃখপ্রকাশ করেন ৷ তিনি জানান, দীর্ঘ সময় ধরে দিলজিতের শো দেখার অপেক্ষা করছিলেন ৷ কিন্তু টিকিট শেষ হয়ে যাওয়ায় সেই স্বপ্ন ব্যর্থ থেকে যাচ্ছে ৷ যদি দুটো টিকিট তিনি তাঁর ও বোনের জন্য দিলজিৎ দিতে পারেন তাহলে ভালো হয় ৷ এমন পোস্ট দেখে উত্তরও দেন দিলজিৎ ৷ এবার অনুরাগীর কথা রাখেন তিনি ৷ জানিয়ে দেন মনিন্দর ও তাঁর বোনের জন্য টিকিটের ব্যবস্থা করে দেবেন দিলজিৎ ৷ এই ঘটনা সামনে আসায় দিলজিৎ-এর প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া ৷